প্রায় ১৬ বছর পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির সম্মেলন হয়েছে। এতে সভাপতি পদে শাহাদৎ হোসেন ও সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা শহরের তেঁতুলিয়া অডিটরিয়ামে কাম কমিউনিটি সেন্টার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর দ্বিতীয় অধিবেশনে কমিটির নাম ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন।

সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক (কাবুল) নির্বাচিত হয়েছেন। চার সদস্যের এ কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

সম্মেলনে নির্বাচনের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দুটি পদের বিপরীতে মোট চারজন মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। তবে এই চার পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ডেলিগেট, কাউন্সিলরদের উপস্থিতিতে তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

গতকাল বিকেলে তেঁতুলিয়া অডিটরিয়ামে কাম কমিউনিটি সেন্টার চত্বরে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সেখানে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অডিটরিয়াম চত্বরে জড়ো হন।
তেঁতুলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদৎ হোসেনের সভাপতিত্বে প্রথম অধিবেশনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক নওশাদ জমির। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন। জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম উদ্বোধক ও বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক এবং আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

২০০৯ সালে তেঁতুলিয়া উপজেলা বিএনপির সম্মেলনে মহসিন প্রধান সভাপতি ও রেজাউল করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০১৯ সালে আগের কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠিত হয়। শাহাদৎ হোসেন এ কমিটিতে আহ্বায়ক ও রেজাউল করিম সদস্যসচিব ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র কম ট র র জ উল গঠন ক সদস য উপজ ল

এছাড়াও পড়ুন:

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে শিক্ষক নিয়োগ

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও ইংরেজি বিভাগে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে জনবল নিয়োগ দেবে। আবেদনের শেষ তারিখ ১৩ আগস্ট ২০২৫। কর্মস্থল রাজধানীর বনানীতে। আবেদনকারীদের ক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পিএইচডি ডিগ্রি থাকতে হবে। ইংরেজি বিভাগের জন্য পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এবং ইউজিসির নীতিমালা অনুসরণ করতে হবে।

নিয়োগ পাওয়া শিক্ষকদের শিক্ষার্থীদের গবেষণা ও পেশাগত উন্নয়নে পরামর্শ দেওয়া, পাঠ্যসূচি উন্নয়ন, একাডেমিক নেতৃত্ব প্রদান ও জাতীয়–আন্তর্জাতিক স্বীকৃতি কার্যক্রমে অংশ নেওয়ার দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুনদুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ, নতুন নেবে ১০১ পদে০৭ আগস্ট ২০২৫

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, সিভি, কাভার লেটার, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি ও ছবি ডাকযোগে বা ই–মেইলে পাঠাতে হবে। রেজিস্ট্রার, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, স্টার টাওয়ার, ১২ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা। ই–মেইল: [email protected]।

একনজরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি

কর্মস্থল: ঢাকা (বনানী)

বেতন: আলোচনাসাপেক্ষ

আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট ২০২৫

শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি আবশ্যক। ইংরেজি বিভাগের জন্য পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার। ইউজিসির নীতিমালা অনুসরণ করতে হবে।

আরও পড়ুনমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশাল নিয়োগ, পদ ১১৭৮ ঘণ্টা আগে

অভিজ্ঞতা: বিশ্ববিদ্যালয়ে অন্তত ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের রীতি: ডাকযোগে বা ই–মেইলে পাঠাতে হবে। রেজিস্ট্রার, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়

স্টার টাওয়ার, ১২ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা। ই–মেইল: [email protected]।

আরও পড়ুনচট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, বেতন স্কেল ১৬,০০০–৫৬,৫০০ টাকা২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ