Samakal:
2025-11-02@21:46:42 GMT

হাহাকার ভুলে হাসছে হাওর

Published: 4th, April 2025 GMT

হাহাকার ভুলে হাসছে হাওর

একের পর এক প্রাকৃতিক দুর্যোগের আঘাত আর দুষ্টচক্রের ফসলি জমির মাটি খুবলে নেওয়ায় কঠিন সংকটের বিরুদ্ধে লড়তে লড়তে প্রায় সর্বহারার পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন হাওর অঞ্চলের কৃষকরা। এর মাঝেও লড়াই চালিয়ে গেছেন তারা। বোরো আর আমন উৎপাদনের লাগাতার সাফল্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে সুনামগঞ্জের কৃষি।

বোরো ও আমন ধানের অন্যতম উৎপাদন স্থল হিসেবে পরিচিত জেলার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার হাওরবেষ্টিত অংশে বসবাসকারী কৃষকরা ২০১৭ এবং ২০২২ সালের ভয়াবহ দুর্যোগ মোকাবিলা করে লড়াই চালিয়ে যাচ্ছেন নিজেদের অবস্থার উন্নয়নে। যার পরিপ্রেক্ষিতে ঘুরে দাঁড়াতে শুরু করেছে এ অঞ্চলের কৃষি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এরইমধ্যে অনেকাংশে বদলে গেছে এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক কর্মকাণ্ড এবং জীবন ও জীবিকার ব্যবস্থাপনা। ২০১৭ সালের ভয়াবহ বন্যার পর দেশের অন্যতম এ শস্য উৎপাদন ক্ষেত্র নিষ্প্রাণ হয়ে যাবে বলে আশঙ্কা ছিল। ওই বন্যায় শতভাগ ফসলাহানির ঘটনা ঘটে এখানে; যা হাওর অঞ্চলে সংঘটিত ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ হিসেবে চিহ্নিত। ফসলহানির ঘটনায় বহু কৃষক নিঃস্ব হয়ে গিয়েছিলেন। মহাসংকটের মুখে পড়েছিল কৃষি ব্যবস্থাপনা।

পরবর্তী সময়ে ২০২২ সালের বন্যায় আগের বারের মতো এত বড় মাপের দুর্বিপাকে না পড়লেও বেশ ক্ষয়ক্ষতি হয় কৃষিতে। শুধু ধর্মপাশার ডুবাইল হাওরের বাঁধ ভেঙে এক হাজার ৬৫ হেক্টর জমির ধান নষ্ট হয়। এতে স্থানীয় পর্যায়সহ জাতীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তায় বিরূপ প্রভাব পড়ে। পাশাপাশি স্থলজ ও জলজ প্রাণির পুরো খাদ্যচক্র ব্যাহত হয়। হাওরের পানিতে অ্যামোনিয়া গ্যাসের প্রভাব অতিমাত্রায় হওয়ায় পানির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হয়। এতে ধ্বংস হতে শুরু করে বিপুল মৎস্য সম্পদ এবং মাছের অভয়ারণ্য।

একদিকে ফসলহানি, অন্যদিকে ঋণের চাপে স্থানীয় অনেক কৃষক কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় ঝুঁকতে শুরু করেন। অনেকে শহরমুখীও হয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে আগের সব উদ্বেগ, আশঙ্কা ঝেরে ফেলে কৃষকেরা আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছেন। গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন হাওর অঞ্চলসহ দেশের খাদ্য নিরাপত্তায়।

কয়েক বছর হাওরবেষ্টিত ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। দিন দিন বাড়ছে আমনের চাষ। অনুসন্ধানে জানা যায়, এই দুই উপজেলায় ২০২৩ থেকে চলতি বছর পর্যন্ত ৩ লাখ ৭৭ হাজার ৯৬৩ টন বোরো ও আমন ধান উৎপাদিত হয়েছে। যার বাজার মূল্য এক হাজার ৩২২ কোটি ৩৩ লাখ ৬ হাজার টাকা। অনুকূল আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি বোরো মৌসুমে কৃষকরা দুই উপজেলা মিলিয়ে ৫৭৪ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকার ধান উত্তোলনে সক্ষম হবেন বলে ধারণা করা হচ্ছে।

শুধু ধান চাষই নয়, শুষ্ক মৌসুমে হাওরপারের কৃষকদের ভুট্টা ও সরিষা আবাদেও আগ্রহ বাড়ছে। গত তিন বছরে দুই উপজেলায় ৫ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকার ভুট্টা ও ১৯ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকার সরিষা উৎপাদন হয়েছে। শাকসবজি উৎপাদনেও পিছিয়ে এখানকার কৃষকেরা। ২০২৩ সালে ১৪ হাজার ৫৪০ টন, ২০২৪ সালে ১৯ হাজার ৬৭৭ টন এবং চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ হাজার ৩৪৬ টন শাকসবজি উৎপাদন হয়েছে এ অঞ্চলে। সংশ্লিষ্ট কৃষি দপ্তরের সূত্রে পাওয়া তথ্যেও এমনটা জানা গেছে। 

স্থানীয় কৃষক এবং কৃষি দপ্তরের সংশ্লিষ্টরা জানান, প্রতি বছর বোরো চাষাবাদের পরিমাণ বাড়ছে এখানে। ২০২২ থেকে ২০২৩ অর্থবছরে ৩১ হাজার ৮৫২ হেক্টর জমিতে বোরো চাষাবাদ হয়; যা থেকে এক লাখ ৮৬ হাজার ৩৬৮ টন ধান পাওয়া যায়। পরের অর্থবছরে ৩১ হাজার ৯০৭ হেক্টর জমিতে এক লাখ ৯১ হাজার ৫৯৫ টন ধান উৎপাদিত হয়। চলতি অর্থবছরে ৩১ হাজার ৯১০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে; যা থেকে এক লাখ ৯১ হাজার ৬১৫  টন ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এছাড়াও ২০২২-২৩ অর্থবছরে দুই উপজেলায় আমন চাষাবাদ হয়েছে ৪ হাজার ৭৭০ হেক্টর জমিতে। পরের অর্থবছরে ৪৩৫ হেক্টর ও চলতি অর্থবছরে ৫০০ হেক্টরের বেশি জমিতে আমনের চাষ হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক গোলাম মোস্তফা ২০১৭ সালের কথা মনে হলে এখনও বাকরুদ্ধ হয়ে যান। সেখান থেকে তারা ঘুরে দাঁড়াতে পেরেছেন– এটি বড় ব্যাপার। টানা কয়েক বছর ধরে আবহাওয়া অনুকূলে ছিল। কৃষকদের মরিয়া চেষ্টা ছিল ঘুরে দাঁড়ানোর। সেই সঙ্গে কৃষি বিভাগ স্থানীয় কৃষক ও কৃষি ব্যবস্থাপনা উন্নয়নে যেভাবে সহায়তা দিয়েছে তার সামষ্টিক সাফল্য দৃশ্যমান। এই মৌসুমেও কৃষকরা কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই বোরো ফসল ঘরে তুলছেন। এতে স্থানীয় চাহিদা মিটিয়ে জাতীয় খাদ্যভান্ডারে ভূমিকা রাখছেন ধর্মপাশা ও মধ্যনগরের কৃষকরা।

সাম্প্রতিক বছরগুলোতে বোরো আবাদে কৃষকের সাফল্যের প্রভাব দৃশ্যমান ছিল হাওরাঞ্চলের সবচেয়ে বড় ধানের বাজার মধ্যনগরে। এখানকার অর্ধশতাধিক ধানের আড়তে মৌসুমজুড়ে ছিল উৎসবের আমেজ। কৃষকের পাশাপাশি স্থানীয় ধান ব্যবসায়ীরাও লাভবান হয়েছেন। আড়তগুলোতে বইয়াখাউরী, টেপী, গচি, রাতা, বাঁশমতি, কালিজিরা, লাল ধান, ছুরাইক্কা, বোরোসহ দেশীয় জাতের ধান সংগ্রহ করে মজুত করেন ব্যবসায়ীরা। সোমেশ্বরী নদীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধান সংগ্রহ করতে আসা বড় বড় নৌকার সারি দেখলে বোঝা গেছে বোরো উৎপাদন ও ধান সংগ্রহ ছিল পর্যাপ্ত পরিমাণে। অথচ ২০১৭ সালে ফসলডুবির ঘটনার পর এসব আড়তে তালা ঝুলেছিল; যা স্থানীয় অর্থনীতিকে ভেঙে দিয়েছিল অনেকাংশেই।

চলতি মৌসুমে বোরো ফসলকে সামনে রেখে ধান কেনার জন্য এরইমধ্যে প্রস্তুতি নিচ্ছেন আড়তের লোকজন। এমনটাই জানা গেছে মধ্যনগর বাজার ঘুরে। মধ্যনগর আড়তদার কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বরুণ সরকার বলেন, ফসলহানির লোকসান কয়েক বছর টানতে হয়েছে। গত কয়েক বছর ধরে ধানের ভালো ফলন পাওয়ায় পরিস্থিতি বদলেছে। কৃষক ও ধান ব্যবসায়ী উভয় পক্ষ লাভের মুখ দেখছে। প্রতি বছর ধানের মৌসুমে মধ্যনগরে প্রায় ৩০০ কোটি টাকার ধান কেনাবেচা হয়।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, এখানকার মানুষ আর কোনোদিনও ২০১৭-এর পুনরাবৃত্তি চান না। সেজন্য হাওর অঞ্চলের প্রকৃতি ও পরিবেশের সেভাবে যত্ন করতে হবে। প্রাকৃতিকভাবে বিশেষায়িত এসব অঞ্চল রক্ষা করা না গেলে সামগ্রিকভাবে দেশের ভূপ্রকৃতি অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। ঋতু আর মৌসুমের সঙ্গের খুব কঠিন হিসেবে মিলিয়ে চলতে হয় এখানকার কৃষকদের। এ অঞ্চলের বোরো আর আমনের দিক নজর রেখে বাঁধের কাজে ন্যূনতম অবহেলার সুযোগ নেই। এখন বোরো ফসল তোলার সময় চলছে। এ সময় আবহাওয়া বৈরী হলে বিপদ। তাই গবেষণা করে স্বল্পমেয়াদি ধান জাতের উদ্ভাবন করা সময়ের দাবি।

মধ্যনগর উপজেলার দায়িত্বে থাকা সুনামগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী নূর আলম ও ধর্মপাশা উপজেলার দায়িত্বে থাকা সুনামগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, এরইমধ্যে এখানকার সব বাঁধের কাজ শেষ হয়েছে। এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে। ফসল উত্তোলনের আগ পর্যন্ত নজরদারি অব্যাহত থাকবে।

ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা (মধ্যনগরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাসুদ তুষার বলেন, খাদ্য নিরাপত্তায় দুই উপজেলার প্রায় ৫৫ হাজার কৃষক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। কৃষি বিভাগ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। ওই কর্মকর্তারা বলেন, হাওর অঞ্চলের কৃষকের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় ফসল পরিবহন ও বাজারজাতকরণে। হাওরের সঙ্গে উপজেলা সদরসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে এ সমস্যা সমাধান করা সম্ভব।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ন মগঞ জ দ ই উপজ ল ব যবস থ উপজ ল র উপজ ল য় ক ষকদ র ন হয় ছ উৎপ দ ক ষকর

এছাড়াও পড়ুন:

শেষে এসে ‘বিপদে’ ওয়াসা

একের পর এক জটিলতায় পড়ছে চট্টগ্রাম ওয়াসার পয়োনিষ্কাশন প্রকল্পটি। অর্থ বরাদ্দের সংকট, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বকেয়া নিয়ে বিরোধ, কাজের ধীরগতি—সব মিলিয়ে প্রকল্পের নির্মাণকাজ বর্ধিত সময়ে শেষ হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

প্রায় ৫ হাজার ২০৪ কোটি টাকার এই প্রকল্পে ২২টি ওয়ার্ডের ২০ লাখ মানুষের জন্য আধুনিক পয়োনিষ্কাশনব্যবস্থা গড়ে তোলার কথা রয়েছে। প্রকল্পের কাজ শেষ হয়েছে ৭০ শতাংশ। এই সময়ে এসে নানা জটিলতায় ‘বিপদে’ পড়েছে ওয়াসা।

‘চট্টগ্রাম মহানগরের পয়োনিষ্কাশনব্যবস্থা স্থাপন’ শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালের ৭ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৩ হাজার ৮০৮ কোটি টাকা। এরপর প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় বেড়েছে। মেয়াদ বেড়েছে তিন দফা। ২০২৩ সালের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল, তা হয়নি।

বর্তমানে অর্থ বরাদ্দের সংকট নিয়ে বিপাকে আছে ওয়াসা। ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটি চেয়েছিল ১ হাজার ৩৪০ কোটি টাকা, সরকারের কাছ থেকে পেয়েছে ৭৪৪ কোটি। চলতি অর্থবছরে (২০২৫-২৬) দরকার ১ হাজার ৪০ কোটি টাকা, কিন্তু এখন পর্যন্ত পাওয়া গেছে ৬৭৬ কোটি টাকা। প্রকল্পে খরচ হয়েছে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা।

চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিল পরিশোধ করা হয়েছিল। এরপর ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত করা কাজের টাকা আমরা পাইনি। আগেও একই কারণে কাজ বন্ধ রাখতে হয়েছিল, পরে আশ্বাস পেয়ে শুরু করেছিলাম। এবারও সেই পরিস্থিতি।প্রকল্প পরিচালক, এসএ ইঞ্জিনিয়ারিং

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই নির্বাচনী মৌসুমে প্রকল্প বরাদ্দে আরও অনিশ্চয়তা দেখা দিতে পারে। অর্থ না এলে প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়বে। ২০২৭ সালের শুরুতে এ প্রকল্পের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। কাজ শেষ না হলে এই পরিকল্পনা পিছিয়ে যাবে।

জানতে চাইলে ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, গত বছরই অর্থ বরাদ্দের অভাবে অনেক কাজ আটকে ছিল। এ বছরও চাহিদা অনুযায়ী বরাদ্দ না পেলে সময়সীমা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে অর্থ বরাদ্দ নিয়ে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

চলতি অর্থবছরে বরাদ্দের বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি। তবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, পয়োনিষ্কাশন প্রকল্পে অর্থ বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন।

বর্তমানে অর্থ বরাদ্দের সংকট নিয়ে বিপাকে আছে ওয়াসা। ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটি চেয়েছিল ১ হাজার ৩৪০ কোটি টাকা, সরকারের কাছ থেকে পেয়েছে ৭৪৪ কোটি। চলতি অর্থবছরে (২০২৫-২৬) দরকার ১ হাজার ৪০ কোটি টাকা, কিন্তু এখন পর্যন্ত পাওয়া গেছে ৬৭৬ কোটি টাকা।

প্রকল্পের নথিতে বলা হয়, দৈনিক ১০ কোটি লিটার পরিশোধনের ক্ষমতাসম্পন্ন একটি পয়োশোধনাগার, দৈনিক ৩০০ ঘনমিটার পরিশোধনের ক্ষমতাসম্পন্ন একটি সেপটিক ট্যাংকের বর্জ্য শোধনাগার, ২০০ কিলোমিটার পয়োনালা নির্মাণ করা হবে। এতে চট্টগ্রাম নগরের ২২টি ওয়ার্ডের ৩৬ বর্গকিলোমিটার এলাকা প্রকল্পের আওতায় আসবে। আর উন্নত পয়োনিষ্কাশনব্যবস্থার সুফল পাবেন ২০ লাখ মানুষ।

এখনো কাজ বন্ধ, অর্থের টানাপোড়েন

প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পাইপলাইন স্থাপনের কাজ ১৫ দিন ধরে বন্ধ রয়েছে। দক্ষিণ কোরিয়ার মূল ঠিকাদারি প্রতিষ্ঠান তাইয়ং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড উপঠিকাদারদের অর্থ পরিশোধ না করায় সাতটি স্থানীয় প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে।

হালিশহর এলাকায় পাইপ বসানোর কাজ করছে মেসার্স নূর এন্টারপ্রাইজ, এসএ ইঞ্জিনিয়ারিং, জাহান এন্টারপ্রাইজ, দেশ কন্ট্রাক্টরস অ্যান্ড ডেভেলপার লিমিটেড, ইনাস এন্টারপ্রাইজ, পোর্ট হারবার ইন্টারন্যাশনাল ও পাওয়ার বাংলা করপোরেশন। এ প্রতিষ্ঠানগুলোর দাবি, তাদের প্রায় ৪৬ কোটি টাকা বকেয়া পড়ে আছে।

গতকাল বৃহস্পতিবার তাইয়ং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় উপঠিকাদাররা দুটি শর্তে কাজ শুরুতে রাজি হয়েছেন—আগামী সোমবারের মধ্যে ৫০ শতাংশ বকেয়া পরিশোধ এবং ডিসেম্বরের মধ্যে বাকি অর্থ নিষ্পত্তি।

জানতে চাইলে এসএ ইঞ্জিনিয়ারিংয়ের প্রকল্প পরিচালক আহাদুজ্জামান বাতেন বলেন, ‘চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিল পরিশোধ করা হয়েছিল। এরপর ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত করা কাজের টাকা আমরা পাইনি। আগেও একই কারণে কাজ বন্ধ রাখতে হয়েছিল, পরে আশ্বাস পেয়ে শুরু করেছিলাম। এবারও সেই পরিস্থিতি।’

আহাদুজ্জামান জানান, ‘মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় আমরা দুটি শর্ত দিয়েছি—সোমবারের মধ্যে ৫০ শতাংশ বিল পরিশোধ এবং ডিসেম্বরের মধ্যে বাকি অর্থ নিষ্পত্তি। এ দুই শর্তে কাজ আবার শুরু করছি।’

সম্পর্কিত নিবন্ধ

  • টানা দুই মাস আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে
  • মিতালিকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন মান্ধানা
  • তিন মাসে গৃহকর আদায় কমেছে ৩০ কোটি টাকা
  • জুলাই–সেপ্টেম্বরে ঋণছাড়ে এগিয়ে বিশ্বব্যাংক ও রাশিয়া, কোনো অর্থ দেয়নি চীন
  • সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে কমিটি 
  • ২৯ দিনে প্রবাসী আয় ২৪৩ কোটি ডলার
  • জেমাইমার কান্নার ম্যাচে টুপটাপ ভাঙল রেকর্ডও
  • শেষে এসে ‘বিপদে’ ওয়াসা