চোট কাটিয়ে এবাদত হোসেন বিপিএলে শেষ ধাপে মাঠে ফিরে দারুণ বোলিং করেছিলেন। ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকাও রেখেছিলেন। এরপর সমকালকে এক সাক্ষাৎকারে ডানহাতি পেসার বলেছিলেন, জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত তাকে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। 

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটির দল ঘোষণা করেছে বিসিবির নির্বাচক প্যানেল। ওই দলে নেই এবাদত। বরং প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ পেসার তানজিম সাকিব। এবাদতকে রেখে তানজিমকে দলে নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 

বিসিবির এক ভিডিও বার্তায় লিপু বলেন, ‘তানজিম সাকিবকে আমরা পেস বোলিং ইউনিটে দেখতে পাবো। সাদা বলে তিনি প্রতিশ্রুতি রেখেছেন। ভালো করার প্রতিশ্রুতি আছে তার মধ্যে। তার বলে পেস আছে, উইকেট নেওয়ার সামর্থ্য আছে। যে কারণে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন।’ 

এবাদত সম্পর্কে বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘আমরা এখনো এবাদত হোসেনকে পর্যবেক্ষণ করছি। ফিটনেস ট্রেনার আসলে এবং ফিজিও বায়েজিদের সমন্বয়ে আমরা বুঝতে পারবো এবাদত কী অবস্থায় আছেন। সামনে অনেক খেলা আছে। যারা প্রথম টেস্টে সুযোগ পায়নি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ