শিরোপা থেকে ১ জয়ের দূরত্বে লিভারপুল, ফিরেই নায়ক আলেকজান্ডার–আরনল্ড
Published: 20th, April 2025 GMT
লিভারপুল কবে চ্যাম্পিয়ন হবে, মাস দুয়েক ধরেই এই প্রশ্নটা ভাসছে ফুটবল দুনিয়ায়। আজ কিং পাওয়ার স্টেডিয়ামে স্বাগতিক লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে সেই প্রশ্নের বিকল্প উত্তরের সংখ্যা আরও কমিয়ে এনেছে অল রেডরা। গোলের পর গোল মিস করা লিভারপুল আজ উদ্ধার পেয়েছে ৭৬ মিনিটে করা ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডের গোলে। এই জয়ে নিশ্চিত হয়েছে আর একটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লিভারপুল, ছুঁয়ে ফেলবে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের ২০ শিরোপার রেকর্ড।
প্রিমিয়ার লিগে লিভারপুলের পরের ম্যাচটি আগামী রোববার টটেনহাম হটস্পারের বিপক্ষে। অত দিন অবশ্য অপেক্ষা নাও করতে হতে পারে আর্নে স্লটের দলকে। এই বুধবার রাতে নিকট প্রতিদ্বন্দ্বী আর্সেনাল ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে গেলেই অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন হিসেবেই টটেনহামের বিপক্ষে খেলতে নামবে লিভারপুল।
লিভারপুলের সর্বশেষ জয়ে অবনমিত হয়ে গেছে সাবেক চ্যাম্পিয়ন লেস্টার। আগামী মৌসুমে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা খেলবে চ্যাম্পিয়নশিপ লিগে। গত ডিসেম্বর থেকে কিং পাওয়ার স্টেডিয়ামে টানা ৯ ম্যাচ হারা লেস্টার এই কয় ম্যাচে একটি গোলও পায়নি ঘরের মাঠে। ৩৩তম ম্যাচে ২৩ হারের স্বাদ পাওয়া লেস্টারের পয়েন্ট ১৮। অবনমনে সাউদাম্পটনের সঙ্গী হলো লেস্টার। তৃতীয় দল হিসেবে অবনমিত হওয়া প্রায় নিশ্চিত ইপসউইচ টাউনের। ৩৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে দলটির। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট ১৭ নম্বরে থাকা ওয়েস্ট হামের।
আরও পড়ুনজীবনের ঝুঁকি নিয়ে পালাতে হয়েছিল—দাবি হাথুরুসিংহের১ ঘণ্টা আগেলিভারপুল এগিয়ে যেতে পারত ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যেই, মোহাম্মদ সালাহর শট পোস্টে লাগায় সেটি হয়নি। এরপর সালাহ ও দিয়োগো জোতা খুব কাছ থেকেও শুধু পোস্টে বল লাগাতে পারেন। শেষ পর্যন্ত লিভারপুলের উদ্ধারকর্তা হয়ে আসেন চোটে কাটিয়ে পাঁচ সপ্তাহ পর মাঠে নামা আলেকজান্ডার-আরনল্ড।
৭১ মিনিটে কনর ব্র্যাডলির বদলি হিসেবে মাঠে নামার ৫ মিনিটের মধ্যেই গোল বাঁ পায়ের শটে গোল পেয়ে যান লিভারপুল ডিফেন্ডার। গোলের পর বুনো উদ্যাপনে মেতে শার্ট খুলে হলুদ কার্ডও দেখেছেন আলেকজান্ডার-আরনল্ড।
আরও পড়ুন৫০ সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম এনামুল হক৭ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাচিস যেন তারাশঙ্করের সেই সুশোভন, যাঁর শুধু অধঃপতনই হচ্ছে
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘দুই পুরুষ’ নাটকে সুশোভন বলেছিলেন, ‘পতন তো চিরকাল অধঃলোকেই হয় গুরু...কে আর কবে ঊর্ধ্বলোকে পড়েছে বলো!’
ডারউইন মাচিস যেন ‘দুই পুরুষ’–এর সেই সুশোভন, যাঁর শুধু অধঃপতনই হচ্ছে। যে দলেই খেলতে যান, নিচের লিগে অবনমিত হয়ে যায় সেই দল। টানা চার মৌসুম ধরে এ রকম হচ্ছে। কে জানে, এত দিনে ভেনেজুয়েলার এই উইঙ্গার নিজেকে অপয়া ভাবতে শুরু করেছেন কি না!
মাচিসের এই দুর্ভাগ্যের শুরু ২০২১-২২ মৌসুমে। তখন তিনি খেলেন লা লিগার দল গ্রানাদায়। ওই মৌসুমে দলের হয়ে ১৬ ম্যাচ খেলেন, গোল করেন ৪টি। কিন্তু লিগে ১৮তম হয় গ্রানাদা। শুরু হয় মাচিসের পতনের শুরু। গ্রানাদা নেমে যায় স্পেনের ফুটবলের দ্বিতীয় বিভাগ সেগুন্দা লিগে।
টানা চার মৌসুম ধরে অবনমিত হয়ে যাচ্ছে মাচিসের দল