ওল্ড ট্রাফোর্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের দ্বিতীয় দিনের খেলা চলছিল গতকাল। মার্কাস হ্যারিসের অপরাজিত সেঞ্চুরিতে টস জিতে ব্যাট করতে নামা ল্যাঙ্কাশায়ার প্রথম দিন শেষ করে ৫ উইকেটে ৩৪২ রান তুলে। তবে দ্বিতীয় দিনের শুরুতে ব্যক্তিগত ১৬৭ রানে ফিরে যান হ্যারিস।

এরপর অষ্টম উইকেট পতনের পর টেলএন্ডার হিসেবে ব্যাট করতে নামেন টম বেইলি। মুখোমুখি হওয়া প্রথম বলটি ডট দেন বেইলি। এরপর দ্বিতীয় বল লেগ সাইডে পাঠিয়ে দুই রানের জন্য দৌড় শুরু করেন এই ব্যাটসম্যান। এ সময় ধারাভাষ্যকাররা লক্ষ করেন যে প্রথম রান নেওয়ার সময় বেইলির পকেট থেকে কিছু একটা পড়েছে।

রিপ্লেতে দেখা যায়, বেইলির পকেট থেকে আয়তাকার কিছু একটা পড়েছে। পরে দেখা গেছে এটা আসলে একটা মোবাইল ফোন। এমন ঘটনার সাক্ষী হয়ে এক ধারাভাষ্যকার বললেন, ‘না, এমন কিছু আমি এর আগে দেখিনি।’

আরও পড়ুন১ ওভারে ৩৩, ১৪ বলে ৫৩—আইপিএলে চার-ছক্কার বন্যায় রেকর্ডের পর রেকর্ড০৩ মে ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেইলির পকেট থেকে মোবাইল ফোন পড়ার দৃশ্য বেশ ভাইরাল হয়েছে। অনেক এই ঘটনায় বেশ মজাও পেয়েছেন। আবার কেউ কেউ মোবাইল পকেটে নিয়ে খেলতে নামা সম্পর্কিত আইনের খোঁজও করেছেন। জানতে চেয়েছেন, মোবাইল রাখার কারণে বেইলির কোনো শাস্তি হবে কি না।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ৪১.

৫ নম্বর ধারা বলছে, ‘খেলার মাঠে খেলোয়াড়দের জন্য নির্ধারিত বৈধ প্রযুক্তি ছাড়া অন্য কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস ও সরঞ্জাম ব্যবহার করা যাবে না, যা মাঠের খেলোয়াড়দের সঙ্গে মাঠের বাইরে থাকা কোনো ব্যক্তির মধ্যে খেলার নির্ধারিত বা পুনর্নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ স্থাপন করতে সক্ষম।’

এখন বেইলি এই ধারার লঙ্ঘন করেছেন কিনা, তা ‘ব্যবহার’ শব্দের ব্যাপকতার ওপর নির্ভর করে—কেউ চাইলে এমন যুক্তি দিতে পারে যে ডিভাইসটি তাঁর কাছে থাকা অবস্থায়ও তিনি মোবাইল ফোনটি ‘ব্যবহার’ করছিলেন না। যা–ই হোক না কেন, ডিভাইসটি মাঠ থেকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল।

আরও পড়ুনএবার আইপিএলে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি উইকেট কার৪ ঘণ্টা আগে

মাঠে মোবাইল ফোন নিয়ে আসার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড বলেছিলেন, একবার অ্যালান ল্যাম্ব দুর্ঘটনাবশত ফোন নিয়ে মাঠে এসেছিলেন। পরে অবশ্য সেটি বার্ডের হাতে ধরিয়ে দিয়ে বলেন, যদি কেউ ফোন করেন তবে তিনি যেন রিসিভ করে কথা বলেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

নড়াইলে তিন বছরের শিশুকে হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন

নড়াইলের লোহাগড়ায় তিন বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন। দণ্ড পাওয়া জোবাইদা বেগম (২৫) উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর স্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালে সজীব কাজীর সঙ্গে তার প্রথম স্ত্রী রুপা বেগমের বিচ্ছেদ হয়। এরপর সজীবের দুই সন্তান পাঁচ বছর বয়সী ছেলে ইয়াসিন কাজী ও তিন বছর বয়সী মেয়ে নুসরাত জাহান রোজা দাদার (আবুল খায়ের) সঙ্গে বসবাস শুরু করে। পরবর্তীতে সন্তানদের কথা চিন্তা করে সজীব কাজী দ্বিতীয় বিয়ে করেন জোবাইদা বেগমকে।

আরো পড়ুন:

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ ৩ জনের ফাঁসি

দাফনের আড়াই মাস পর কবর থেকে বৃদ্ধের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে রোজাকে তার ভাই ইয়াসিন কাজী মারধর করলে সে কান্না শুরু করে। এরপর সৎ মা জোবাইদা বেগম তাকে ঘরের একটি কক্ষে নিয়ে যান। সে কান্না থামাচ্ছিল না দেখে জোবাইদা তার মুখ চেপে ধরেন, এতে শ্বাসরোধে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রোজার দাদা আবুল খায়ের জোবাইদা বেগমকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালত এই রায় ঘোষণা করেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • হুমা কুরেশির ভাই খুন
  • ফ্রিজের বরফ দূর করার ৭টি সহজ উপায়
  • প্রথমে প্রবাসীদের তথ্য সংগ্রহ, এরপর অনুসরণ করে ডাকাতি
  • এনবিআরের আন্দোলনে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি জানতে চেয়েছে সরকার
  • এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফিরবেন তামিম, থাকবেন মুশফিকুর-মাহমুদউল্লা
  • ‘তুমি কাজ করবে নাকি?’, একটা প্রশ্ন বদলে দিল জীবনের গল্প
  • কান দিয়ে পানি পড়লে কী সার্জারির দরকার আছে?
  • জন্মের পর হাসপাতালে নবজাতককে রেখে পালিয়ে যান দম্পতি, অতঃপর
  • নষ্ট করতে বলার পরও মোবাইল ফোন রেখে দিয়েছিলেন প্রেমিক, সেই ভুলে ফাঁস স্বামী খুনের রহস্য
  • নড়াইলে তিন বছরের শিশুকে হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন