পাকিস্তান দলের রূপ দুটো। সহজ টার্গেটে লজ্জাজনকভাবে হেরে যাওয়া দলটির নামও পাকিস্তান। আবার অসম্ভব কোনো সমীকরণ মিলিয়ে ফল নিজেদের পক্ষে নিয়ে আসার দলটির নামও পাকিস্তান। বাংলাদেশ বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কোন চেহারা দেখা যাবে?

উত্তরটা সময়ের হাতে তোলা থাক। তবে বাংলাদেশের বিপক্ষে ঘোষিত দল দেখে বোঝা যাচ্ছে, দলটি ‘হাইরিস্ক অপশন’ই বেছে নিয়েছে। যারা দলে আছেন, তাদের ব্যাটে বলে লেগে গেলে নাকানিচুবানি খেতে পারে বাংলাদেশ দল। উল্টোও হতে পারে।

সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দল থেকে পাকিস্তান বাংলাদেশ সিরিজে ৮ জন ক্রিকেটারকে বাদ দিয়েছে। সংখ্যাটা বড় হলেও পাকিস্তান যে তাদের পরিকল্পনা থেকে সরে এসেছে সেটা বলা যাবে না। নতুন শুরুর ঘোষণা দিয়ে নিউজিল্যান্ড সিরিজ শুরু করা পাকিস্তান সেই সিরিজের মূল খেলোয়াড়দের ঠিকই দলে রেখেছে।

আরও পড়ুনপাকিস্তানে বাংলাদেশের ‘সেরাটা খেলা’র আশায় সিমন্স২০ ঘণ্টা আগে

৪-১ সিরিজ হারার পরও সালমান আগাকে নেতৃত্বে রাখা হয়েছে। ৫ ম্যাচের সিরিজের ৩টিতে শূন্য ও একটি ১ রানে আউট হওয়া হাসান নেওয়াজকে সামর্থ্য আছে এই বিশ্বাসেই রেখে দেওয়া হয়েছে। ওই সিরিজে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে প্রমাণও করেছিলেন।

ব্যর্থতার পরও রাখা হয়েছে মোহাম্মদ হারিসকে। টি-টোয়েন্টি মেজাজে যারা ব্যাটিং করতে পারেন ব্যর্থ হলেও তাদেরকে বাংলাদেশ সিরিজে রেখেছে পাকিস্তান। আধুনিক টি-টোয়েন্টি খেলতে পারেন এমন অনেককে এই সিরিজে যোগও করা হয়েছে।

এবারের পিএসএলে সাহিবজাদা ফারহান ইসলামাবাদের হয়ে ৪৪৯ রান করেছেন ১৫২.

২০ স্ট্রাইকরেটে।

এই যেমন সাহিবজাদা ফারহান। পাকিস্তানের হয়ে ৯টি টি-টোয়েন্টি খেলা এই ওপেনার রান করেছেন মাত্র ৮৬। তবে গত কয়েক মাস ধরে যেন সাহিবাজাদাকে ‘ভূতে’ ধরেছে। গত মার্চে হওয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ৭ ম্যাচে ৪০টি ছক্কা মেরেছিলেন। জানিয়ে রাখতেই হচ্ছে, ওই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ছিল ১৩টি। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে করেছেন ৬০৫ রান। ৭ ম্যাচে সেঞ্চুরি করেছেন ৩টি, ফিফটি ২টি। সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৭২ বলে অপরাজিত ১৬২।  তাঁর ১৬২ রানের অপরাজিত ইনিংসটি টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

টুর্নামেন্টে স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৫, আর গড়টা তো অবিশ্বাস্য—১২১। একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিন সেঞ্চুরি করা পঞ্চম ক্রিকেটার ছিলেন সাহিবজাদা। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান কত ছিল জানেন, ২৮২! মানে সাহিবজাদার চেয়ে ৩২৩ রান কম।

সাহিবজাদা ফারহান

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ন

এছাড়াও পড়ুন:

রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পরে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। দেশটি সমুদ্রপথে রাশিয়ান অপরিশোধিত তেলের বৃহত্তম ক্রেতা।

রিফাইনারদের ক্রয় পরিকল্পনার সাথে পরিচিত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতের রাষ্ট্রীয় পরিশোধনকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ম্যাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড গত সপ্তাহে রাশিয়ান অপরিশোধিত তেলের বাজারে প্রবেশ করেনি।

চারটি পরিশোধনকারী প্রতিষ্ঠান নিয়মিতভাবে রাশিয়ার কাছ থেকে তেল কেনে। তারা ভারতের মোট ৫২ লাখ ব্যারেলের দৈনিক পরিশোধন ক্ষমতার ৬০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করে। এদের বাইরে বেসরকারি তেল পরিশোধনকারী সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং নায়ারা এনার্জি হচ্ছে ভারতের বৃহত্তম রুশ তেল ক্রেতা।

১৪ জুলাই ট্রাম্প রাশিয়ার তেল কিনবে এমন দেশগুলির উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। বুধবার ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর বাইরে রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে বড় অংকের জরিমানা আরোপ করেছেন। তবে সেই অর্থের পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ