লাল কার্ডে বড় নিষেধাজ্ঞার শঙ্কায় এমবাপ্পে
Published: 14th, April 2025 GMT
লা লিগায় আলভেসের বিপক্ষে ১০ জনের দল নিয়ে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ৩৪ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করেন এডওয়ার্ড কামাভিঙ্গা। ৩৮ মিনিটে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লস ব্লাঙ্কোস স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের শুরুতে বারবার ফাউলের শিকার হতে থাকেন ফ্রান্সম্যান। যে কারণে তিনি ক্ষুব্ধ হয়ে ইচ্ছাকৃত ফাউল করেছেন বলে অভিযোগ উঠেছে। যা প্রমাণ করা গেলে রিয়াল মাদ্রিদ তারকা দুই থেকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন বলে দাবি করেছে সংবাদ মাধ্যম।
সাবেক ফুটবলার ও ধারাভাষ্যকার ক্রেগ বার্লির দাবি, কিলিয়ান এমবাপ্পে ইগো থেকে ওই ফাউল করেছেন। সে নিজেকে ধরা-ছোঁয়ার বাইরে মনে করে। অ্যান্তোনিও ব্লাঙ্কোর ভাগ্য ভালো যে, অ্যাম্বুলেন্সে উঠতে হয়নি। ভিডিওতে দেখে গেছে, ফাউল করার আগে পা তুলে ব্লাঙ্কোর গোড়ালি বরাবর ফাউল করেছেন এমবাপ্পে।
পাঁচ ম্যাচের বড় নিষেধাজ্ঞা পেলে বার্সেলোনার বিপক্ষে ২৬ এপ্রিলের কোপা দেল রে’র ফাইনাল মিস করতে পারেন সাবেক পিএসজি তারকা। ১১ মে বার্সেলোনার বিপক্ষে লা লিগা ক্লাসিকোও খেলা হবে না তার।
তবে সংবাদ মাধ্যম দিয়ারিও এএস দাবি করেছে, ওই ঘটনায় এমবাপ্পে আলাভেস ডিফেন্ডারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রিয়ালের সহকারী কোচ ডেভিড আনচেলত্তিও জানিয়েছেন, এমবাপ্পে তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন।
কার্লো আনচেলত্তির এই ছেলে ডেভিড আনচেলত্তি বলেন, ‘এমবাপ্পে সরি বলেছে। সে সংঘর্ষে জড়ানোর মতো ছেলে নয়। সে তার ভুল নিয়ে সতর্ক। এটা পরিষ্কার লাল কার্ড পাওয়ার মতো ট্যাকল ছিল। সেজন্য সে সাজাও পেয়েছে। তাকে প্রতিপক্ষ ছোট ছোট করে ফাউল করছিল, এটা তারই প্রতিক্রিয়া হতে পারে। আমি এই মন্তব্য দ্বারা ফাউলের সমর্থন করছি না।’
স্পেনের সংবাদ মাধ্যম কোপে দাবি করেছে- রেফারিও মনে করেন, এমবাপ্পে কোন প্রকার প্রতিশোধ নেওয়ার জন্য ফাউল করেননি। বলের লড়াইয়ে গিয়ে ফাউল হয়ে গেছে। যে কারণে এমবাপ্পেকে বড় সাজা নাও দেওয়া হতে পারে। লাল কার্ডে এক ম্যাচের নিষেধাজ্ঞা অবধারিত। এমবাপ্পেও এক ম্যাচের নিষেধাজ্ঞায় পার পেয়ে যেতে পারেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ল য় ন এমব প প এমব প প কর ছ ন
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//