দীর্ঘ নীরবতা ভেঙে ২০২৪ সালের ১৩ অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে হঠাৎ একটি গান পোস্ট করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে’—এই কথার গানটি প্রকাশের পরই নেট–দুনিয়ায় আলোড়ন ওঠে। অনেকে ভেবেছিলেন, সংগীতে আবার সক্রিয় হচ্ছেন একসময়কার ‘ফোক কুইন’। কিন্তু কয়েক মাস না যেতেই এল ভিন্ন খবর—সোমবার ১২ মে রাত পৌনে ১২টায় মাসে খুনের মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর থেকেই ছিলেন আড়ালে। রাজনীতি তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিখোঁজ ছিলেন মমতাজ। ১৬ জুলাইয়ের পর তাঁর ফেসবুক পেজে আর কোনো পোস্ট ছিল না, যেখানে আগে প্রতিদিনই কিছু না কিছু দিতেন।

‘নিখোঁজ’ হওয়ার ঠিক ৮৮ দিন পর ১৩ অক্টোবর রাতে একটি গানের ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে আসেন তিনি। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে মন্তব্য করেন, ‘কোথায় ছিলেন?’, ‘আপনি কি বিদেশে?’ কেউ কেউ রাজনৈতিক প্রেক্ষাপটে তির্যক মন্তব্য করলেও বেশির ভাগই ছিলেন গায়িকা মমতাজকে ফিরে পাওয়ার আনন্দে আপ্লুত।
গানটির কথাগুলো নিয়েও শুরু হয় আলোচনা। ‘আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরান বান্ধিবি কেমনে’—এই লাইনগুলো অনেকেই ব্যাখ্যা করেন একটি ‘সাংকেতিক বার্তা’ হিসেবে। কেউ মনে করেন, এটি আত্মগোপন ভেঙে ফেরার ঘোষণা।

মমতাজ বেগম.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মমত জ

এছাড়াও পড়ুন:

রমনায় বোমা হামলা মামলা: ২ জনের যাবজ্জীবন, অন্যদের ১০ বছর সাজা

২০০১ সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। অন্য আসামিদেরও সাজা কমিয়ে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ