এ ভূমিকম্পে বাংলাদেশের ঝুঁকি বেড়ে গেল, অভিমত বিশেষজ্ঞের
Published: 29th, March 2025 GMT
গতকাল শুক্রবার মিয়ানমারে আসলে পরপর দুটি ভূমিকম্প হয়। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। পরে ১২ মিনিটের ব্যবধানে আরেকটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৬ দশমিক ৪। শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারে মান্দালয়ের সাগাইং শহরের কাছাকাছি। সাগাইং নামে একটি দীর্ঘ চ্যুতি আছে। এটি ভারতের অরুণাচল প্রদেশ থেকে আন্দামান সাগর পর্যন্ত ১ হাজার ২০০ কিলোমিটার বিস্তৃত। এ সাগাইং–চ্যুতির বিভিন্ন অংশে গত ১৮৫ বছরে ৭টির বেশি বড় ধরনের ভূমিকম্প হয়েছে। তার মধ্যে ১৮৩৯ সালে সবচেয়ে বড় ভূমিকম্প হয় ৮ দশমিক ৩ মাত্রার।
গতকাল যে ভূমিকম্প হলো তার উৎপত্তিস্থল থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরে ব্যাংকক শহরের বহুতল ভবন এবং অনেক রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়। মিয়ানমারে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূকম্পন চীন এবং ভারতের বিহারের বিভিন্ন অংশে অনুভূত হয়েছে। এবার যে ভূমিকম্প হলো, সেটি হয়েছে ‘ইন্দো-বার্মা সাবডাকশন জোনের’ মধ্যে।
আরও পড়ুন৭০০ কোটি টাকার ৩৩তলা ভবন মুহূর্তে তিনতলার সমান ধ্বংসস্তূপ৯ ঘণ্টা আগেসাবডাকশন জোন হলো এমন একটি এলাকা, যেখানে দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষ হয় এবং একটির নিচে অন্যটি তলিয়ে যায়। এই ‘ইন্দো-বার্মা সাবডাকশন জোনের’ বিস্তৃতি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব এলাকা পর্যন্ত। এটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।
এই ইন্দো-বার্মা সাবডাকশন জোনের আবার কয়েকটি ভাগ আছে। এর একটি হলো লকড জোন, আরেকটি হলো স্লো-স্লিপ জোন। লকড জোনে ভয়াবহ ভূমিকম্প হয়ে থাকে। এটা বাংলাদেশের পূর্ব প্রান্তে বা সাবডাকশন জোনের পশ্চিমে অবস্থিত। এই দুই সাব–জোনের বাইরে ইন্দো-বার্মা সাবডাকশন জোনের মধ্যেই আছে সাগাইং ফল্ট। এটি শান মালভূমি ও সেন্ট্রাল মিয়ানমার বেসিনের সংযোগ এলাকা। সেখানেই এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এলাকাটি ভূমিকম্পপ্রবণ। কিন্তু এর কিছু ভিন্ন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য আছে। এখানে এর আগে ১৯৩০ সালে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয় ব্যাগোতে। এলাকাটি সমুদ্রের কাছাকাছি। ওই সময় সুনামিরও সৃষ্টি হয়।
আরও পড়ুনমিয়ানমারে ভূমিকম্পে ধসে পড়ল ঔপনিবেশিক আমলের সেতু১৯ ঘণ্টা আগেআমরা প্রথম থেকেই বলে আসছি, আমাদের ভূমিকম্পের উৎস দুটি। একটি হলো ইন্দো-বার্মা সাবডাকশন জোনে, যেটি বাংলাদেশের পূর্বে অবস্থিত। আরেকটি উত্তরে ডাউকি চ্যুতি এবং হিমালয়ের পাদদেশ এলাকায়। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো সাবডাকশন জোন। এই সাবডাকশন জোনের লকড এরিয়া বলতে যে অঞ্চলকে বোঝায়, সেটি আমাদের সুনামগঞ্জ-কিশোরগঞ্জ-মেঘনা নদী থেকে পূর্বে ভারতের মণিপুর-মিজোরাম অঞ্চল পর্যন্ত বিস্তৃত। এখানেই দুটি প্লেট একটি অন্যটির সঙ্গে আটকে আছে। নিচে ভারতীয় প্লেট আর ওপরে বার্মা প্লেট। এই আটকে থাকার কারণ হলো এখানে ফ্রিকশন এনার্জি বা ঘর্ষণশক্তি অনেক বেশি। বিষয়টি বিশদে যদি বলি, আপনি যদি হাতে তেলজাতীয় পদার্থ নিয়ে ঘষেন সেটি কিন্তু সহজেই স্থানচ্যুতি হবে; কিন্তু দুটি সিরিশ কাগজে ঘর্ষণ করলে তা সহজে সরে যাবে না, আটকে থাকবে। আমাদের এখানে যে লকড জোন, সেখানে এই ঘর্ষণশক্তির পরিমাণ অনেক বেশি। এ কারণে আমাদের এখানে ভূমিকম্প কম হয়; কিন্তু এটা আবার আমাদের জন্য বিপজ্জনক। কেন? কারণ হলো, এখানে ৮০০ থেকে ১০০০ বছর আগে বড় ভূমিকম্প হয়ে যে শক্তি ছেড়ে বের হয়ে গেছে, সেখানে নতুন করে শক্তি সঞ্চিত হচ্ছে। এখানে ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প হওয়ার শক্তি সঞ্চিত হয়ে আছে। গতকাল যে ভূমিকম্প হলো, তার সঙ্গে এই শক্তির কোনো সম্পর্ক নেই। যদিও এটাও সাবডাকসন জোনের মধ্যে; কিন্তু সেই এলাকাটা আমাদের মধ্যে নয়। তবে এখন যদি এমন মনে করা হয় যে সাবডাকসন জোনে বড় ভূমিকম্প হয়ে গেল মানে আমরা বড় ঝুঁকি থেকে মুক্ত হলাম, ব্যাপারটা কিন্তু তা নয়; বরং এতে আরও ঝুঁকি বেড়ে গেল। কারণ, আমাদের ভূমিকম্পপ্রবণ অঞ্চল তাতে আরও শক্তি সঞ্চয় করতে পারল।
আরও পড়ুনমিয়ানমারে ভূমিকম্পে মসজিদের একাংশ ধসে তিনজনের মৃত্যু১৮ ঘণ্টা আগেএখন আমাদের তাই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এর জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। জনগণকে ব্যাপকভাবে সচেতন করে তোলার বিকল্প নেই। মানুষকে প্রশিক্ষিত করতে হবে। আর দরকার নিয়মিত মহড়ার ব্যবস্থা করা।
হুমায়ুন আখতার, ভূমিকম্পবিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ভ ম কম প আম দ র দশম ক
এছাড়াও পড়ুন:
পঞ্চগড়ে বিবাহবিচ্ছেদের চার দিনের মাথায় লাউখেত থেকে নারীর লাশ উদ্ধার
পঞ্চগড়ে স্বামীর মৃত্যুর দুই বছর পর সন্তানদের রেখে গোপনে বিয়ে করে ঘর ছেড়েছিলেন এক নারী। দ্বিতীয় বিয়ের প্রায় এক মাস পর বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এ ঘটনার চার দিনের মাথায় বাড়ির পাশের লাউখেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর মধ্যপাড়া এলাকার একটি লাউখেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁর নাম তানজিনা আক্তার (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তানজিনার দ্বিতীয় স্বামী মিনাল হোসেনের বাবা দিলু হোসেনকে (৫৫) হেফাজতে নিয়েছে আটোয়ারী থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, তানজিনা আক্তারের প্রথম স্বামী মজিবর রহমান প্রায় দুই বছর আগে মারা যান। তাঁদের দুটি ছেলে আছে। এর মধ্যে প্রায় এক মাস আগে স্থানীয় যুবক মিনাল হোসেনকে (২৭) গোপনে বিয়ে করে পার্শ্ববর্তী মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। এর পর থেকেই মিনালকে ছেড়ে দিতে তানজিনার ওপর চাপ দিতে থাকে মিনালের পরিবার। গত ৩০ অক্টোবর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকেই মিনালকে এলাকায় দেখা যায়নি।
পুলিশ জানায়, আজ সকালে ধামোর-মধ্যপাড়া এলাকার একটি লাউখেতে কয়েকজন লাউ তুলতে গিয়ে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের জানান। এ সময় স্বজনেরা সেখানে গিয়ে লাশটি তানজিনার বলে শনাক্ত করেন। খবর পেয়ে বারঘাটি পুলিশ তদন্তকেন্দ্র ও আটোয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রাথমিক সুরতহালে ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।