মিয়ানমারের সঙ্গে কোনো ছায়াযুদ্ধে জড়াবে না বাংলাদেশ: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
Published: 4th, May 2025 GMT
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ‘মানবিক করিডরের’ নামে যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি ওয়ারে (ছায়া যুদ্ধ) জড়াবে না বাংলাদেশ। বরং এ নিয়ে যা প্রচার হচ্ছে, তা নিছকই অপতথ্য ও গুজব।
আজ রোববার দুপুরে রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অডিটোরিয়ামে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন খলিলুর রহমান। সেমিনারটি যৌথ আয়োজক সশস্ত্র বাহিনী বিভাগ ও বিইউপি।
রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান বলেন, বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হোক, এমন কিছুই যে বাংলাদেশ চায় না, সেটা দেশটিকে (মিয়ানমার) পুনরায় আশ্বস্ত করছেন তাঁরা।
রাখাইনে ‘মানবিক করিডর’ প্রসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘আমরা মানবিক করিডর নিয়ে কোনো আলোচনা করিনি। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে কোনো পক্ষের সঙ্গে কোনো সমঝোতাও হয়নি।’
রাখাইনে ‘মানবিক করিডর’ বিষয়ে বিতর্কের প্রসঙ্গ টেনে খলিলুর রহমান বলেন, এটা মানবিক করিডর নয়। তাঁরা রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিতে চ্যানেলের বিষয়ে আলোচনা করেছেন। আর মানবিক করিডর ও চ্যানেল এক নয়। এমন কিছু (চ্যানেল) হলে জাতিসংঘের তত্ত্বাবধানে তা পরিচালিত হওয়ার কথা। এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য যাবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাসযাত্রীর কোমরে লুকানো ছিল ১ কোটি ২০ লাখ টাকার সোনা
যশোরের শার্শা উপজেলায় এক বাসযাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার বাগআঁচড়া বাজারে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে ওই বাসযাত্রীর কোমর থেকে বারগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ১ কেজি ১৯২ গ্রাম, যার আনুমানিক মূল ১ কোটি ২০ লাখ টাকা। ওই সোনা ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ওই পাচারকারীর নাম শুভ ঘোষ (৩২)। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ গ্রামের সুনীল ঘোষের ছেলে।
পুলিশ জানায়, যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাসে পাচারের জন্য সোনার বার বহন করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে পুলিশের একটি দল অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাসটি বাগআঁচড়া বাজারে পৌঁছায়। এ সময় বাস থেকে নামেন শুভ ঘোষ। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেপ্তার করে শরীরে তল্লাশি করা হয়। একপর্যায়ে পুলিশ শুভ ঘোষের কোমর থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, শুভ ঘোষের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলার পর তাঁকে আদালতে নেওয়া হবে। উদ্ধার করা সোনা সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হবে।