জন্মসনদে ৪০, বিজ্ঞান বলছে রোনালদোর বয়স মাত্র ২৯
Published: 21st, May 2025 GMT
পর্তুগালের মাদেইরার ফুনচালে ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম ক্রিস্টিয়ানো রোনালদোর। উইকিপিডিয়া থেকে খেলাধুলাকেন্দ্রিক সব ওয়েবসাইটেই রোনালদোর জন্মসাল এটাই। এই হিসাবে কিংবদন্তির বয়স আজ দাঁড়ায় ৪০ বছর ৩ মাস ১৬ দিনে। এই তথ্যে যেমন ভুল নেই, তেমনি ভুল আছেও!
গাণিতিকভাবে তথ্যটি ভুল নয়। তবে শারীরবৃত্তীয় হিসাবে এ তথ্য ভুল। গোটা পৃথিবী রোনালদোর বয়স ৪০ বছর বলে জানলেও বিজ্ঞান জানিয়েছে পর্তুগিজ কিংবদন্তির শারীরিক বয়স (বায়োলজিক্যাল এজ) তাঁর জন্মসনদের বয়সের চেয়ে ১১ বছর কম!
পর্তুগালের সংবাদমাধ্যম রেকর্ড জানিয়েছে, শরীরে পরার জন্য যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘হুপ’–এর একটি পডকাস্টে বসেছিলেন রোনালদো। এই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ফিটনেস ট্র্যাকার পণ্য তৈরিতে বিশেষায়িত এবং স্বাস্থ্যগত খুঁটিনাটি সব তথ্য বিশ্লেষণ করে থাকে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে। আল নাসর তারকা রোনালদো এই প্রতিষ্ঠানের দূতও।
সব সময়ের মতো রোনালদো এখনো পরিশ্রমী।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র বয়স
এছাড়াও পড়ুন:
জন্মসনদে ৪০, বিজ্ঞান বলছে রোনালদোর বয়স মাত্র ২৯
পর্তুগালের মাদেইরার ফুনচালে ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম ক্রিস্টিয়ানো রোনালদোর। উইকিপিডিয়া থেকে খেলাধুলাকেন্দ্রিক সব ওয়েবসাইটেই রোনালদোর জন্মসাল এটাই। এই হিসাবে কিংবদন্তির বয়স আজ দাঁড়ায় ৪০ বছর ৩ মাস ১৬ দিনে। এই তথ্যে যেমন ভুল নেই, তেমনি ভুল আছেও!
গাণিতিকভাবে তথ্যটি ভুল নয়। তবে শারীরবৃত্তীয় হিসাবে এ তথ্য ভুল। গোটা পৃথিবী রোনালদোর বয়স ৪০ বছর বলে জানলেও বিজ্ঞান জানিয়েছে পর্তুগিজ কিংবদন্তির শারীরিক বয়স (বায়োলজিক্যাল এজ) তাঁর জন্মসনদের বয়সের চেয়ে ১১ বছর কম!
পর্তুগালের সংবাদমাধ্যম রেকর্ড জানিয়েছে, শরীরে পরার জন্য যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘হুপ’–এর একটি পডকাস্টে বসেছিলেন রোনালদো। এই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ফিটনেস ট্র্যাকার পণ্য তৈরিতে বিশেষায়িত এবং স্বাস্থ্যগত খুঁটিনাটি সব তথ্য বিশ্লেষণ করে থাকে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে। আল নাসর তারকা রোনালদো এই প্রতিষ্ঠানের দূতও।
সব সময়ের মতো রোনালদো এখনো পরিশ্রমী।