হেফাজতের সমাবেশে ‘নারী অবমাননার’ প্রতিবাদ উদীচীর
Published: 6th, May 2025 GMT
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের নামে কুৎসা রটানোর অভিযোগ করে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। প্রকাশ্য সমাবেশে নারীদের অবমাননাকারী হেফাজত নেতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার এক বিবৃতিতে উদীচীর নেতারা এ দাবি জানান। তাঁরা বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে সম্মুখসারির নারী যোদ্ধাদের অবদানকে অস্বীকার করার অপচেষ্টা করা হয়েছে।
উদীচী বলেছে, নারীবিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে সম্পত্তির উত্তরাধিকারে নারী-পুরুষের সমানাধিকারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে; যা প্রকৃতপক্ষে নারীদের প্রতি দীর্ঘকাল ধরে চলে আসা বৈষম্য অবসানের সুযোগ তৈরি করবে। কিন্তু এসবের বিরোধিতা করার মাধ্যমে প্রকৃতপক্ষে হেফাজতে ইসলাম নারীদের অগ্রগতিকে রুদ্ধ করতে চায়। এটি বাংলাদেশের সার্বিক অগ্রগতিকেই বাধাগ্রস্ত করবে।
এমন প্রেক্ষাপটে যাচাই-বাছাই শেষে নারী সংস্কার কমিশনের প্রগতিশীল সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে উদীচী।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সীমান্তে প্রচণ্ড গোলাগুলি: পাকিস্তানের হামলায় তিন ভারতীয় নিহত
পাকিস্তানে ভারতের ‘অপরাশেন সিঁদুর’ অভিযানের মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে দুই দেশের সেনাদের মধ্যে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়, যাতে তিনজন বেসামরিক ভারতীয় নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
রয়টার্স ও এএফপি জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ভারত-শাসিত কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
৭ মে গভীর ‘অপারেশন সিঁদুর’ চলার মধ্যে সীমান্তে ব্যাপক গোলাগুলির রেশ এখনো রয়েছে বলে জানিয়েছে দুই দেশের গণমাধ্যম। পারমাণবিক অস্ত্রে বলিয়ান ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধপরিস্থিতি নিয়ে আতঙ্ক ও উত্তেজনা চরমে পৌঁছেছে, একে অপরের বিরুদ্ধে বিমান হামলা ও সীমান্ত লঙ্ঘনের অভিযোগ তুলছে।
পহেলগাম জঙ্গি হামলার জবাবে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আঘাত হেনেছে ভারতীয় সেনারা। ভারতের ‘অপারেশন সিঁদুর’ চলাকালীনই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। ভারতীয় সামরিক বাহিনী তাদের এক্স হ্যান্ডলের পোস্টে এমন দাবি করেছে।
পোস্টে বলা হয়েছে,পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বর গলিতে কামান থেকে গোলাবর্ষণ করছে পাকিস্তান। ভারতীয় সেনা তার জবাব দেওয়া শুরু করেছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ভারত-পাকিস্তান সীমান্তে বিমান বাহিনীর সব ইউনিটকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান কোনো ধরনের হামলা চালালে তার চরম জবাব দিতে তৈরি থাকতে বলা হয়েছে।
গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পর বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। একই অভিযোগ পাকিস্তানও করছে ভারতের বিরুদ্ধে।
এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নারী-শিশুসহ আটজন নিহত হওয়ার দাবি করেছে ইসলামাবাদ। অবশ্য এই দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত।
আবার হামলার সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করার যে দাবি করেছে পাকিস্তান, সে বিষয়েও কোনো প্রতিক্রিয়া দেয়নি নয়াদিল্লি।