১৬ বছর পর তেঁতুলিয়ায় বিএনপির সম্মেলন, সভাপতি শাহাদৎ, সম্পাদক রেজাউল
Published: 10th, May 2025 GMT
প্রায় ১৬ বছর পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির সম্মেলন হয়েছে। এতে সভাপতি পদে শাহাদৎ হোসেন ও সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা শহরের তেঁতুলিয়া অডিটরিয়ামে কাম কমিউনিটি সেন্টার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর দ্বিতীয় অধিবেশনে কমিটির নাম ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন।
সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক (কাবুল) নির্বাচিত হয়েছেন। চার সদস্যের এ কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
সম্মেলনে নির্বাচনের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দুটি পদের বিপরীতে মোট চারজন মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। তবে এই চার পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ডেলিগেট, কাউন্সিলরদের উপস্থিতিতে তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
গতকাল বিকেলে তেঁতুলিয়া অডিটরিয়ামে কাম কমিউনিটি সেন্টার চত্বরে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সেখানে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অডিটরিয়াম চত্বরে জড়ো হন।
তেঁতুলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদৎ হোসেনের সভাপতিত্বে প্রথম অধিবেশনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক নওশাদ জমির। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন। জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম উদ্বোধক ও বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক এবং আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২০০৯ সালে তেঁতুলিয়া উপজেলা বিএনপির সম্মেলনে মহসিন প্রধান সভাপতি ও রেজাউল করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০১৯ সালে আগের কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠিত হয়। শাহাদৎ হোসেন এ কমিটিতে আহ্বায়ক ও রেজাউল করিম সদস্যসচিব ছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র কম ট র র জ উল গঠন ক সদস য উপজ ল
এছাড়াও পড়ুন:
আকবরের শেষ ওভারে ৫ ছক্কা, হংকংয়ের কাছে হার বাংলাদেশের
ম্যাচের শেষ ৩ বলে স্বাগতিক হংকংয়ের দরকার ছিল ১৭ রান। বাংলাদেশ অধিনায়ক আকবর আলীর তিনটি বলেই ছক্কা মেরে দিলেন আইজাজ খান। একই ওভারে আইজাজ ছক্কা মেরেছেন প্রথম দুই বলেও।
লাগাতার ছক্কা হজমের মধ্যেই আকবর দিয়েছেন দুটি ওয়াইড। সব মিলিয়ে ম্যাচের শেষ ওভারে ৫ ছক্কাসহ ৩২ রান হজম করে ম্যাচটা হেরে গেল বাংলাদেশ।
সিক্স–এ–সাইড টুর্নামেন্ট হংকং সিক্সেসে এটি ছিল প্লেট পর্বের ফাইনাল। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চার দলের মধ্যকার স্থান নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ হেরেছে ১ উইকেটে।
হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে টসে হারা বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৬ ওভারে ৫ উইকেটে তোলে ১২০ রান।
অধিনায়ক আকবর ১৩ বলে উপহার দেন ৫১ রানের ঝোড়ো ইনিংস। ৭ ছক্কা ও ১ চারের ইনিসংটি শেষ হয় রানআউটে। অন্যদের মধ্যে আবু হায়দার ৮ বলে ৪ ছক্কা ও ১ চারে ২৮, জিশান আলম ৭ বলে ৩ ছক্কা ও ২ চারে ২৭ রান করেন।
রান তাড়ায় হংকংকে একাই টেনেছেন আইজাজ খান। শেষ ওভারে আকবরকে পাঁচ ছক্কা মারা এই ব্যাটসম্যান ২১ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন। ছক্কা মেরেছেন ১১টি, চার ৪টি।
১২ দলের টুর্নামেন্টে আজ মোট তিনটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বের খেলায় তৃতীয় হওয়া চার দল খেলেছে বোল পর্বে। আরব আমিরাত, নেপাল, শ্রীলঙ্কা ও ভারতকে নিয়ে হওয়া এই পর্বে বোল ফাইনাল জিতেছে শ্রীলঙ্কা, রানার্সআপ সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে, কিন্তু সেমিফাইনালে উঠতে পারেনি—এমন চার দল নিয়ে হয়েছে প্লেট পর্ব। এই অংশে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকাকে এবং হংকং আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে। শেষ পর্যন্ত বাংলাদেশ হয়েছে প্লেট রানার্সআপ।
আর পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও কুয়েতের মধ্যকার কাপ পর্বে ফাইনালে উঠেছে পাকিস্তান ও কুয়েত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের ৩ উইকেটে ১৩৫ রান তাড়া করতে নেমে কুয়েত ৩.৩ ওভারে তুলতে পেরেছে ৩ উইকেটে ৬৬।