ফরিদপুরে ভূমি মেলায় মিলছে জমির নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপ
Published: 25th, May 2025 GMT
কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই-নামজারির আবেদন। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি। এসব সুযোগ-সুবিধার বিষয়টি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি মেলায় গিয়ে জানা গেছে।
রোববার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সামনে স্টলের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.
উদ্বোধন শেষে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আরিফুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব সোহেল রানা ও জেলা প্রশাসন স্কুলের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ তানভীর প্রমুখ।
এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ভূমি অফিসের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া জেলার ৯টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ভূমি মেলার উদ্বোধন শেষে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ও ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিসগুলো থেকে ভূমি সংক্রান্ত সকল সেবা পাওয়া যাচ্ছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন