কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই-নামজারির আবেদন। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি। এসব সুযোগ-সুবিধার বিষয়টি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি মেলায় গিয়ে জানা গেছে।

রোববার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সামনে স্টলের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.

কামরুল হাসান মোল্লা।

উদ্বোধন শেষে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব সোহেল রানা ও জেলা প্রশাসন স্কুলের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ তানভীর প্রমুখ।

এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া জেলার ৯টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ভূমি মেলার উদ্বোধন শেষে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‌ জেলা ও ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিসগুলো থেকে ভূমি সংক্রান্ত সকল সেবা পাওয়া যাচ্ছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ছিটকে গেলেন মোস্তাফিজ, পাকিস্তান সিরিজের দলে খালেদ

আঙ্গুলের ইনজুরির কারণে পাকিস্তান সিরিজের দল থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে পাকিস্তান সিরিজের দলে জায়গা পেয়েছেন পেসার খালেদ আহমেদ।

রবিবার (২৫ মে) রাতে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল পাঞ্জাবের বিপক্ষে আইপিএলে ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। এই ম্যাচে চার ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন।

জাতীয় দলের ফিজিও দেলওয়ার হোসেন সিভার ব রাত দিয়ে বিসিবি জানিয়েছে মোস্তাফিজ ফিট হতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে।

আরো পড়ুন:

শেষ ম্যাচে চেন্নাইর দাপুটে জয়, গুজরাটের আত্মবিশ্বাসে চিড়

লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা করবেন যারা

দেলোয়ার হোসেন বিবৃতিতে জানান, “গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার শেষ ম্যাচ খেলার সময় মুস্তাফিজুরের বাম হাতের বুড়ো আঙুলে চিড় ধরা পড়েছে। এই আঘাতের জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন। আমাদের পর্যবেক্ষণ অনুসারে, তিনি আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য বিবেচনার বাইরে থাকবেন।’’ 

ঢাকা/রিয়াদ/বকুল

সম্পর্কিত নিবন্ধ