বাংলাদেশে টেস্ট ক্রিকেটের দর্শক এমনিতেই কম। প্রতিপক্ষ এবং ভেন্যুর ওপর নির্ভর করে দর্শক সমাগম। ঢাকা বা চট্টগ্রামের চেয়ে সিলেটে টেস্ট লেখা দেখেন কম মানুষ। সেখানে প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলে মাঠে দর্শক টানা কঠিন বলে মনে করেন ক্রিকেট-সংশ্লিষ্টরা। টিকিট বিক্রি করে এর ছাপার খরচ তোলাই কঠিন হয়ে পড়ছে। গতকাল সিলেট টেস্টের প্রথম দিন গ্যালারি ছিল খাঁ-খাঁ। ৫০ জনের মতো দর্শক নিয়ে মাঠে গড়ায় ম্যাচ। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত সেই সংখ্যা বেড়ে সাড়ে ৩০০ হয়েছিল। টিকিট বিক্রির বুথ ও ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই দিনে ৬৭১টি টিকিট বিক্রি হয়েছে। যার আর্থিক মূল্য ৬১ হাজার ৪০০ টাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় ১৮ হাজার। দিনের হিসাবে ৭ হাজার ১০০ টিকিট ছাপা হয়েছে। এই টিকিট বিক্রির দায়িত্ব পেয়েছে মধুমতি ব্যাংক। সিলেটে স্টেডিয়াম কাউন্টার এবং আম্বরখানার মধুমতি ব্যাংক শাখা থেকে টিকিট বিক্রি করা হয়। এই শাখার ম্যানেজার দীপন চন্দ্র রায় বলেন, ‘টেস্টের প্রতি সিলেটে আগ্রহ কম। যে রেশিওতে টিকিট বিক্রি হচ্ছে, তাতে লাভ হবে না।’ 

সিলেটে টি২০ এবং ওয়ানডে ক্রিকেটের সমর্থক বেশি। সুন্দর এই ভেন্যুতে সাদা বলের ক্রিকেট মানেই টিকিটের জন্য হাহাকার। বিদেশি দলের সঙ্গে ম্যাচ হলে স্টেডিয়াম দর্শকে পূর্ণ থাকে। টেস্টেও কোনো বড় দলের সঙ্গে খেলা থাকলে কয়েক হাজার দর্শক হতো বলে জানা স্থানীয় সংগঠকরা। 

সিলেট টেস্টের পাঁচ দিনের জন্য ৩৫ হাজার ৫০০ টিকিট ছাপা হয়েছে। এই টিকিট ছাপতেই মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়েছে বিসিবিকে। মধুমতি ব্যাংককেও টিকিট বিক্রির আয়ের ভাগ দিতে হবে। সিলেট টেস্টের টিকিট বিক্রির আয় থেকে ব্যয় মেটানো সম্ভব হবে না বলে মনে করেন বিসিবি কর্মকর্তারা। বোর্ডের টিকিটিং কমিটির সমন্বয়ক সাব্বির আহমেদ রুবেল মনে করেন, সিলেট টেস্টে পাঁচ দিন খেলা হলে ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার টিকিট বিক্রি হতে পারে। 

দুই টেস্ট মিলে ৬ থেকে ৭ লাখ টাকা জমা হতে পারে ব্যাংকে। কারণ, গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা দুই টেস্টের সিরিজে টিকিট বিক্রি হয়েছিল ১২ লাখ টাকা। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হয়েছিল ম্যাচ দুটি। সুতরাং জিম্বাবুয়ে সিরিজ মানেই লসের বোঝা ভারী।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকায় তাঁর বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তবে কে বা কারা এটি করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগও কেউ করেনি। তাঁরা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছেন।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আমল মাসঊদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। তবে ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘ফ্যাসিবাদী অপশক্তির জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কোনো রক্তচক্ষুর ভয়ংকর হুমকি অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারেনি। তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখাতে পারেনি। কিন্তু আজ আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে কাপুরুষের দল! এরা কারা? এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।’

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান ফেসবুকে লিখেছেন, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভেবেছিলাম বাড়ির গেটে কিংবা গেটের বাইরে। কিন্তু গিয়ে দেখলাম একেবারে বাড়িতে হামলা হয়েছে। গতকালই ওনার অসুস্থ বাবা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসেছেন। জানি না শেষ কবে একজন শিক্ষকের বাড়িতে রাতের আঁধারে এভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা শঙ্কিত, স্তম্ভিত।’

এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এ সমাবেশের আয়োজন চলছে।

সম্পর্কিত নিবন্ধ