চকরিয়ায় সাত মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার
Published: 17th, May 2025 GMT
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার বেতুয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মিজান উদ্দিন বিএমচর ইউনিয়নের দ্বিয়ারচর গ্রামের মোস্তাক আহমেদের ছেলে এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, যুবলীগের সভাপতি মিজানের বিরুদ্ধে নাশকতাসহ সাতটি মামলা আছে। এসব মামলার কয়েকটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মিজান বেতুয়া বাজার এলাকায় অবস্থান করছেন—এমন সংবাদ পেয়ে মাতামুহুরী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনোয়ারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে ধরা পড়েন তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চকর য়
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ