ম্যাচের শুরু থেকে একের পর এক ছোটখাটো ফাউল করা হয়েছে তাঁকে। কে জানে, সে কারণেই হয়তো বিরক্ত হয়ে পড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। সেই বিরক্তি থেকেই পরে তিনিও ফাউল করে বসলেন আলাভেসের এক খেলোয়াড়কে। তবে সেই ফাউল ছিল ভয়ংকর, যার খেসারত এমবাপ্পেকে দিতে হয়েছে লালা কার্ড দেখে। তবে রিয়াল মাদ্রিদকে খুব বড় খেসারত দিতে হয়নি। লা লিগার ম্যাচটা তারা জিতেছে ১-০ গোলে।

কিন্তু দলের এই জয়ের পরও নিজের ওপর কিছুটা বিরক্ত এমবাপ্পে। রিয়ালের সহকারী কোচ দাভিদে আনচেলত্তি জানিয়েছেন, নিজের অনিয়ন্ত্রিত আচরণের জন্য ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। ভুল বুঝতে পেরেছেন ফরাসি এই ফরোয়ার্ড।

ঘটনাটা গতকাল রাতে ম্যাচের ৩৮ মিনিটে। আলাভেস মিডফিল্ডার আন্তোনিও ব্ল্যাঙ্কোর পায়ে কড়া ট্যাকল করেন এমবাপ্পে। শুরুতে রেফারি হলুদ কার্ড দেখান এমবাপ্পেকে। তবে ভিএআর মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে সরাসরি লাল কার্ড দেখানো হয় তাঁকে। এমবাপ্পে লাল কার্ড দেখার মিনিট চারেক আগে এদুয়ার্দো কামাভিঙ্গার গোলে এগিয়ে যায় রিয়াল। পরে ম্যাচের ৭০ মিনিটে বদলি নামা ভিনিসিয়ুস জুনিয়রকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন আলাভেসের সানচেজও। ম্যাচটা শেষ পর্যন্ত ১-০ গোলেই জিতেছে রিয়াল।

শুরুতে রেফারি হলুদ কার্ড দেখান এমবাপ্পেকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন এমব প প

এছাড়াও পড়ুন:

এনসিসি ব্যাংকের পর্ষদের সভা অনুষ্ঠিত

বেসরকারি খাতের এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে পর্ষদ সভাটি হয়।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম (কোম্পানি সচিব) ও মো. হাবিবুর রহমান এবং বোর্ড ডিভিশনের এসএভিপি মো. নজরুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সভায় ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা–সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি মুনাফা করেছে ১৭৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ২৭৫ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ১০২ কোটি টাকা। সর্বশেষ গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি মুনাফা করে ৫৮ কোটি টাকা। গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা ২০১ কোটি টাকা।

সম্পর্কিত নিবন্ধ