দীর্ঘ নীরবতা ভেঙে ২০২৪ সালের ১৩ অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে হঠাৎ একটি গান পোস্ট করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে’—এই কথার গানটি প্রকাশের পরই নেট–দুনিয়ায় আলোড়ন ওঠে। অনেকে ভেবেছিলেন, সংগীতে আবার সক্রিয় হচ্ছেন একসময়কার ‘ফোক কুইন’। কিন্তু কয়েক মাস না যেতেই এল ভিন্ন খবর—সোমবার ১২ মে রাত পৌনে ১২টায় মাসে খুনের মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর থেকেই ছিলেন আড়ালে। রাজনীতি তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিখোঁজ ছিলেন মমতাজ। ১৬ জুলাইয়ের পর তাঁর ফেসবুক পেজে আর কোনো পোস্ট ছিল না, যেখানে আগে প্রতিদিনই কিছু না কিছু দিতেন।

‘নিখোঁজ’ হওয়ার ঠিক ৮৮ দিন পর ১৩ অক্টোবর রাতে একটি গানের ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে আসেন তিনি। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে মন্তব্য করেন, ‘কোথায় ছিলেন?’, ‘আপনি কি বিদেশে?’ কেউ কেউ রাজনৈতিক প্রেক্ষাপটে তির্যক মন্তব্য করলেও বেশির ভাগই ছিলেন গায়িকা মমতাজকে ফিরে পাওয়ার আনন্দে আপ্লুত।
গানটির কথাগুলো নিয়েও শুরু হয় আলোচনা। ‘আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরান বান্ধিবি কেমনে’—এই লাইনগুলো অনেকেই ব্যাখ্যা করেন একটি ‘সাংকেতিক বার্তা’ হিসেবে। কেউ মনে করেন, এটি আত্মগোপন ভেঙে ফেরার ঘোষণা।

মমতাজ বেগম.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মমত জ

এছাড়াও পড়ুন:

‘সবাই ধরে নেয় আমি ঋষি কাপুরের অবৈধ মেয়ে’

প্রাক্তন অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কেল খান্না। কয়েক দিন আগে প্রয়াত অভিনেতা ঋষি কাপুরকে নিয়ে মজার একটি ঘটনা শেয়ার করেছেন অক্ষয় ঘরণী। এই গল্পটি টুইঙ্কেল তার টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর নতুন পর্বে ভাগ করে নেন।  

এ পর্বে অতিথি হিসিবে উপস্থিত ছিলেন ঋষি কাপুরের পুত্রবধূ আলিয়া ভাট, বরুণ ধাওয়ান। টুইঙ্কেল সেই ঘটনা স্মরণ করে বলেন, “আমি প্রায় একজন কাপুরই হয়ে গিয়েছিলাম, সেটা আলিয়ার শ্বশুরের (ঋষি কাপুর) কারণে। আমার জন্মদিনে উনি খুব আন্তরিকভাবে টুইট করেছিলেন। তাতে তিনি লিখেছিলেন—‘তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তখন আমি তাকে গাইতে গাইতে প্রেম নিবেদন করছিলাম।’ ব্যস! সবাই ধরে নিল আমি ওনার অবৈধ মেয়ে। পরে উনিও ট্রলের শিকার হন এবং ক্ষমা চেয়ে বলেন, ‘না না, আমি দুঃখিত।” 

আরো পড়ুন:

গোপন বিয়ের ছবি প্রকাশ না করার কারণ জানালেন রানী

পণ্ডিত চন্নুলাল মারা গেছেন

টুইঙ্কেলের এই গল্প বলার সময়ে কাজল মজা করে আলিয়ার অস্বস্তিকর দিকটি তুলে ধরেন। তখন হাসতে হাসতে টুইঙ্কেল বলেন, “আমি তোমার ননদ নেই, এটা একটা ভুল ছিল।” এ সময় বরুণ ধাওয়ান বলেন, “ও (আলিয়া) বুঝতেই পারছে না কীভাবে প্রতিক্রিয়া দেবে।” 

ঋষি কাপুর মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) লিখেছিলেন, “শুভ জন্মদিন প্রিয়! ১৯৭৩ সালে আমি ‘ববি’ সিনেমায় তোমার মাকে প্রেম নিবেদন করছিলাম, তখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, হা হা।”  

ঋষি কাপুরের মজার এই শুভেচ্ছাবার্তা অনেককে বিভ্রান্ত করেছিল। পরে বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর নিজের টুইটের ব্যাখ্যা দিয়ে স্পষ্ট করে দেন, এটি নিছকই একটি রসিকতা ছিল। 

বলিউডের বরেণ্য অভিনেতা রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়া দম্পতির বড় কন্যা টুইঙ্কেল খান্না। ব্যক্তিগত অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেত্রী। এ দম্পতির প্রথম সন্তান আরাভ কুমারের জন্ম হয় ২০০২ সালে। তাদের নিতারা কুমার নামে একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১২ সালে তার জন্ম হয়। আরাভ-নিতারা কাউকেই মিডিয়ায় দেখা যায় না বললেই চলে!

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ