স্ত্রীসহ পরমাণু কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
Published: 5th, May 2025 GMT
দুর্নীতির অভিযোগ থাকায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আহসান এবং তার স্ত্রী মোছা. নার্গিস খানমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন জ্যেষ্ঠ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক আনিসুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মঞ্জুর আহসানের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি অর্থ লুটপাটের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্টদের বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় তারা যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন এজন্য তাদের বিদেশগমন রহিত করা প্রয়োজন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বেলজিয়ামের লুভেন যেন প্রাচীন এক রূপকথার শহর
ছবি: খলিলউল্লাহ্