গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ৩, আহত ২৫
Published: 15th, May 2025 GMT
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজার এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন। এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফুকরা মিল্টন বাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালকসহ তিনজন নিহত হন। খবর পেয়ে কাশিয়ানী থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সরাসরি: ইরানের হামলায় ১০ দিনে ইসরায়েলে নিহত ২৪
সংঘাতের ১০ দিনে ইরানের হামলায় ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছে।
রবিবার (২৩ জুন) দেশটির জরুরি মেডিকেল পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এনডিএ) জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর গত ১০ দিনে ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছে।
সংস্থাটি জানায়, তারা এখন পর্যন্ত ১ হাজার ২১৩ জন ইসরায়েলিকে চিকিৎসা দিয়েছে; যাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর।
আরো পড়ুন:
আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিতের চিন্তা করছে ইরান
যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর পরিণতি অপেক্ষা করছে: খাতাম আল-আনবিয়া
বাকি আহতদের মধ্যে কেউ কেউ মাঝারি ও হালকা আঘাত পেয়েছেন, অনেকে আবার উদ্বেগ ও মানসিক চাপের কারণে চিকিৎসা নিয়েছেন বলে সংস্থাটি জানায়।
আলজাজিরা জানিয়ছে, ইসরায়েলের হামলায় ইরানে চার শতাধিক মানুষ নিহত নিহত হয়েছে।
১৩ জুন থেকে হামলা ও পাল্টা হামলায় প্রাণহানি ক্রমেই বাড়ছে। উভয় দেশে বহু মানুষ আহত হয়েছে। যুদ্ধের কারণে ইসরায়েলের নাগরিকরা আশ্রয়কেন্দ্র বা বাঙ্কারে ঠাঁই পেলেও ইরানিদের ক্ষেত্রে অবস্থা ভিন্ন। সাধারণ নাগরিকদের আশ্রয়ের জন্য ইরানে নিরাপত্তা-বাঙ্কার নেই; আলজাজিরার কয়েকটি প্রতিবেদনে তেহরানের বাসিন্দাদের এমনই তথ্য উঠে এসেছে।
ঢাকা/রাসেল