বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গোলাম আকবর খোন্দকারকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপির কেন্দ্রীয় দপ্তর। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের কারণ দর্শাতে বলা হয়েছে।

আজ বুধবার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাঁদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত বছরের ৬ নভেম্বরে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। তখন তিনি শোকজের জবাব দিয়েছিলেন। তবে অসন্তোষ প্রকাশ করে গিয়াস কাদেরকে সতর্ক করেছিল বিএনপি। এবার একই অভিযোগে গোলাম আকবর খোন্দকারসহ দুই নেতা একসঙ্গে শোকজ নোটিশ পেলেন। রাউজানের রাজনীতিতে গিয়াস কাদের চৌধুরীর সঙ্গে গোলাম আকবর খোন্দকারের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রামের রাউজানে দুই নেতার অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই প্রকাশ্যে আসে। এ নিয়ে গত সাত মাসে আটটি হত্যাকাণ্ড ঘটেছে রাউজানে। এসবের পেছনে দুই নেতার অনুসারীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

বিএনপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম আজ সন্ধ্যায় প্রথম আলোর কাছে দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী দুই নেতাকে শোকজ করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ম আকবর ব এনপ র

এছাড়াও পড়ুন:

গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে শোকজ করা হয়েছে। আজ বুধবার দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।

গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। তখন তিনি শোকজের জবাব দিয়েছিলেন। তবে অসন্তোষ প্রকাশ করে গিয়াস কাদেরকে সতর্ক করেছিল বিএনপি।

গিয়াস কাদের চৌধুরী ফজলুল কাদের চৌধুরীর ছেলে ও প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। আর চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে গিয়াসের সঙ্গে গোলাম আকবরের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের।

সম্পর্কিত নিবন্ধ

  • বসুন্ধরার চেয়ারম্যানসহ পরিবারের ২২ কোম্পানির শেয়ার ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ