হাসান মাহমুদ যেভাবে শুরু করেছিলেন সাত সকালে। তাইজুল ইসলাম সেভাবেই শেষ করলেন পড়ন্ত বিকেলে। দিনের শুরুর প্রথম ওভারে উইকেট। দিনের শেষের ওভারে আবারও উইকেট। মাঝে ব‌্যাট-বলের লড়াই বেশ ভালোই হলো।

বাংলাদেশ চাইলেই আপারহ‌্যান্ডে থাকতে পারত। কিন্তু সুযোগ হাতছাড়ায় সম্ভব হয়নি। তাতে বেশি ক্ষতি হয়েছে বলেও মনে হচ্ছে না। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে আয়ারল‌্যান্ডের পুঁজি ৮ উইকেটে ২৭০ রান।

আরো পড়ুন:

৮ উইকেট হারিয়ে ২৭০ রানে দিন শেষ করল আয়ারল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন অ্যাডেয়ার

পাঁচটি ক‌্যাচ হাতছাড়ায় অতিথিদের বড় স্কোর করতে সাহায‌্য করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। সাদমানকে দিয়ে দিন শুরু। পরে যোগ দেন তাইজুল ও মিরাজ। ১১ বলের ব‌্যবধানে এই তিনজন সকালের সেশনে তিন ক‌্যাচ ছাড়েন। দিনের প্রথম ওভারের চতুর্থ বলে হাসান মাহমুদ তুলে নেন আইরিশ অধিনায়ক অ‌্যান্ডি বালব্রাইনের উইকেট। এরপর দারুণ জুটিতে প্রথম সেশন কাটিয়ে দেন পল স্টার্লিং ও কেড কারমাইকেল। ৯৬ রানের জুটি গড়েন তারা।

দ্বিতীয় সেশনে প্রথম ওভারে নাহিদ আক্রমণাত্মক বোলিংয়ে জুটি ভাঙেন। স্লিপে ক‌্যাচ দেন ৬০ রান করা স্টার্লিং। এরপর হ‌্যারি টেক্টরকে বেশিক্ষণ টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ। অফস্পিনার এলবিডব্লিউ করেন ফেরান তাকে। পরের উইকেটটাও নেন মিরাজ। এবার স্লিপে তালুবন্দি করান ৫৯ রান করা কারমাইকেলকে।

প্রথম সেশনে ৩.

৬২ রান রেটে ৯৪ রান তোলা আয়ারল‌্যান্ড দ্বিতীয় সেশনে ৩ রান রেটে করে ৯০ রান। দিনের শেষ সেশনটি ছিল বাংলাদেশের। এই সেশনে ৮৬ রানে তুলে নেয় ৪ উইকেট। রান রেট ছিল ২.৫৩।

বাংলাদেশের ১০৮তম টেস্ট ক্রিকেটের আজ যাত্রা শুরু হয়েছে হাসান মুরাদের। শেষ বিকেলে দারুণ বোলিংয়ে উইকেট পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। কুর্টিস ক‌্যাম্ফার ৪৪ রানে স্লিপে ক‌্যাচ দেন হাসান মুরাদের বলে। এছাড়া ৪১ রানে লরকান টাকার স্টাম্পড হন তার বলেই। পঞ্চম উইকেটে ৫৩ রানের জুটি গড়েছিলেন তারা। জুটি ভাঙার পর জোড়া উইকেটে বাংলাদেশকে আনন্দে ভাসান হাসান মুরাদ।

এই সেশনে শান্ত ও মুশফিকুরের হাত ছুঁয়ে বল বেরিয়ে যায়। নয়তো দ্রুতই আয়ারল‌্যান্ড অলআউট হয়ে যেত। মিরাজ তৃতীয় উইকেট পান অ‌্যান্ডি ম‌্যাকব্রাইনকে ফিরিয়ে। শেষ ত্রিশ মিনিটে বেশ ভালো লড়াই করছিল অতিথিরা। জর্ডান নীলকে সঙ্গ দিয়ে ব‌্যারি ম‌্যাকার্থি এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু দিনের খেলার শেষ বলে মনোযোগ হারিয়ে তাইজুলের সোজা বলে এলবিডব্লিউ হন ৩০ রান করা নীল।

তাতে বাংলাদেশ কিছুটা স্বস্তি ফিরে পায়। ৫ ক‌্যাচ ছাড়ার দিনে অতিথিদের ৮ উইকেট নিয়ে ভালো কিছুর আশা করতেই পারে। উইকেট বেশ ভালো। বল ব‌্যাটে আসছিল। থিতু হয়ে গেলে বড় রান করা সম্ভব। বাংলাদেশের ব‌্যাটসম‌্যানরা জবাব দিতে পারেন কিনা ঠিকঠাকভাবে সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ৮ উইক ট র ন কর প রথম

এছাড়াও পড়ুন:

শরীয়তপুরে জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণার ২০ মিনিট পরই সদস্যসচিবের পদত্যাগ

জাতীয় যুবশক্তির শরীয়তপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটির একটি তালিকা পোস্ট করা হয়। এরপরই ওই কমিটির সদস্যসচিব আমিন মোহাম্মদ (জিতু) পদত্যাগ করার ঘোষণা দেন।

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) ও জাতীয় যুবশক্তির নেতারা জানান, গতকাল শরীয়তপুরের কয়েকজন নেতা জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করেন। এরপর রাতে ৪১ সদস্যের শরীয়তপুরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তাতে কাওসার মৃধাকে আহ্বায়ক ও আমিন মোহাম্মদকে সদস্যসচিব করা হয়।

ওই কমিটি ঘোষণার ২০ মিনিট পর রাত ৯টা ২০ মিনিটে সদস্যসচিবের পদ থেকে আমিন মোহাম্মদ পদত্যাগ করেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁর ফেসবুক পেজে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

জানতে চাইলে আমিন মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমি বিভিন্ন সামাজিক সংগঠন নিয়ে সামাজিক আন্দোলন করছি। এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। গতকাল রাতে ফেসবুকে ঘোষণা দিয়েছি। আজ কেন্দ্রীয় কমিটির নেতাদের কাছে লিখিত পৌঁছে দেব।’

জাতীয় যুবশক্তির শরীয়তপুর জেলা কমিটির আহ্বায়ক কাওসার মৃধা প্রথম আলোকে বলেন, ‘গতকাল শরীয়তপুরের বেশ কয়েকজন নেতাকে নিয়ে যুবশক্তির কেন্দ্রীয় নেতারা বসেছিলেন। আমাদের নানা ধরনের প্রশ্ন করেছেন। তাঁরা আমাদের সম্পর্কে বুঝেছেন। ওই সভাগুলোতে আমাদের সঙ্গে আমিন মোহাম্মদ জিতুও ছিলেন। তাঁকে কমিটিতে রাখা হবে, এমন ইঙ্গিতও পেয়েছেন। এরপর রাতে কমিটি ঘোষণা করা হয়েছে। এর কিছুক্ষণ পরই দেখলাম, আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা বলতে পারছি না।’

সম্পর্কিত নিবন্ধ

  • বিপিএলের নিলামের আদ‌্যোপান্ত
  • অপর্ণা কোথায়
  • কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা নিয়ে ওমর আবদুল্লাহ-বিজেপি কাজিয়া তীব্র হচ্ছে
  • পার্বতীপুর-সৈয়দপুর ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইনের ১৭ কিলোমিটারের তার চুরি
  • আকুর বিল পরিশোধের পর কমল রিজার্ভ
  • ‘জেমস বন্ড’ সিরিজের পরিচালক মারা গেছেন
  • গলায় ছুরিকাঘাত নিয়ে তিন কিলোমিটার পথ পাড়ি দেন অটোরিকশাচালক, পরে মৃত্যু
  • কাটা গলা নিয়ে রিকশাচালিয়ে ৩ কিলোমিটার, হাসপাতালে মৃত্যু
  • শরীয়তপুরে জাতীয় যুবশক্তির কমিটি ঘোষণার ২০ মিনিট পরই সদস্যসচিবের পদত্যাগ