লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে শাহিন আফ্রিদির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে লাহোর দলে যোগ দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ দলে যোগ দেওয়া সাকিব আগামীকালের ম্যাচে ভালো করার প্রত্যাশার কথা জানিয়েছেন।

লাহোর কালান্দার্সের পোস্ট করা এক ভিডিওতে সাকিব বলেন, ‘পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি আগামীকালের ম্যাচটি ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য অপেক্ষা করছি।’

সাকিবকে দলে নেওয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছিল, হাতে চোট পাওয়া ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিবকে দলে নেওয়া হয়েছে। তবে শুধু মিচেল নন, এই দলে পরিবর্তন এসেছে আরও।

ভারত–পাকিস্তান সংঘাতে টুর্নামেন্ট বন্ধের পর আর দলে যোগ দিচ্ছেন না লাহোরের অলরাউন্ডার ডেভিড ভিসা ও উইকেটকিপার–ব্যাটসম্যান স্যাম বিলিংস। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকেও পাচ্ছে না দলটি।

তাঁদের অনুপস্থিতিই গত নভেম্বরের পর পেশাদার ম্যাচ না খেলা সাকিবকে খেলার সুযোগ করে দিয়েছে। সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষেও। তিনিও গত জানুয়ারির পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি।

পিএসএলে এর আগে পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়েও খেলেছেন সাকিব। লাহোরের হয়ে খেলবেন এবারই প্রথম।

আরও পড়ুনবাংলাদেশের প্রথম ওয়ানডে জয়: সেই তারকারা এখন কে কোথায়৫ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সাকিবকে দলে নিতে চেয়েও কেন পারেনি রংপুর

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) জন্য সাকিব আল হাসানকে দলে নিতে চেয়েছিল রংপুর রাইডার্স। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত বাংলাদেশের এই অলরাউন্ডারকে দলে নেয়নি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

২০ জুন স্কোয়াড ঘোষণা করেছে রংপুর রাইডার্স। আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে হবে জিএসএলের দ্বিতীয় আসর। গত বছর প্রথম আসরের শিরোপা জেতা রংপুরকে এবারও নেতৃত্ব দিচ্ছেন উইকেটকিপার–ব্যাটসম্যান নুরুল হাসান।

সাকিব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি এখনো দেশে ফেরেননি। এমনকি গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিদায়ী টেস্ট খেলতে চাইলেও পারেননি।

জিএসএল নিয়ে আজ সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম সাকিবকে দলে না নেওয়ার প্রসঙ্গে কথা বলেছেন। তাঁর ভাষ্য, ‘সাকিব আল হাসান বাংলাদেশের কেন, বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি দলের অন্যতম মূল্যবান ক্রিকেটার হতে পারে। আমরা তাকে দলে নিতে চাইনি—এমন নয়। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি। এই পরিস্থিতির কারণে আমরা নিতে পারিনি।’

সাকিবকে না নেওয়ার বিষয়ে কোনো মহল থেকে নির্দেশনা ছিল কি না, এ প্রশ্নে শানিয়ান তানিম বলেন, ‘সাকিবকে নেওয়া যাবে কি না, এ বিষয়ে কেউ কোনো ইনস্ট্রাকশন দেয়নি। সিদ্ধান্তটি সম্পূর্ণ ম্যানেজমেন্টের। এখন দেশের যা পরিস্থিতি, তাতে আমরা জানি না সাকিবকে নেওয়ার পর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে। সাকিবও পরিস্থিতি সম্পর্কে জানে।’

রংপুর অধিনায়ক নুরুল সাকিবের প্রসঙ্গে বলেছেন, ‘আমি শুধু ক্রিকেটার সাকিব আল হাসানকেই চিনি। সব সময় চাইব ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে। তাঁর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা আমার জন্য গর্বের। সাকিব যে দলেই থাকুক না কেন, (সেই দল) অনেক লাভবান হবে। সেটা বাংলাদেশ অনেক বছর ধরেই হয়ে এসেছে। ক্রিকেটার সাকিব আল হাসানকে অবহেলা করার সুযোগ নেই।’

সম্পর্কিত নিবন্ধ

  • সাকিবকে দলে নিতে চেয়েও কেন পারেনি রংপুর