‘এইবার ঈদে চ্যালচ্যালায়া বাড়িত গেছি, চ্যালচ্যালায়া ঢাহা যাইতাছি’
Published: 5th, April 2025 GMT
‘এইবারের মত ঈদ আমার জীবনে দেহি না। রাস্তায় কোনো যানযট নাই, কোনো ঝামেলাও নাই। গত ১০-১৫ বছর ধইরা ঢাহা থাহি। প্রতিবার ২শ টেহার ভাড়া ১ হাজার টেহা দেই। এইবার হেরুম বাড়তি ভাড়াও লাগে নাই। চ্যালচ্যালায়া বাড়িত গেছি, অহন আবার ছুডি শেষ কইরা ঢাহা যাইতাছি।’
ময়মনসিংহ নগরীর ঢাকা বাইপাসে কথাগুলো বলছিলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা আতাউর রহমান। গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন তিনি।
আতাউরের মতোই ঢাকার উদ্দেশে রওনা দেওয়া একাধিক যাত্রীর সঙ্গে কথা হয় সমকালের। এসময় তারা বলেন, চাঁদাবাজি না থাকায় এবারের ঈদে বাড়তি ভাড়া আদায় করতে পারছেন না পরিবহন শ্রমিকরা। আবার বিগত বছরগুলোর ন্যায় মোড়ে মোড়ে পুলিশের হয়রানি না থাকায় কোনও ধরনের যানজট পোহাতে হচ্ছে না। আবার লম্বা ছুটি পাওয়ায় সবাই সুবিধামতো সময়ে যাওয়া আসা করতে পারছেন। ময়মনসিংহের ব্রিজ মোড়, মাসকান্দা বাস টার্মিনাল ও ঢাকা বাইপাস মোড়ের চিত্রগুলো ঠিক এমনই।
একটি চিত্র দেখা গেছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনেও। ঢাকার একটি সফটওয়্যার কোম্পানিতে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করেন মেহেদী শরীফ। এবারের ঈদে অনলাইনে টিকিট কেটেছেন তিনি। সেজন্য কোনও দালালের খপ্পরে পড়তে হয়নি তাকে। স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমান আরো কয়েকজন যাত্রী জানান, এবারের ঈদে বড় কোনও শিডিউল বিপর্যয় হয়নি। তাই তারা সময়মতো ট্রেনে বাড়ি ফিরতে পেরেছেন। আবার টিকিট ছাড়া যাত্রী ভ্রমণে কড়াকড়ি আরোপ করায় ট্রেনের বগিতে তেমন গাদাগাদি নেই। এতে ঢাকায় ফেরা যাত্রীরা স্বস্তির কথাই জানিয়েছেন।
শুক্রবার সরেজমিনে ময়মনসিংহ মহাসড়কের সবগুলো পয়েন্টে ঘুরে দেখা গেছে কোথাও তেমন যাত্রীর চাপ নেই। ঢাকার উদ্দেশে রওনা দেওয়া যাত্রীরা লোকাল বাসে উঠতে চাইলে বাসের হেলপাররা প্রতিযোগিতা করে তাদের বাসে উঠাতে চাইছেন। ব্রীজ মোড়ের যাত্রীরা ২০০ থেকে ৩০০ টাকার ভেতরে লোকাল বাসে করেন ঢাকায় যেতে পারছেন।
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন এমন কয়েকজন যাত্রী জানান, অফিস শুরু হওয়ায় পরিবারের সদস্যদের বাড়িতে রেখেই ফিরতে হয়েছে। তবে বাড়তি ভাড়া না থাকা এবং রাস্তায় কোনো ভোগান্তি না হওয়ায় তার চেহারার স্বস্তির ছাপ স্পষ্ট। নেত্রকোনা থেকে ঢাকায় যাওয়া শাহজালাল পরিবহনের এক যাত্রী বলেন, এখনো স্কুল-কলেজের ঈদের ছুটি শেষ না হওয়ায় বাড়িতেই থেকে গেছেন পরিবারের সদস্যরা। অফিস করতে আমাকে ফিরতে হয়েছে। তবে কোনো ভোগান্তি ছাড়াই দ্রুত পৌঁছে গেছি। প্রতিবছর ঈদের সময় যে বাড়তি ভাড়া গুনতে হতো সেটা পরিবারের পেছনে খরচ করতে পেরে আনন্দিত হয়েছি।
ময়মনসিংহ জেলার ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আবু নাসের মো.
ভোক্তা অধিকার ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, ঈদের আগের দিন পর্যন্ত আমরা মহাসড়কে অভিযান পরিচালনা করেছি। এবারের ঈদে বাড়তি ভাড়া নেওয়ার খুব একটা অভিযোগ নেই। তবুও যেখানে অনিয়ম দেখেছি সেখানে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছি। যাত্রী এবং পরিবহন শ্রমিকদের সচেতন করার চেষ্টা করেছি। ঈদের পরও যাত্রীদের কাছ থেকে আমরা তেমন কোনো আক্ষেপ শুনতে পাচ্ছি না। সবার সম্মিলিত প্রচেষ্টায় মানুষ এবার শান্তিতে যাতায়াত করতে পেরেছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//