বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদা দাবির একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় বনাদরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই অডিওটি ভাইরাল হয়।

অডিওতে শোনা গেছে, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম (ভূইয়া) হিরণকে  বলতে শোনা যায়, তোমরা কি আমারে পাগল মনে করছো, নাকি আমি ছাগল, নাকি কচুরী? যেদিকেই ভাটা যায় সেদিকেই তোমরা আমাকে পাগলের লাগান বেচা কিনা করবা? তোমারে আমি আজ সকালে ১ লাখ টাকা নিয়ে আসার কথা বলছি। 

কিন্তু তুমি আসলা না, বললা তোমার কাছে টাকা নাই। আমার কিন্তু মাথা গরম হইলে তোর বাবারে বেড় কইরা টাকা নিমু। তোর কাছ থেকে আর টাকা  নিতাম না। তুই আমারে কেন বলছিস ১ লাখ টাকা দিবি? তুই সকালে বেশি কথা না বইলা টাকা নিয়া আয়। না হইলে তোর গাড়ি আমার কাছে বন্ধক রাখ। আমার বেশি কথা বলতে ইচ্ছা করতাছে না। তুই সকালে সুন্দর মতো টাকা নিয়া আয়। 

পরে তোর বাবার থেকে বেড় কইরা পরে টাকা নিমু। তুই ম্যানেজ কইরা ১ লাখ নিয়া আয়। তোর হিসাব শেষ পরে তোর বাবার থেকে আমি টাকা নিমু।' পরে হিরণের কাছ ফোন নিয়ে আরেকজনকে বলেন, তুই কালকে ১ লাখ টাকা নিয়া আয়। বাকিটা  ভাইয়ে দেখতাছে। তোরে তো আল্লাহ কম দেয় নাই।  সকাল ৮টা বা ৯টার দিকে টাকা রেডি রাখিস আমি আইসা নিয়া যামুনে।

এভাবেই অডিও রেকর্ডিংয়ে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন  পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার সফুরউদ্দিনের ছেলেকে হুঙ্কার ও ভয়ভীতি দেখিয়ে লাখ টাকা চাঁদা দাবি করেন। সফুরউদ্দিন মেম্বার বৈষম্যবিরোধী ছাত্র হত্যার আসামি। তিনি দীর্ঘদিন ধরে জেল হাজতে রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে আওয়ামীলীগ নেতা সফুরউদ্দিনের পরিবারের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছে। এবং আসামিকে জামিনে বের করে আনবে।   

এছাড়াও হিরন মামলা থেকে নাম বাদ দেওয়া, আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা ও ঘর বাড়িতে আগুন দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া, উপজেলার উর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে ইট-ভাটা নিয়ন্ত্রণ । 

মদনপুর বাস স্ট্যান্ড, ফুটপাত, বাস কাউন্টার, গার্মেন্টসের ঝুট, বিভিন্ন সমবায় সমিতি, রাস্তাসহ বিভিন্ন টেন্ডার, জমি দখলসহ বহু অভিযোগ ইতিমধ্যে তার বিরুদ্ধে থাকলে ও মহানগর বিএনপির তার বিরুদ্ধে দলীয় কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষুদ্ধ বিএনপির ত্যাগী নেতাকর্মীরা।

তবে টাকা চাওয়ার অডিও রেকর্ডটির বিষয়ে বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম হিরণ জানান, আমি কিসের টাকা চাইছি, আমি কোন টাকা চাইনি।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ উপজ ল ব এনপ র

এছাড়াও পড়ুন:

করাচি বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় যুদ্ধজাহাজ

পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে, ভারত এবার পাকিস্তানের গুরুত্বপূর্ণ করাচি বন্দরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডে এ তথ্য জানিয়েছে। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, বন্দরের কাছে দক্ষিণ পাকিস্তানের করাচি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

এর আগে, ১৯৭১ সালের ডিসেম্বরে ভারত-পাকিস্তান যুদ্ধের ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর শহর এবং নৌ সদর দপ্তর করাচিতে দুটি হামলা চালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ করেছিল। ফের আবার করাচিতে একইভাবে আঘাত হানল ভারত।

আরো পড়ুন:

নিহত জঙ্গিদের রাষ্ট্রীয় সম্মান দিয়েছে পাকিস্তান: বিক্রম মিশ্রি

পাকিস্তান যখন হামলা চালাবে, তখন বিশ্ব জানতে পারবে: খাজা আসিফ

বৃহস্পতিবার রাতে ভারতীয় নৌবাহিনী করাচি নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে, যার ফলে পাকিস্তানের উপকূলরেখায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আরব সাগরে থাকা ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত থেকে পাকিস্তানের করাচি এবং ওরমারা বন্দরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ফলে এই দুই জায়গাতেই আগুন ধরে গেছে। ঘন ধোঁয়ায় ঢেকে গিয়েছে বন্দর শহরগুলো। আতঙ্কিত বাসিন্দারা উপকূলীয় অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যেতে শুরু করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তান বেসামরিক ও সামরিক এলাকা লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং তীব্র কামানের গোলাবর্ষণ করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আরো বাড়িয়ে দিয়েছে অভিযোগ করে ভারত। তবে ভারতে হামলা চালানোর তথ্য নাচক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি বলেছেন, “পাকিস্তান যখন হামলা চালানোর সিদ্ধান্ত নেবে, তখন সারা বিশ্ব জানতে পারবে। পাকিস্তান কোনো পদক্ষেপ নিলে তা অস্বীকার করবে না।”

এদিকে হামলার আবহে ভারতের ২৪টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। তালিকায় রয়েছে- অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, ভুন্টার, কিষেণগড়, পটীয়লা, সিমলা, কাংড়া-গগ্গল, ভাতিণ্ডা, জয়সলমেঢ়, জোধপুর, বিকানেল, হলওয়ারা, পঠানকোট, জম্মু, লেহ্‌, মুন্দ্রা, জামনগর, হিরাসর, পোরবন্দর, কেশোড়, কান্দলা এবং ভূজ। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ