ফুটবল বিশ্বে ‘কৃষক লিগ’—এই ব্যঙ্গাত্মক নামে ডাকা হয় ফ্রান্সের লিগ ওয়ানকে। ইউরোপের অন্যান্য শীর্ষ লিগের তুলনায় কম প্রতিযোগিতাপূর্ণ বলে কেউ কেউ এই অপবাদ দেন। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর্সেনালকে হারিয়ে ফাইনালে উঠে সেই ব্যঙ্গাত্মক তকমা নিয়ে মজার ছলে জবাব দিলেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ লুইস এনরিকে।

এনরিকে টিএনটি স্পোর্টসকে বলেন, ‘কৃষক লিগ, তাই না? হ্যাঁ, আমরা আসলেই কৃষকদের লিগ।’

তবে শুধু ঠাট্টাতেই থেমে থাকেননি তিনি। লিগ ওয়ানকে হালকা করে দেখা যারা অভ্যস্ত, তাদের উদ্দেশে জানান, এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের চারটি শীর্ষ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে পিএসজি। ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলা এবং সর্বশেষ আর্সেনাল।

এনরিকে বলেন, ‘যাই বলুক, এটা খারাপ লাগছে না। আমরা ফলাফল উপভোগ করেছি এবং সবাই আমাদের প্রশংসা করছে। বিশেষ করে আমাদের মানসিকতা ও খেলার ধরণ নিয়ে। খুব ভালো লাগছে।’

সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে আর্সেনালকে হারিয়েছে পিএসজি। প্রথম লেগে এমিরেটসে ১-০ গোলে জয়ের পর ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ২-১ ব্যবধানে জেতে তারা। ফাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমির গোলে জয় নিশ্চিত করে ফরাসি জায়ান্টরা। আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা।

ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেছিলেন, তার দল জয়ের যোগ্য ছিল। এনরিকে তা নাকচ করে বলেন, ‘আর্তেতা আমার ভালো বন্ধু। তবে আমি তার সঙ্গে একমত নই। দুই লেগে আমরাই বেশি গোল করেছি, আর সেটাই আসল বিষয়। আর্সেনাল ভালো খেলেছে, আমরা ভুগেছি। কিন্তু ফাইনালে যাওয়ার যোগ্য দল আমরাই।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসজ আর স ন ল ফ ইন ল এনর ক

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ