বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত আনিসুর রহমান আশিকের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন গ্রেপ্তার আসামি দিলীপ কুমার আগারওয়াল। তিনি আওয়ামী লীগের উপ-কমিটির শিল্প বাণিজ্যবিষয়ক সম্পাদক। তিনি গত ২২ এপ্রিল গ্রেপ্তার হন। এরপর থেকেই অসুস্থতা দেখিয়ে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে আশিক হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেন তার পরিবার সদস্যরা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন এই মামলার আইনজীবী শাহরিয়ার হাসান জয়।

নিহত আশিকের বড় বোন তাহমিনা আক্তার সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত দুই মে রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত একটি নম্বার থেকে ফোন করে দিলীপের ম্যানেজার পরিচয় দিয়ে মামলার এজাহারনামীয় ১৬ নম্বর আসামি দিলীপ কুমার আগরওয়ালার নাম বাদ দিতে বলেন। 

তিনি বলেন, পরে আসামি দিলীপ তার ম্যানেজারের কাছ থেকে ফোন নিয়ে আমার সঙ্গে কথা বলেন। তিনি (দিলীপ) জানান, আমি ইতিমধ্যে হাসপাতালে আছি। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আমার বন্ধু। রাষ্ট্রপক্ষ আমার বিরুদ্ধে বিরোধিতা করে নাই। আসাদুজ্জামান আমাকে হাসপাতাল প্রেরণের আদেশ দিয়েছে, শীঘ্রিই মুক্ত হয়ে যাব। 

তাহমিনা বলেন, এরপর মামলা থেকে তার নাম বাদ দিতে আমাকে আর্থিক সহযোগিতার প্রলোভন দেখানো হয়। এ সময় তিনি বলেন, মামলা থেকে নাম বাদ না দিলে ভালো হবে না। হত্যা চুরিসহ পাঁচটা মামলায় গ্রেপ্তার করাবো বলে হুমকি দেয়। পরে আমি শেরে-বাংলা নগর থানায় গিয়ে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করি। 

সংবাদ সম্মেলনে নিহত আশিকের পরিবারের নিরাপত্তা চেয়ে তার বোন তাহামিনার প্রধান উপদেষ্টার কাছে সহযোগিতা চেয়েছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র পর ব র

এছাড়াও পড়ুন:

ব্যাটসম্যানের পকেটে থেকে পড়ল মোবাইল, এমন কিছু আগে দেখেছে কি ক্রিকেট

ওল্ড ট্রাফোর্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের দ্বিতীয় দিনের খেলা চলছিল গতকাল। মার্কাস হ্যারিসের অপরাজিত সেঞ্চুরিতে টস জিতে ব্যাট করতে নামা ল্যাঙ্কাশায়ার প্রথম দিন শেষ করে ৫ উইকেটে ৩৪২ রান তুলে। তবে দ্বিতীয় দিনের শুরুতে ব্যক্তিগত ১৬৭ রানে ফিরে যান হ্যারিস।

এরপর অষ্টম উইকেট পতনের পর টেলএন্ডার হিসেবে ব্যাট করতে নামেন টম বেইলি। মুখোমুখি হওয়া প্রথম বলটি ডট দেন বেইলি। এরপর দ্বিতীয় বল লেগ সাইডে পাঠিয়ে দুই রানের জন্য দৌড় শুরু করেন এই ব্যাটসম্যান। এ সময় ধারাভাষ্যকাররা লক্ষ করেন যে প্রথম রান নেওয়ার সময় বেইলির পকেট থেকে কিছু একটা পড়েছে।

রিপ্লেতে দেখা যায়, বেইলির পকেট থেকে আয়তাকার কিছু একটা পড়েছে। পরে দেখা গেছে এটা আসলে একটা মোবাইল ফোন। এমন ঘটনার সাক্ষী হয়ে এক ধারাভাষ্যকার বললেন, ‘না, এমন কিছু আমি এর আগে দেখিনি।’

আরও পড়ুন১ ওভারে ৩৩, ১৪ বলে ৫৩—আইপিএলে চার-ছক্কার বন্যায় রেকর্ডের পর রেকর্ড০৩ মে ২০২৫

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেইলির পকেট থেকে মোবাইল ফোন পড়ার দৃশ্য বেশ ভাইরাল হয়েছে। অনেক এই ঘটনায় বেশ মজাও পেয়েছেন। আবার কেউ কেউ মোবাইল পকেটে নিয়ে খেলতে নামা সম্পর্কিত আইনের খোঁজও করেছেন। জানতে চেয়েছেন, মোবাইল রাখার কারণে বেইলির কোনো শাস্তি হবে কি না।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ৪১.৫ নম্বর ধারা বলছে, ‘খেলার মাঠে খেলোয়াড়দের জন্য নির্ধারিত বৈধ প্রযুক্তি ছাড়া অন্য কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস ও সরঞ্জাম ব্যবহার করা যাবে না, যা মাঠের খেলোয়াড়দের সঙ্গে মাঠের বাইরে থাকা কোনো ব্যক্তির মধ্যে খেলার নির্ধারিত বা পুনর্নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ স্থাপন করতে সক্ষম।’

এখন বেইলি এই ধারার লঙ্ঘন করেছেন কিনা, তা ‘ব্যবহার’ শব্দের ব্যাপকতার ওপর নির্ভর করে—কেউ চাইলে এমন যুক্তি দিতে পারে যে ডিভাইসটি তাঁর কাছে থাকা অবস্থায়ও তিনি মোবাইল ফোনটি ‘ব্যবহার’ করছিলেন না। যা–ই হোক না কেন, ডিভাইসটি মাঠ থেকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল।

আরও পড়ুনএবার আইপিএলে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি উইকেট কার৪ ঘণ্টা আগে

মাঠে মোবাইল ফোন নিয়ে আসার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড বলেছিলেন, একবার অ্যালান ল্যাম্ব দুর্ঘটনাবশত ফোন নিয়ে মাঠে এসেছিলেন। পরে অবশ্য সেটি বার্ডের হাতে ধরিয়ে দিয়ে বলেন, যদি কেউ ফোন করেন তবে তিনি যেন রিসিভ করে কথা বলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • অভিনেতা এজাজ খানের বিরুদ্ধে ধর্ষণ মামলা
  • ০, ০, ০, ০, ০— এরপর নিউজিল্যান্ডের ১৪৭, বাংলাদেশ জিতল ৭ উইকেটে
  • চাঁদপুরে গরুর খণ্ডিত মাথা দেখে চুরি হওয়া গরু শনাক্ত করলেন মালিক
  • ভারতে নিষিদ্ধ পাকিস্তানি অভিনেতার সিনেমা, ক্ষুব্ধ প্রকাশ রাজ
  • ১৫ বছর, ৬ ফাইনাল ও ৬৯৪ ম্যাচ অপেক্ষার পর কেইনের শিরোপা, যেভাবে করলেন উদ্‌যাপন
  • অজয় দেবগন কতটা ‘আবদুল রহিম’ হতে পারলেন
  • চাকরির আশায় গিয়ে রণাঙ্গনে নাজির, পরিবারে উদ্বেগ
  • ভোলায় আবার পাঁচ রুটে বাস ধর্মঘট, অটোরিকশা ভাঙচুর-আগুন
  • ব্যাটসম্যানের পকেটে থেকে পড়ল মোবাইল, এমন কিছু আগে দেখেছে কি ক্রিকেট