বিদেশি বিমান সংস্থাগুলোর স্থানীয় প্রতিনিধিদের সংগঠন জিএসএ ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু
Published: 26th, May 2025 GMT
বিদেশি এয়ারলাইনস বা বিমান সংস্থাগুলোর স্থানীয় বিক্রয় প্রতিনিধিদের (জিএসএ) নিয়ে গঠিত এয়ারলাইনস জিএসএ ফোরাম অব বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর বনানীতে এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো.
এয়ারলাইনস ব্যবসায় জিএসএ বা বিক্রয় প্রতিনিধি বলতে এমন প্রতিষ্ঠান বা ব্যক্তিকে বোঝানো হয়, যাকে কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলে কোনো বিমান সংস্থার পক্ষ থেকে বিক্রয় ও বিপণনের দায়িত্ব দেওয়া হয়। এই জিএসএরা বিমানের টিকিট বিক্রি, গ্রাহকসেবা, প্রচার, বিপণন ও ব্র্যান্ডিংয়ের জন্য কাজ করে।
অন্যদিকে বিমান সংস্থাগুলোও কোনো দেশ বা অঞ্চলে সরাসরি নিজস্ব অফিস না খুলে জিএসএ নিয়োগ করে। এতে তাদের খরচ কমে, পূর্ণাঙ্গ কার্যালয় চালানোর প্রয়োজন হয় না।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে বর্তমানে ৭০টির বেশি বিদেশি বিমান সংস্থা স্থানীয় জিএসএদের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। প্রাথমিকভাবে ফোরামের সদস্য হয়েছে ২৮টি জিএসএ কোম্পানি, যারা ৫০টির বেশি বিদেশি বিমান সংস্থার প্রতিনিধিত্ব করছে। এয়ারলাইনস জিএসএ ফোরাম অব বাংলাদেশের উদ্যোক্তারা আশা প্রকাশ করছেন, অন্যান্য স্থানীয় জিএসএ কোম্পানিও দ্রুত সংগঠনটির সদস্য হবে।
স্বাগত বক্তব্যে জিএসএ ফোরামের আহ্বায়ক আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, বিভিন্ন বিদেশি বিমান সংস্থাগুলোকে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে উৎসাহী ও উদ্যোগী করতে স্থানীয় জিএসএ প্রতিষ্ঠানদের অগ্রণী ভূমিকা আছে। বাংলাদেশের বিমান পরিবহন খাত এগিয়ে নিতে ও বাংলাদেশকে বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এই ফোরাম সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
অনুষ্ঠানে বিমান পরিবহন খাত নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিএএস গ্রুপের পরিচালক মুজাক্কের হক। তিনি জানান, বিমান সংস্থাগুলো বাংলাদেশ থেকে ৩০টি আন্তর্জাতিক গন্তব্যে সরাসরি উড়ান পরিচালনা করছে। এতে কোম্পানিগুলো বছরে কমপক্ষে ১ কোটি ২০ লাখ যাত্রীকে বিমান সেবা দেয় এবং ন্যূনতম আড়াই লাখ টন কার্গো পরিবহন করে। বিমান পরিষেবা ব্যবসার সঙ্গে ছোট-বড় মিলিয়ে প্রায় পাঁচ হাজার উদ্যোক্তা জড়িত। এ খাতে কর্মসংস্থান হয়েছে প্রায় সোয়া লাখ মানুষের।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে কাজ করা জিএসএ কোম্পানিগুলো বিমান পরিবহন শিল্পের স্বার্থে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার মাধ্যমে জিএসএ ও বিমান পরিবহন খাতের পেশাজীবীদের জ্ঞান ও পেশাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জিএসএ ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদ ইউসুফ ফারাজী, আরিফ রহমান, মোহাম্মদ হাবিব উল্লাহ ডন, সোহাগ হোসেন, এম এ লতিফ শাহরিয়ার জাহেদী, মিজানুর রহমান, মুজাক্কের হক, মাহবুবুল আনাম, রাজীবুল হক চৌধুরী, শাদাত হোসেন, ইয়ামি এম সালেহ, আহমেদ ইউসুফ ওয়ালিদ ও তৌফিক উদ্দিন আহমেদ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ম ন পর বহন জ এসএ ফ র ম অন ষ ঠ ন য় জ এসএ ব যবস
এছাড়াও পড়ুন:
এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ শুক্রবার রাত ১০টায় এই দুই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম বদলে জাতীয় ছাত্রশক্তি হওয়ার এক সপ্তাহের মাথায় সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। আর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি তিন সদস্যের।
জাতীয় ছাত্রশক্তির নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার—দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাহিদ এর আগে বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিব আর বাকের সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। চার সদস্যের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দুজন। সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম আর সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহির আলমকে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।
ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকারও বাগছাসের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাইফুল্লাহকে। তাঁদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।
তাহমিদ আল মুদ্দাসসির