ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নামের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আলী আহসান জুনায়েদ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ হয়। জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের বাবা নতুন এ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন।

নতুন এ রাজনৈতিক প্ল্যাটফর্মের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ। এ ছাড়াও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাইম আহমেদ এবং মুখপাত্র হিসেবে রয়েছেন শাহরিন সুলতানা ইরা। আত্মপ্রকাশ অনুষ্ঠানেই ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন আপ বাংলাদেশের নেতারা।

পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ, হত্যাকারীদের বিচার নিশ্চিত করা, জুলাই শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, স্থায়ী পুনর্বাসন, অর্থনৈতিক ও সামাজিক আজাদি, শারীরিক-মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ ১৫ দফা ধরে আগামী দিনের রাজনৈতিক কার্যক্রম চালানোর কথা বলা হয়েছে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপামর বাংলার সংস্কৃতি ও বাঙালি মুসলমানদের সংস্কৃতি পুনরুজীবিত করে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে আনতে কাজ করা, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে শক্তিশালী রাজনৈতিক অবস্থান গ্রহণ করে আমাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তিতে দীর্ঘমেয়াদি কাজ করবেন তারা।

প্ল্যাটফর্মটির কেন্দ্রীয় কমিটিতে আরও রয়েছেন মোহাম্মদ রিদওয়ান হাসান, অ্যাডভোকেট আব্দুল আলিম, জসিম উদ্দিন, জাহিদুর রহমান, রবিউল করিম, মুরাদ হোসেন, সাজ্জাদ হোসেন, ফায়াজ শাহেদ, কাজী সালমান, আল মাহমুদ, দিলারা খানম, সুলতান মারুফ তালহা, আবরার হামিম, জাহিদ হাসান, মাসুদ রানা, আসমা উল হুসনা, ফারজানা আক্তার, আহম্মদ করিম চৌধুরী, আব্দুল আজিজ ভূঁইয়া, নজরুল ইসলাম, উমার রাজী আল ফারূক, ফারহা জাবীন লিরা, কাজী আহনাফ তাহমিদ, বখতিয়ার মুজাহিদ সিয়াম, আলী আম্মার মুয়াজ, আহছান উল্লাহ, শাহারিন সুলতানা ইরা, তৌসিব মাহমুদ সোহান, মো.

রায়হানুল ইসলাম, সাইফুল ইসলাম সুজন, আবদুল কাইয়ূম সৌরভ প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ল ই অভ য ত থ ন র জন ত ক দল প ল য টফর ম র জন ত ক

এছাড়াও পড়ুন:

মৃত্যুদণ্ডের আসামিকে ফিরিয়ে দেওয়া এখন ভারতের দায়িত্ব: পরওয়ার

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডাদেশ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

‘অনলাইনে গণভোটে ‘না’র পক্ষে প্রচার চালানো হ‌চ্ছে, জাতি তাদের প্রত্যাখান করবে’

এবার দিনের ভোট রাতে হবে না: আমির হামজা

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, ‘‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের গণআকাঙ্খা আংশিক হলেও ট্রাইব্যুনালের রায়ে পূরণ হয়েছে। এখন ভারতের দায়িত্ব মৃত্যুদণ্ডের আসামিকে ফিরিয়ে দেওয়া।’’

গোলাম পরওয়ার বলেন, ‘‘কোনো একজন সরকারপ্রধানের সর্বোচ্চ সাজার এই ঘটনা ইতিহাসে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।’’

বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘‘বিগত দিনের সকল গণহত্যা-অপরাধের বিচার এখন সময়ের দাবি।’’

জামায়াত নেতা আরো বলেন, ‘‘কোনো অপরাধী যে আইনের ঊর্ধ্বে নয়, সেটির উদাহরণ আজকের এই রায়। আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন সেই শিক্ষা দেবে আজকের এই ঘটনা।’’

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ