ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ভারতের আসাম রাজ্য। গতকাল সোমবার কাছাড় জেলায় এক বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে সম্ভাব্য সহিংস পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে বিধিনিষেধ আরোপ করেছে কাছাড় প্রশাসন। জরুরিভাবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-এর ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক এ ব্যবস্থা জারি করা হয়। খবর এশিয়ান নিউজ নেটওয়ার্কের। 

কাছাড় জেলা প্রশাসন বলেছে, উত্তেজনা বৃদ্ধি এবং ওয়াকফ আইনের বিরুদ্ধে সাম্প্রতিক বিক্ষোভ থেকে উদ্ভূত জনসাধারণের জীবনে জন্য সৃষ্ট হুমকি বিবেচনা করে কর্তৃপক্ষ একটি নিষ্পত্তিমূলক পদক্ষেপ নিয়েছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা পিটিআইকে বলেছেন, পূর্ব অনুমতি ছাড়াই কয়েকশ লোক শিলচর শহরের বেরেঙ্গা এলাকায় রাস্তায় নেমেছে। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল। আমরা পথ পরিষ্কার করার চেষ্টা করলে তাদের মধ্যে কয়েকজন আমাদের দিকে ঢিল ছুঁড়ে। ভিড় ছত্রভঙ্গ করতে আমাদের হালকা লাঠিচার্জ করতে হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, তবে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। সমাবেশে বিক্ষোভকারীরা ওয়াকফ আইন বাতিলের দাবিতে কালো পতাকা দেখায় এবং বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, কাছার জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ধারা ১৬৩- এর অধীনে জেলা জুড়ে জরুরি নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা জারি করেছেন। পূর্বানুমতি ছাড়া পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ বা অস্ত্র বহন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আদেশটি সরকারিভাবে অনুমোদিত না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি যেমন-মানববন্ধন, সমাবেশ, ধর্মঘট, ধর্না এবং বিক্ষোভের আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে। 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।

আরো পড়ুন:

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। 

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ