ফুটবল বিশ্বে ‘কৃষক লিগ’—এই ব্যঙ্গাত্মক নামে ডাকা হয় ফ্রান্সের লিগ ওয়ানকে। ইউরোপের অন্যান্য শীর্ষ লিগের তুলনায় কম প্রতিযোগিতাপূর্ণ বলে কেউ কেউ এই অপবাদ দেন। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর্সেনালকে হারিয়ে ফাইনালে উঠে সেই ব্যঙ্গাত্মক তকমা নিয়ে মজার ছলে জবাব দিলেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ লুইস এনরিকে।

এনরিকে টিএনটি স্পোর্টসকে বলেন, ‘কৃষক লিগ, তাই না? হ্যাঁ, আমরা আসলেই কৃষকদের লিগ।’

তবে শুধু ঠাট্টাতেই থেমে থাকেননি তিনি। লিগ ওয়ানকে হালকা করে দেখা যারা অভ্যস্ত, তাদের উদ্দেশে জানান, এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের চারটি শীর্ষ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে পিএসজি। ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলা এবং সর্বশেষ আর্সেনাল।

এনরিকে বলেন, ‘যাই বলুক, এটা খারাপ লাগছে না। আমরা ফলাফল উপভোগ করেছি এবং সবাই আমাদের প্রশংসা করছে। বিশেষ করে আমাদের মানসিকতা ও খেলার ধরণ নিয়ে। খুব ভালো লাগছে।’

সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে আর্সেনালকে হারিয়েছে পিএসজি। প্রথম লেগে এমিরেটসে ১-০ গোলে জয়ের পর ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ২-১ ব্যবধানে জেতে তারা। ফাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমির গোলে জয় নিশ্চিত করে ফরাসি জায়ান্টরা। আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা।

ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেছিলেন, তার দল জয়ের যোগ্য ছিল। এনরিকে তা নাকচ করে বলেন, ‘আর্তেতা আমার ভালো বন্ধু। তবে আমি তার সঙ্গে একমত নই। দুই লেগে আমরাই বেশি গোল করেছি, আর সেটাই আসল বিষয়। আর্সেনাল ভালো খেলেছে, আমরা ভুগেছি। কিন্তু ফাইনালে যাওয়ার যোগ্য দল আমরাই।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসজ আর স ন ল ফ ইন ল এনর ক

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ শীর্ষক প্রকল্পের আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে পূবালী ব্যাংক।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা আমিনা ফাহমীন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা, প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত পরিচালক (এসআইসিপি-পিআইইউ) মো. নজরুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসির ঋণ বিভাগের মহাব্যবস্থাপক সুকান্ত চন্দ্র বণিক এবং বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি
 

সম্পর্কিত নিবন্ধ