দেশের নানা প্রান্তে বয়ে চলা মাঝারি তাপপ্রবাহ ঈদের তিন দিনেও অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন বিকেলে সিলেট অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যশোর ও সিরাজগঞ্জে তীব্র তাপপ্রবাহ চলছে। রাজধানী ঢাকাসহ বরিশাল, রাজশাহী, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি ও মৌলভীবাজারের ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, ঈদের তিন দিন শুষ্ক আবহাওয়া থাকবে। সঙ্গে বয়ে যাবে মাঝারি তাপপ্রবাহ। তবে সিলেট ও তার আশপাশের এলাকায় ঈদের দিন বিকেলে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ৩ এপ্রিল থেকে তাপমাত্রা বাড়বে জানিয়ে তিনি বলেন, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে ঈদের দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

আজ ২৯ মার্চ সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে রাজশাহী জেলায়।

চৈত্রের শুরুতে হালকা বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশের দেখা মিললেও চৈত্রের শেষ দিকে এসে তাপমাত্রা বাড়ছে। এর মধ্যে প্রথম দফায় দেশে মৃদু তাপপ্রবাহের দেখা মিলেছে এ মাসের ১৮ তারিখে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ৩ এপ্রিল থেকে তাপপ্রবাহ মাঝারি থেকে ‘তীব্র’ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে ৩৬ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রির মধ্যের তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারি তাপপ্রবাহ ও ৪০ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি পর্যন্ত তীব্র তাপপ্রবাহ ও ৪২ ডিগ্রি সেলসিয়াস থেকে মারাত্মক তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স লস য় স

এছাড়াও পড়ুন:

সাত বছর আগে সাংবাদিক খাসোগি হত্যার পর প্রথম যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদি যুবরাজ

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আগামীকাল মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের লক্ষ্য তেল ও নিরাপত্তা খাতে দুদেশের বহু দশকের সহযোগিতার সম্পর্ক আরও গভীর করা। একই সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি এবং সম্ভাব্য পারমাণবিক জ্বালানি খাতে সম্পর্ক আরও বিস্তৃত করা।

২০১৮ সালে ইস্তাম্বুলে সাংবাদিক এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর।

আরও পড়ুনসৌদি আরবের যুবরাজের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প১৩ মে ২০২৫

সৌদি আরবের গোয়েন্দারা ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতর খাসোগিকে হত্যা করেছিলেন বলে অভিযোগ। এ হত্যাকাণ্ড বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছিল। অনেকে অভিযোগ করেছিলেন, খাসোগি হত্যাকাণ্ডের পেছনে যুবরাজ সালমানের হাত রয়েছে।

পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ সিদ্ধান্তে উপনীত হয়েছিল, যুবরাজই খাসোগিকে অপহরণ বা হত্যার অনুমোদন দিয়েছিলেন।

যুবরাজ সালমান খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি সৌদি আরব সরকারের একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে এ হত্যার দায় স্বীকার করেছিলেন।

খাসোগি হত্যার পর সাত বছরের বেশি সময় পেরিয়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র এবং সবচেয়ে বেশি তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব নিজেদের মধ্যে সম্পর্ক নতুন করে এগিয়ে নিতে চাইছে।

আরও পড়ুনসৌদি আরবের সঙ্গে ‘ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি’ যুক্তরাষ্ট্রের১৩ মে ২০২৫

ট্রাম্প গত মে মাসে সৌদি আরবে তাঁর সফরের সময় দেওয়া ৬০ হাজার কোটি ডলারের সৌদি বিনিয়োগ প্রতিশ্রুতির সুযোগ কাজে লাগাতে চাইছেন।

মে মাসের ওই সফরে ট্রাম্প সৌদি আরবে মানবাধিকার–সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা স্পষ্টভাবে এড়িয়ে গিয়েছিলেন। এবারও তিনি একই পথে হাঁটবেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে যুবরাজ মোহাম্মদ আঞ্চলিক অস্থিরতার মধ্যে নিজ দেশের নিরাপত্তার নিশ্চয়তা চাইছেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) এবং বেসামরিক খাতে একটি পারমাণবিক প্রকল্প চুক্তির পথে অগ্রসর হতে চাইছেন।

আরও পড়ুনখাসোগি হত্যা সবচেয়ে জঘন্য ধামাচাপার ঘটনা: ট্রাম্প২৪ অক্টোবর ২০১৮

যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দীর্ঘদিন ধরেই এমন একটি সম্পর্ক বজায় রেখেছে, যেখানে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে তাদের পছন্দমতো দামে তেল বিক্রি করবে এবং যুক্তরাষ্ট্র সৌদি আরবকে নিরাপত্তা দেবে।

আরও পড়ুনখাসোগিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: সৌদি আরব২৬ অক্টোবর ২০১৮

সম্পর্কিত নিবন্ধ