রাশিয়াভিত্তিক হ্যাকার দলের তৈরি নতুন একটি ম্যালওয়্যার শনাক্ত করেছে গুগল। প্রতিষ্ঠানটির থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপের গবেষক ওয়েসলি শিল্ডস এক ব্লগপোস্টে জানিয়েছেন, এই ম্যালওয়্যার কোল্ড রিভার গ্রুপের সরঞ্জামের ভান্ডারে নতুন সংযোজন। কোল্ড রিভার নামটি রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সঙ্গে সম্পৃক্ত সাইবার হামলাগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে। গ্রুপটি বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটাল তথ্য ও যোগাযোগমাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করে থাকে।

কোল্ড রিভার গ্রুপ মূলত বিভিন্ন অ্যাকাউন্টের লগইন তথ্য, ব্যক্তিগত ই–মেইলের পাসওয়ার্ডসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করতে ফিশিংসহ নানা কৌশলে সাইবার হামলা করে থাকে। রাশিয়ার কৌশলগত স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতেই মূলত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকার দলটি।

গুগলের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে যেসব ব্যক্তিদের লক্ষ্য করে এই ম্যালওয়্যার হামলা চালানো হয়েছে, তাঁদের মধ্যে পশ্চিমা বিশ্বের বর্তমান ও সাবেক সামরিক ও সরকারি উপদেষ্টা, সাংবাদিক, গবেষণাপ্রতিষ্ঠান, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (এনজিও) এবং ইউক্রেনের সরকারি-বেসরকারি কর্মকর্তারা রয়েছেন।

গুগল জানিয়েছে, কোল্ড রিভার গ্রুপ এর আগেও একাধিক আলোচিত সাইবার হামলার সঙ্গে জড়িত ছিল। ২০২২ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের তিনটি পারমাণবিক গবেষণাগারে হামলা চালানোর ঘটনাতে গ্রুপটি জড়িত ছিল বলে ধারণা করা হয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম য লওয় য র সরক র

এছাড়াও পড়ুন:

ঐকমত্য কমিশনের মেয়াদ আরো ১ মাস বাড়ল

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।

কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার (১১ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনের সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে।
১৫ অগাস্ট ঐকমত্য কমিশনের প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারিত ছিল। তার আগেই আরো এক মাস সময় বাড়ানো হলো।

কমিশনে সদস্য হিসেবে রয়েছেন- জনপ্রশাসন সংস্কার কমিশনের আইয়ুব মিয়া, পুলিশ সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশন বিচারপতি এমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান।

কমিশন গত শুক্রবার জানিয়েছে, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ এবং জুলাই সনদ মানার বাধ্যবাধকতা নিশ্চিতে রাজনৈতিক দলের সঙ্গে আগামী সপ্তাহে তৃতীয় দফায় বসবে ঐকমত্য কমিশন।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ