চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বিভিন্ন খাল পুনর্খনন কর্মসূচি বাস্তবায়ন করিতে গিয়া বৃক্ষনিধনের যজ্ঞ চলিতেছে, উহা যথেষ্ট উদ্বেগজনক। শনিবার প্রকাশিত সমকালের প্রতিবেদন বলিতেছে, উপজেলার চারটি খালের ৪০ কিলোমিটার পুনর্খনন করিতে গিয়া ইতোমধ্যে খালসমূহের দুই পার্শ্বের বিভিন্ন প্রজাতির পাঁচ সহস্রাধিক বৃক্ষ কাটিয়া ফেলা হইয়াছে। শুধু উহা নহে, খাল পুনর্খনন সম্পূর্ণ শেষ করিতে হইলে সেখানে আরও পাঁচ সহস্র বৃক্ষ কাটিতে হইতে পারে বলিয়া আশঙ্কা স্থানীয়দের। পরিহাসের বিষয় হইল, বিএডিসি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে উক্ত খাল খননের উদ্যোগ গ্রহণ করিয়াছে; অথচ উহার জন্য যে স্বাভাবিক বৃষ্টিপাত প্রয়োজন তাহা সম্ভব হয় কেবল প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ঠিক থাকিলে, যেখানে বৃক্ষের অবদান অপরিসীম। এহেন আয়োজনকে নাকের বদলে নরুন পাইবার আয়োজন বলিলে কি ভুল হইবে?
বিস্ময়কর হইলেও সত্য, খাল খননের কর্মে নিয়োজিত যান্ত্রিক খনক চলাচলের সুবিধার্থে নাকি দুই পাশের বৃক্ষসমূহ কাটা হইতেছে। বিজ্ঞান ও প্রযুক্তির এই বিপুল অগ্রগতির যুগে এই সর্বনাশা কথা কতখানি গ্রহণযোগ্য? বাস্তবে ইহা প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের খামখেয়াল অথবা কাষ্ঠ ব্যবসায়ীদের সহিত উহাদের অশুভ কোনো আঁতাতের ফল কিনা তাহা খতাইয়া দেখা প্রয়োজন। প্রতিবেদন মতে, বিএডিসির এহেন সিদ্ধান্তের কারণে সংশ্লিষ্ট বৃক্ষমালিকরা বৃক্ষসমূহকে বিক্রয় করিয়া দিতে বাধ্য হইতেছেন।
অধিকতর বিস্ময়কর হইল, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক বলিয়াছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নহেন। অথচ সরকারি-বেসরকারি যে কোনো প্রকল্পে বৃক্ষ কর্তন তো বটেই, অন্য পরিবেশগত জটিলতা এড়াইবার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ করিতে হয়। অন্তত পরিবেশ আইনে উহাই বলা আছে। বন বিভাগ বা পরিবেশ অধিদপ্তরের এহেন কর্তব্যে অবহেলা এই প্রথম দেখা গেল তাহা নহে। অতীতে ইহার ভূরি ভূরি নজির রহিয়াছে। আমরা জানি, আন্তর্জাতিক নিয়মে পরিবেশ-প্রতিবেশের ভারসাম্য সুরক্ষায় একটা রাষ্ট্রে মোট ভূখণ্ডের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকিতে হয়। কিন্তু বাংলাদেশে আছে মাত্র ৯ শতাংশ বা তাহার কিছু কমবেশি। ইহাও জানিয়া রাখা প্রয়োজন, বাংলাদেশের এই বনভূমির একটা অংশ কথিত সামাজিক বনায়ন কর্মসূচির অধীনে রোপিত বৃক্ষ, যাহা কোনো প্রকারেই প্রাকৃতিক বনের বিকল্প নহে। এহেন বৃক্ষ কর্তনের পরিণাম কী হইতে পারে তাহা নূতন করিয়া বলার কিছু নাই। জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক প্রভাব লইয়া সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশেও গভীর উদ্বেগ সৃষ্টি হইয়াছে, উহাতে পাইকারি বৃক্ষ কর্তনের ভূমিকা কম নহে। বাংলাদেশে বিশেষত গ্রীষ্মকালে তাপমাত্রা যে ইদানীং অসহনীয় হইয়া উঠিয়াছে, বিশেষজ্ঞরা উহার দায় বহু বৎসর ধরিয়াই অন্যান্য বিষয়ের সহিত বন ধ্বংস ও নির্বিচার বৃক্ষ কর্তনের উপরও দিয়া আসিতেছেন। দুর্ভাগ্যবশত, দেশের নীতিনির্ধারকদের মধ্যে যদ্রূপ ইহাতে কর্ণপাত করিবার কোনো আগ্রহ পরিলক্ষিত হয় না, তদ্রূপ মাঠ পর্যায়েও একই বিষয়ে সচেতনতা দৃশ্যমান নহে।
আলোচ্য খাল খনন কর্মসূচি যে গুরুত্বপূর্ণ, অন্তত স্থানীয় কৃষি উৎপাদনের জন্য সহায়ক, তাহা লইয়া কোনো বিতর্ক নাই। কিন্তু এহেন একদেশদর্শী উন্নয়ন যে চূড়ান্ত বিচারে সমূহ ক্ষতি ঘটায় সেই জ্ঞানও থাকা প্রয়োজন। উন্নয়ন হইতে হইবে টেকসই উন্নয়ন, যেখানে পরিবেশ-প্রতিবেশের সংরক্ষণ একটা জরুরি বিষয়। তাহা না হইলে জনগণের বিপুল অর্থ ব্যয়ে হয়তো মাইলের পর মাইল খাল খনন হইতে পারে, সেই খালে হয়তো কিছুকাল পানিও থাকিতে পারে, এক পর্যায়ে সেই পানি শুকাইয়া যাইবে। তখন উক্ত প্রকল্পের পশ্চাতে ব্যয়িত অর্থ অপচয় বলিয়াই গণ্য হইবে। আমরা মনে করি, অবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টিতে নজর দেবেন, সেচ প্রকল্পের নামে বৃক্ষ কর্তন শুধু বন্ধই নহে, এহেন অপকর্মের সহিত যুক্ত কর্মকর্তাদের আইনের আওতায়ও আনিবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: খ ল খনন প রকল প পর ব শ
এছাড়াও পড়ুন:
সাত বছর আগে সাংবাদিক খাসোগি হত্যার পর প্রথম যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদি যুবরাজ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আগামীকাল মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের লক্ষ্য তেল ও নিরাপত্তা খাতে দুদেশের বহু দশকের সহযোগিতার সম্পর্ক আরও গভীর করা। একই সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি এবং সম্ভাব্য পারমাণবিক জ্বালানি খাতে সম্পর্ক আরও বিস্তৃত করা।
২০১৮ সালে ইস্তাম্বুলে সাংবাদিক এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর।
আরও পড়ুনসৌদি আরবের যুবরাজের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প১৩ মে ২০২৫সৌদি আরবের গোয়েন্দারা ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতর খাসোগিকে হত্যা করেছিলেন বলে অভিযোগ। এ হত্যাকাণ্ড বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছিল। অনেকে অভিযোগ করেছিলেন, খাসোগি হত্যাকাণ্ডের পেছনে যুবরাজ সালমানের হাত রয়েছে।
পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ সিদ্ধান্তে উপনীত হয়েছিল, যুবরাজই খাসোগিকে অপহরণ বা হত্যার অনুমোদন দিয়েছিলেন।
যুবরাজ সালমান খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি সৌদি আরব সরকারের একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে এ হত্যার দায় স্বীকার করেছিলেন।
খাসোগি হত্যার পর সাত বছরের বেশি সময় পেরিয়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র এবং সবচেয়ে বেশি তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব নিজেদের মধ্যে সম্পর্ক নতুন করে এগিয়ে নিতে চাইছে।
আরও পড়ুনসৌদি আরবের সঙ্গে ‘ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি’ যুক্তরাষ্ট্রের১৩ মে ২০২৫ট্রাম্প গত মে মাসে সৌদি আরবে তাঁর সফরের সময় দেওয়া ৬০ হাজার কোটি ডলারের সৌদি বিনিয়োগ প্রতিশ্রুতির সুযোগ কাজে লাগাতে চাইছেন।
মে মাসের ওই সফরে ট্রাম্প সৌদি আরবে মানবাধিকার–সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা স্পষ্টভাবে এড়িয়ে গিয়েছিলেন। এবারও তিনি একই পথে হাঁটবেন বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে যুবরাজ মোহাম্মদ আঞ্চলিক অস্থিরতার মধ্যে নিজ দেশের নিরাপত্তার নিশ্চয়তা চাইছেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) এবং বেসামরিক খাতে একটি পারমাণবিক প্রকল্প চুক্তির পথে অগ্রসর হতে চাইছেন।
আরও পড়ুনখাসোগি হত্যা সবচেয়ে জঘন্য ধামাচাপার ঘটনা: ট্রাম্প২৪ অক্টোবর ২০১৮যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দীর্ঘদিন ধরেই এমন একটি সম্পর্ক বজায় রেখেছে, যেখানে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে তাদের পছন্দমতো দামে তেল বিক্রি করবে এবং যুক্তরাষ্ট্র সৌদি আরবকে নিরাপত্তা দেবে।
আরও পড়ুনখাসোগিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: সৌদি আরব২৬ অক্টোবর ২০১৮