লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে শাহিন আফ্রিদির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে লাহোর দলে যোগ দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ দলে যোগ দেওয়া সাকিব আগামীকালের ম্যাচে ভালো করার প্রত্যাশার কথা জানিয়েছেন।

লাহোর কালান্দার্সের পোস্ট করা এক ভিডিওতে সাকিব বলেন, ‘পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি আগামীকালের ম্যাচটি ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য অপেক্ষা করছি।’

সাকিবকে দলে নেওয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছিল, হাতে চোট পাওয়া ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিবকে দলে নেওয়া হয়েছে। তবে শুধু মিচেল নন, এই দলে পরিবর্তন এসেছে আরও।

ভারত–পাকিস্তান সংঘাতে টুর্নামেন্ট বন্ধের পর আর দলে যোগ দিচ্ছেন না লাহোরের অলরাউন্ডার ডেভিড ভিসা ও উইকেটকিপার–ব্যাটসম্যান স্যাম বিলিংস। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকেও পাচ্ছে না দলটি।

তাঁদের অনুপস্থিতিই গত নভেম্বরের পর পেশাদার ম্যাচ না খেলা সাকিবকে খেলার সুযোগ করে দিয়েছে। সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষেও। তিনিও গত জানুয়ারির পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি।

পিএসএলে এর আগে পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়েও খেলেছেন সাকিব। লাহোরের হয়ে খেলবেন এবারই প্রথম।

আরও পড়ুনবাংলাদেশের প্রথম ওয়ানডে জয়: সেই তারকারা এখন কে কোথায়৫ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হাজারীবাগে প্রথম নারীদের জন্য বাংলাদেশ বুক অলিম্পিয়াড

‘আমরা শুধু জ্ঞান অর্জনের জন্য বই পড়ব না, আমাদের অনুধাবন চর্চা করার জন্য বই পড়ব, তাহলে আমাদের জীবন সার্থক হবে। শুধু বই পড়ে তথ্য জানার চেয়ে অনুধাবন করা জরুরি।’ ‘স্বপ্ন দেখি বই পড়ি’ এই স্লোগানে মুক্ত আসরের উদ্যোগে বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির আয়োজনে আজ শনিবার সকালে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বুক অলিম্পিয়াডের প্রস্তুতি পর্ব–২ অনুষ্ঠানে অনুবাদক ও শিক্ষক এলহাম হোসেন এই বক্তব্য দেন।

সকাল ১০টায় জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ যাঁরা ছেড়ে গেছেন, তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও শব্দঘর সম্পাদক মোহিত কামাল। তিনি বলেন, ‘আমরা মোবাইল দেখব, কিন্তু সেটা সব সময়ে দেখব না, বই পড়ব, খেলাধুলা করব, উল্লাস করব, তাহলে আমাদের মন বিকশিত হবে।’

জাতীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও শব্দঘর সম্পাদক মোহিত কামাল

সম্পর্কিত নিবন্ধ