তিতুমীর কলেজে বৈষম্যবিরোধীসহ সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা
Published: 26th, May 2025 GMT
সরকারি তিতুমীর কলেজে হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা করেন তারা।
সোমবার (২৬ মে) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর এ হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন।
অভিযুক্তরা হলেন, তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুর রহমান মোল্লা, রিমু, সুমন বাশার, সোহাগ মিয়া, খাজা মাইনুদ্দিন, মেহেদী চৌধুরী, হারুনর রশীদ, ইমাম উদ্দিন, নুর উদ্দিন জিসান, তোফায়েল আহমেদ, আহ্বায়ক কমিটি সদস্য বাইজিদ হাসান সাকিব, আল আমিন, রাশেদুজ্জামান হৃদয়, আক্কাসুর রহমান আঁখি হলের সভাপতি তোহাসহ দেড় শতাধিক নেতাকর্মী।
আরো পড়ুন:
টাঙ্গাইলে সন্ত্রাসীদের হামলায় ঠিকাদার আহত, ফাঁকা গুলি
নরসিংদীতে ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৬
প্রত্যক্ষদর্শীরা জানান, মেধার ভিত্তিতে হোস্টেলে হলের সিট বরাদ্দ ও হল খোলার দাবিতে আন্দোলন করে আসছিলেন কয়েকজন শিক্ষার্থী। এরই অংশ হিসেবে সোমবার কলেজের হল খোলার বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা কলেজের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় ছাত্রদলে নেতাকর্মীরা এসে তাদের ব্যানার, প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলেন এবং মারধর করেন। এতে অন্তত ১৫ জন আহত হন।
এর মধ্যে কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন নাইম ও নায়েক নূর মোহাম্মদ নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহত হেলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং নূর মোহাম্মদকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রিফাত বলেন, “আমি ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় দেখি, হল নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে জড়ো হয়েছেন। এর কিছুক্ষণ পর ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অনেকে গুরুতর আহত হয়েছেন।”
তিনি আরো বলেন, “আমরা ছাত্রলীগকে এমন হামলা করতে দেখতাম। কিন্তু জুলাই আন্দোলনের পর এটিই প্রথম, যা ফ্যাসিস্ট সময়ের ঘটনা মনে করিয়ে দেয়।”
আন্দোলনকারী শিক্ষার্থী আলি আহমেদ বলেন, “গতকাল (রবিবার) হলের শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু তা করেনি কলেজ প্রশাসন। এ নিয়ে আমরা অধ্যক্ষের সঙ্গে কথা বলতে যায়। কিন্তু তাকে না পেয়ে তার কক্ষের সামনে অবস্থান করি। এ সময় সদস্য সচিব সেলিম রেজাসহ কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের হুমকি দেয়। আজ (সোমবার) পুনরায় এ বিষয়ে আন্দোলন করতে গেলে ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়।”
তিনি আরো বলেন, “অধ্যক্ষ স্যার আমাদের বিশৃঙ্খলাকারী বলে ছাত্রদলের হাতে তুলে দিয়েছেন। তিনি আজ আমাদের ওপর হামলা করিয়েছেন। আগে হল ছাত্রলীগের অধীনে থাকত, এখন ছাত্রদলের অধীনে।”
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন নাইম আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গেলে হামলা চালান ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার ভিডিও করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা করেন তারা। এ সময় সাংবাদিকদের মোবাইল কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলার পাশাপাশি বিভিন্ন হুমকিও দেন হামলাকারীরা।
হামলায় আহত সাংবাদিকরা হলেন, ডেইলি ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক ও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আমান উল্লাহ আলভি, সারাবাংলা ডটনেটের সাত কলেজ প্রতিনিধি আব্দুল্লাহ মজুমদার রাব্বি, ডেইলি ক্যাম্পাসের তিতুমীর কলেজ প্রতিনিধি আল-আমিন মৃধা, এশিয়ান টিভি অনলাইনের তিতুমীর কলেজ প্রতিনিধি মাহমুদা আক্তার, রাইজিংবিডি ডটকমের তিতুমীর কলেজ সংবাদদাতা উম্মে হাফসাসহ বেশ কয়েকজন। আহত সাংবাদিকদের সবাই সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্য।
হামলায় গুরুতর আহত সাংবাদিক আমান উল্লাহ আলভী বলেন, “হামলায় আহত নায়েক নূরকে ছাত্রদলের একটি পক্ষ রিকশায় করে তুলে নিয়ে যাচ্ছিল। এ সময় ভিডিও ধারণ করতে গেলে আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে ছাত্রদলের নেতাকর্মীরা। আমি গুরতর আহত হয়েছি।”
তিনি বলেন, “আমার সঙ্গে থাকা ফোন ছিনিয়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেয়। ওইসময় আমার পাশে থাকা এশিয়ান টেলিভিশনের কলেজ প্রতিনিধি মাহমুদা আক্তার ও রাইজিংবিডি ডটকমের উম্মে হাফছারও ফোন ছিনিয়ে নিয়ে ভিডিও ডিলিট করে এবং তাদের হেনস্তা করে।”
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারি তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক আলাউদ্দিন মিনহাজ বলেন, “মুক্ত গণতন্ত্র চর্চা ও মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনতেই আমরা জুলাই আন্দোলন করেছি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলা মানে শিক্ষার্থীদের বাক স্বাধীনতা হরণ করা। নাইমের অবস্থা খুব খারাপ। আমরা খুব দ্রুতই এর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব।”
তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “হামলার ঘটনা নিন্দনীয়। হামলাকারীদের মধ্যে কয়েকজনের নামের তালিকা কেন্দ্রে পাঠিয়ে তাদের বাহিষ্কার করার বার্তা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ ড.
ঢাকা/হাফছা/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ত ত ম র কল জ কল জ শ খ কল জ র আম দ র সদস য আহত হ র আহত অবস থ সরক র
এছাড়াও পড়ুন:
লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় নড়াইলের লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) লোহাগড়া আমলী আদালতের বিচারক রত্না সাহা এই আদেশ দেন। নড়াইল আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
আরো পড়ুন:
সমন্বয়ক পরিচয়ে তদবির-হুমকি: যুবককে ২ মাসের কারাদণ্ড
চট্টগ্রাম কারাগার পরিদর্শন: ছবি তোলা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা
এ সময় ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করতে তারা গুলি ছুঁড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ১৩ শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।
এ ঘটনায় ওই বছরের ৯ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে ২৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো সাড়ে ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ নম্বর আসামি করা হয় আশরাফুল আলমকে।
ঢাকা/শরিফুল/রাজীব