হারভেস্টারের যন্ত্রাংশ চুরি হাওরে ধান কাটায় বিপত্তি
Published: 13th, April 2025 GMT
সুলভ মূল্যে হাওরে ধান কাটতে গিয়ে বিপাকে পড়েছেন তিনজন কম্বাইন্ড হারভেস্টার মালিক। যার কারণে আতঙ্কে আছেন বাকিরাও।
শনিবার গভীর রাতে ভাটি তাহিরপুর গ্রামের আতিকুর রহমান, সেনু মিয়া ও ইকরামুল হকের কম্বাইন্ড হারভেস্টারের বিভিন্ন যন্ত্রাংশ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। যে কারণে রোববার সকালে তারা হাওরে ধান কাটতে পারেননি।
ভাটি তাহিরপুর গ্রামের কম্বাইন্ড হারভেস্টারের মালিক আতিকুর রহমান জানান, তিনি কম্বাইন্ড হারভেস্টার কেনার পর থেকেই প্রতি কিয়ার জমির ধান (৩০ শতকে এক কিয়ার) ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে কেটে দিতেন। এ বছরও আগের নির্ধারিত খরচেই নিয়ম অনুসারেই দূরত্বভেদে হাওরে ধান কাটার সিদ্ধান্ত ছিল। কম্বাইন্ড হারভেস্টারটি দুর্বৃত্তরা বিকল করে দেওয়ায় এটি সংস্কার ও মেরামতে তাঁর ২০ হাজার টাকা খরচ হয়েছে। যে কারণে রোববার দুপুর থেকে হাওরে ধান কাটতে শুরু করতে হয়েছে।
শনির হাওরপারের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক জামাল মিয়া বলেন, তিনি তাঁর জমির ধান শনিবার আতিকুর রহমানের কম্বাইন্ড হারভেস্টার দিয়ে প্রতি কিয়ার ১ হাজার ৩০০ টাকায় কাটিয়েছেন। ঠাকুরহাটি গ্রামের কৃষক চয়ন পুরকায়স্থ জানান, তিনি আতিকুর রহমানের কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ৬ কিয়ার জমির ধান কেটেছেন। প্রতি কিয়ারে তিনি ১ হাজার ৩০০ টাকা ধরে কাটিয়েছেন।
কম্বাইন্ড হারভেস্টারের মালিক ইকরামুল হক জানান, শনিবার রাতে তাঁর কম্বাইন্ড হারভেস্টারের বিভিন্ন যন্ত্রাংশ কে বা কারা খুলে নিয়ে গেছে, যা মেরামত করতে তাঁর ব্যয় হয়েছে ১৬ হাজার টাকা। এখনও ধান কাটা শুরু করেননি। তবে পাশের অন্যান্য জমিতে যে দরে ধান কাটা হচ্ছে, আমিও একই রেটে করব।
ভাটি তাহিরপুর গ্রামের আমিনুল ইসলাম জানান, হাওরে পুরোদমে ধান কাটা শুরু হলে দৈনিক ৪০ থেকে ৫০ কিয়ার ধান কাটা যায়। শনিবার রাতে তাঁর কম্বাইন্ড হারভেস্টারটি দুর্বৃত্তরা বিকল করে দিয়েছে। তাই তিনি ধান কাটতে পারছেন না। হারভেস্টারটি মেরামত করতে হলে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হবে।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সরকারিভাবে প্রতি কিয়ার কর্তনের জন্য ১৮ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে কৃষকদের কাছ থেকে বেশি নেওয়া যাবে না। তবে কেউ এর কমে কাটলে আপত্তি নেই। ব্যবসায়ীদের মধ্যে একটি প্রতিযোগিতা থাকতেই পারে। সে ক্ষেত্রে একে অন্যের ক্ষতি করতে পারে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ধ নক ষ ত
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//