ওয়াকফ আইন ইস্যুতে উত্তপ্ত আসাম, বিধিনিষেধ আরোপ প্রশাসনের
Published: 15th, April 2025 GMT
ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ভারতের আসাম রাজ্য। গতকাল সোমবার কাছাড় জেলায় এক বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে সম্ভাব্য সহিংস পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে বিধিনিষেধ আরোপ করেছে কাছাড় প্রশাসন। জরুরিভাবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-এর ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক এ ব্যবস্থা জারি করা হয়। খবর এশিয়ান নিউজ নেটওয়ার্কের।
কাছাড় জেলা প্রশাসন বলেছে, উত্তেজনা বৃদ্ধি এবং ওয়াকফ আইনের বিরুদ্ধে সাম্প্রতিক বিক্ষোভ থেকে উদ্ভূত জনসাধারণের জীবনে জন্য সৃষ্ট হুমকি বিবেচনা করে কর্তৃপক্ষ একটি নিষ্পত্তিমূলক পদক্ষেপ নিয়েছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা পিটিআইকে বলেছেন, পূর্ব অনুমতি ছাড়াই কয়েকশ লোক শিলচর শহরের বেরেঙ্গা এলাকায় রাস্তায় নেমেছে। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিল। আমরা পথ পরিষ্কার করার চেষ্টা করলে তাদের মধ্যে কয়েকজন আমাদের দিকে ঢিল ছুঁড়ে। ভিড় ছত্রভঙ্গ করতে আমাদের হালকা লাঠিচার্জ করতে হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, তবে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। সমাবেশে বিক্ষোভকারীরা ওয়াকফ আইন বাতিলের দাবিতে কালো পতাকা দেখায় এবং বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, কাছার জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ধারা ১৬৩- এর অধীনে জেলা জুড়ে জরুরি নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা জারি করেছেন। পূর্বানুমতি ছাড়া পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ বা অস্ত্র বহন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
আদেশটি সরকারিভাবে অনুমোদিত না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি যেমন-মানববন্ধন, সমাবেশ, ধর্মঘট, ধর্না এবং বিক্ষোভের আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: সূচি ও ভেন্যু ঘোষণা
নারী ক্রিকেটের বৈশ্বিক মঞ্চে আবারও আলো ছড়াতে প্রস্তুত হচ্ছে ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যৌথভাবে ঘোষণা করেছে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর তালিকা। ১২ জুন শুরু হয়ে এই ক্রিকেট উৎসব চলবে ৫ জুলাই পর্যন্ত, যার সমাপ্তি ঘটবে ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে জমকালো ফাইনালের মাধ্যমে।
এই আসরে প্রথমবারের মতো ১২টি দল অংশ নিচ্ছে, যারা দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট ৩৩টি ম্যাচে। ক্রিকেটপ্রেমীদের জন্য ২৪ দিনের রোমাঞ্চকর এক প্রতিযোগিতা অপেক্ষা করছে।
টুর্নামেন্টের সূচি উন্মোচনের অনুষ্ঠানটি আয়োজন করা হয় লর্ডসে। যেখানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ইসিবি প্রধান রিচার্ড গুল্ড, ইংল্যান্ড নারী দলের কোচ চার্লট এডওয়ার্ডস এবং বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।
বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সাতটি ঐতিহাসিক ও আধুনিক ভেন্যুতে— লর্ডস (লন্ডন), ওল্ড ট্রাফোর্ড (ম্যানচেস্টার), হেডিংলি (লিডস), এজবাস্টন (বার্মিংহাম), হ্যাম্পশায়ার বোল (সাউদাম্পটন), দ্য ওভাল (লন্ডন) এবং ব্রিস্টল।
আরো পড়ুন:
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্স অনুর্ধ্ব-১৯ মেয়েরা
অস্ট্রেলিয়াকে নাড়িয়ে দিয়েও বাংলাদেশের হৃদয় ভাঙা হার
আগামী আসরে সরাসরি জায়গা করে নিয়েছে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল: স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকি চারটি দল আসবে কোয়ালিফায়ার পর্ব পেরিয়ে, যেখানে বাংলাদেশসহ আরও বেশ কিছু দলকে লড়াই করতে হবে মূলপর্বে জায়গা পাওয়ার জন্য।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বার্তায় জানান, “২০১৭ সালে নারী ক্রিকেট ইতিহাসে যে অধ্যায় লর্ডসে রচিত হয়েছিল, এবার আমরা সেই আবহে ফিরে যেতে চাই। ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির দিকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
ইসিবি প্রধান রিচার্ড গুল্ড বলেন, “আমরা গর্বিত যে বিশ্বের সেরা কয়েকটি ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্ট আয়োজন করতে পারছি। নারী ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর লর্ডসে ফাইনাল আয়োজন—এটা প্রতিটি ক্রিকেটারের স্বপ্নপূরণের এক সম্ভাবনা।”
ঢাকা/আমিনুল