পাকিস্তান দল বাংলাদেশকে গুড়িয়ে দিতে পারে, নিজেরাও গুড়িয়ে যেতে পারে
Published: 28th, May 2025 GMT
পাকিস্তান দলের রূপ দুটো। সহজ টার্গেটে লজ্জাজনকভাবে হেরে যাওয়া দলটির নামও পাকিস্তান। আবার অসম্ভব কোনো সমীকরণ মিলিয়ে ফল নিজেদের পক্ষে নিয়ে আসার দলটির নামও পাকিস্তান। বাংলাদেশ বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কোন চেহারা দেখা যাবে?
উত্তরটা সময়ের হাতে তোলা থাক। তবে বাংলাদেশের বিপক্ষে ঘোষিত দল দেখে বোঝা যাচ্ছে, দলটি ‘হাইরিস্ক অপশন’ই বেছে নিয়েছে। যারা দলে আছেন, তাদের ব্যাটে বলে লেগে গেলে নাকানিচুবানি খেতে পারে বাংলাদেশ দল। উল্টোও হতে পারে।
সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের দল থেকে পাকিস্তান বাংলাদেশ সিরিজে ৮ জন ক্রিকেটারকে বাদ দিয়েছে। সংখ্যাটা বড় হলেও পাকিস্তান যে তাদের পরিকল্পনা থেকে সরে এসেছে সেটা বলা যাবে না। নতুন শুরুর ঘোষণা দিয়ে নিউজিল্যান্ড সিরিজ শুরু করা পাকিস্তান সেই সিরিজের মূল খেলোয়াড়দের ঠিকই দলে রেখেছে।
আরও পড়ুনপাকিস্তানে বাংলাদেশের ‘সেরাটা খেলা’র আশায় সিমন্স২০ ঘণ্টা আগে৪-১ সিরিজ হারার পরও সালমান আগাকে নেতৃত্বে রাখা হয়েছে। ৫ ম্যাচের সিরিজের ৩টিতে শূন্য ও একটি ১ রানে আউট হওয়া হাসান নেওয়াজকে সামর্থ্য আছে এই বিশ্বাসেই রেখে দেওয়া হয়েছে। ওই সিরিজে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে প্রমাণও করেছিলেন।
ব্যর্থতার পরও রাখা হয়েছে মোহাম্মদ হারিসকে। টি-টোয়েন্টি মেজাজে যারা ব্যাটিং করতে পারেন ব্যর্থ হলেও তাদেরকে বাংলাদেশ সিরিজে রেখেছে পাকিস্তান। আধুনিক টি-টোয়েন্টি খেলতে পারেন এমন অনেককে এই সিরিজে যোগও করা হয়েছে।
এবারের পিএসএলে সাহিবজাদা ফারহান ইসলামাবাদের হয়ে ৪৪৯ রান করেছেন ১৫২.২০ স্ট্রাইকরেটে।
এই যেমন সাহিবজাদা ফারহান। পাকিস্তানের হয়ে ৯টি টি-টোয়েন্টি খেলা এই ওপেনার রান করেছেন মাত্র ৮৬। তবে গত কয়েক মাস ধরে যেন সাহিবাজাদাকে ‘ভূতে’ ধরেছে। গত মার্চে হওয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ৭ ম্যাচে ৪০টি ছক্কা মেরেছিলেন। জানিয়ে রাখতেই হচ্ছে, ওই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ছিল ১৩টি। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে করেছেন ৬০৫ রান। ৭ ম্যাচে সেঞ্চুরি করেছেন ৩টি, ফিফটি ২টি। সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৭২ বলে অপরাজিত ১৬২। তাঁর ১৬২ রানের অপরাজিত ইনিংসটি টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
টুর্নামেন্টে স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৫, আর গড়টা তো অবিশ্বাস্য—১২১। একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিন সেঞ্চুরি করা পঞ্চম ক্রিকেটার ছিলেন সাহিবজাদা। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান কত ছিল জানেন, ২৮২! মানে সাহিবজাদার চেয়ে ৩২৩ রান কম।
সাহিবজাদা ফারহানউৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
দেশের চার ভেন্যুতে চলছে জাতীয় ক্রিকেট লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি সান্ডারল্যান্ড ও এভারটন।
জাতীয় ক্রিকেট লিগসিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
সাসসুয়োলা-জেনোয়া
রাত ১১-৩০ মি., ডিএজেডএন
লাৎসিও-কালিয়ারি
রাত ১-৪৫ মি., ডিএজেডএন
সান্ডারল্যান্ড-এভারটন
রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ওভিয়েদো-ওসাসুনা
রাত ২টা, বিগিন অ্যাপ