যুক্তরাষ্ট্রে মেটার ফ্যাক্ট-চেকিং কার্যক্রম বন্ধ হচ্ছে, বদলে কী চালু হচ্ছে
Published: 7th, April 2025 GMT
যুক্তরাষ্ট্রে মেটার পরিচালিত ফ্যাক্ট-চেকিং কার্যক্রম আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির নবনিযুক্ত গ্লোবাল পলিসি প্রধান জোয়েল ক্যাপলান। গত শুক্রবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আজ বিকেলের মধ্যেই যুক্তরাষ্ট্রে আমাদের ফ্যাক্ট-চেকিং কার্যক্রম পুরোপুরি শেষ হয়ে যাবে। আর নতুন কোনো ফ্যাক্ট-চেক হবে না, থাকবেন না কোনো ফ্যাক্ট-চেকারও।’
ফ্যাক্ট-চেকিংয়ের বদলে মেটা চালু করছে ‘কমিউনিটি নোটস’ নামের একটি নতুন ব্যবস্থা। এটি ধাপে ধাপে চালু হবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস প্ল্যাটফর্মে। এ ব্যবস্থায় ব্যবহারকারী ব্যক্তিরা তথ্য সংশোধনের জন্য মন্তব্য যোগ করতে পারবেন, তবে এসব নোটসের ভিত্তিতে কোনো পোস্টের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।
চলতি বছরের জানুয়ারির শুরুতে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ঘোষণা দেন, ফ্যাক্ট-চেকিং কার্যক্রম বন্ধ করে ‘কমিউনিটি নোটস’ চালু করা হবে। জাকারবার্গ বলেন, ‘ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়াটি রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে আস্থাহীন হয়ে পড়েছে। বরং এটি আস্থা তৈরি করার বদলে সেটিকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার স্বার্থেই এ পরিবর্তন এনেছি।’ তবে ডিজিটাল নীতি বিশেষজ্ঞ ও অধিকারকর্মীদের আশঙ্কা, এ সিদ্ধান্তের ফলে মেটার মাধ্যমগুলোতে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচার এবং ঘৃণামূলক বক্তব্য আরও অবাধে ছড়াবে।
এক্সে জোয়েল ক্যাপলানের বার্তা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//