সিরিয়া ও ইসরায়েল সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে, বলছে সূত্র
Published: 28th, May 2025 GMT
সীমান্ত অঞ্চলে উত্তেজনা কমানো ও যুদ্ধ ঠেকাতে চিরবৈরী দুই দেশ ইসরায়েল ও সিরিয়া একে অপরের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা মুখোমুখি বৈঠকও করেছে। এ ব্যাপারে জানেন এমন পাঁচজন ব্যক্তি রয়টার্সকে এসব কথা বলেছেন।
এই যোগাযোগ মধ্যপ্রাচ্যের সংঘাতে দুই বিপরীত মেরুর দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্র চায়, দামেস্কের নতুন ইসলামপন্থী শাসকগোষ্ঠী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুক এবং ইসরায়েলও সিরিয়ায় তাদের বোমা হামলা কমাক।
দুজন সিরীয়, দুই পশ্চিমা সূত্র ও একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র থেকে জানা যায়, গত ডিসেম্বরে ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম সিরিয়ার বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করার পর থেকেই কিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে গোপনে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে আলোচনা চলছিল। এখনকার এই সরাসরি যোগাযোগ সেই গোপন আলোচনারই পরবর্তী ধাপ।
আনুষ্ঠানিক সম্পর্ক না থাকা ইসরায়েল ও সিরিয়ার মধ্যকার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। এই সরাসরি আলোচনা ও এর সম্ভাবনা সম্পর্কে আগে কখনো প্রকাশ্যে কিছু জানানোও হয়নি।
১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় থেকে সিরীয় গোলান পাহাড় দখল করে নেয় ইসরায়েল। আর গত ডিসেম্বরে আসাদ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা আরও কিছু জায়গা দখল করে নেয়। ইসরায়েলের দাবি, সিরিয়ার নতুন শাসকদের বিরুদ্ধে অতীতে উগ্রপন্থার অভিযোগ থাকায় নিরাপত্তার কারণে তারা এমনটা করেছে।সূত্রগুলো বলেছে, সিরিয়ার পক্ষ থেকে এই যোগাযোগে নেতৃত্ব দিচ্ছেন আহমাদ আল-দালাতি। আসাদ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাচ্যুত হওয়ার পর দালাতিকে কুনেইত্রা প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রদেশটির অবস্থান ইসরায়েল অধিকৃত গোলান উচ্চভূমির পাশে। এ সপ্তাহের শুরুর দিকে দালাতিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশের নিরাপত্তার দায়িত্বও দেওয়া হয়েছে। সেখানে দ্রুজ সংখ্যালঘুরা বসবাস করে।
তবে সিরিয়ার সরকারি মালিকানাধীন ইখবারিয়া টিভিকে দেওয়া এক বিবৃতিতে দালাতি বলেছেন, ‘ইসরায়েলি পক্ষের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় অংশ নেওয়ার কথাটি আমি স্পষ্টভাবে অস্বীকার করছি।’
দালাতি আরও বলেন, ‘সিরিয়ার নেতারা সিরীয় জনগণের সুরক্ষা এবং দেশের সার্বভৌমত্ব ও ঐক্য রক্ষা করতে সব আইনসম্মত উপায় অবলম্বন করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।’
ইসরায়েলের পক্ষ থেকে কারা এ আলোচনায় অংশ নিয়েছে, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। তবে দুটি সূত্র বলেছে, ইসরায়েলের পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিরা নিরাপত্তা কর্মকর্তা।
তিনটি সূত্র বলেছে, ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকাসহ সীমান্ত অঞ্চলে কয়েক দফা সরাসরি বৈঠক হয়েছে।
এ ব্যাপারে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সিরিয়ার কর্মকর্তাদের বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।
চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ইসরায়েলের সঙ্গে তাঁর দেশের পরোক্ষ আলোচনা হয়েছে বলে স্বীকার করেন। তিনি তখন বলেছিলেন, উত্তেজনা প্রশমিত করার লক্ষ্যে এ আলোচনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এ ধরনের আলোচনায় মধ্যস্থতা করছে বলে রয়টার্সে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এ কথা বলেন।
১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় থেকে সিরীয় গোলান পাহাড় দখল করে নেয় ইসরায়েল। আর গত ডিসেম্বরে আসাদ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা আরও কিছু জায়গা দখল করে নেয়। ইসরায়েলের দাবি, সিরিয়ার নতুন শাসকদের বিরুদ্ধে অতীতে উগ্রপন্থার অভিযোগ থাকায় নিরাপত্তার কারণে তারা এমনটা করেছে।
ইসরায়েল সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। এতে সিরিয়ার বেশির ভাগ সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। একই সময়ে সিরিয়াকে দুর্বল করে রাখতে ওয়াশিংটনের কাছে তদবির করছে তারা।
তবে গত কয়েক সপ্তাহে বোমা হামলা ও সমালোচনা কমে গেছে।
যুক্তরাষ্ট্রের বহু দশকের সিরীয় নীতিকে পাশ কাটিয়ে ১৪ মে রিয়াদে আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বৈঠকের মধ্য দিয়ে ইসরায়েলের ডানপন্থী সরকারকে একটি বার্তা দেওয়া হয়। তা হলো ইসরায়েলের উচিত শারার সঙ্গে বোঝাপড়ায় পৌঁছানোর জন্য কাজ করা।
আঞ্চলিক এক গোয়েন্দা সূত্র জানায়, শারার সঙ্গে ট্রাম্পের এই যোগাযোগ ছিল যুক্তরাষ্ট্রের নীতিতে একটি বড় পরিবর্তনের অংশ। আর এই পরিবর্তন ইসরায়েলের আসাদ-পরবর্তী পরিকল্পনাকে ব্যাহত করেছে। কারণ, ইসরায়েল সিরিয়ার বিভক্ত পরিস্থিতিকে নিজেদের কাজে লাগাতে চেয়েছিল।
আরও পড়ুনসিরিয়ার শারার সঙ্গে ট্রাম্পের বৈঠক, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত১৪ মে ২০২৫শারার সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইঙ্গিত দেন, সিরিয়ার নতুন নেতা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি আছেন, যদিও সেটা সময়সাপেক্ষ হবে।
তবে শারা এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। শারা শুধু বলেছেন, তিনি ১৯৭৪ সালের যুদ্ধবিরতি চুক্তির শর্তে ফিরে যাওয়ার পক্ষে। ওই চুক্তির আওতায় গোলান মালভূমিতে জাতিসংঘের একটি বাফার জোন করার কথা ছিল।
সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী দেখাতে চাইছে যে তারা ইসরায়েলের জন্য কোনো হুমকি নয়। এ জন্য তারা দামেস্ক ও বিদেশে ইহুদি সম্প্রদায়ের লোকদের সঙ্গে দেখা করেছে। তারা ফিলিস্তিনি ইসলামিক জিহাদ নামের সংগঠনের দুই নেতাকে আটক করেছে। এ সংগঠনের সদস্যরা ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে মিলে ইসরায়েলে হামলা করেছিল।
আরও পড়ুনসিরিয়ায় দখল করা অঞ্চল ঘুরিয়ে দেখাতে পর্যটকদের কাছে টিকিট বিক্রি ইসরায়েলের১১ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স র য় র নত ন ত হওয় র পর আহম দ আল রয়ট র স আস দ প বল ছ ন সরক র
এছাড়াও পড়ুন:
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া প্রশ্নে রুল
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রুল দেন। একই সঙ্গে যেকোনো অপারেটরকে এনসিটি পরিচালনার দায়িত্ব (নিযুক্ত) দেওয়ার আগে সংশ্লিষ্ট আইন ও নীতি অনুসারে ন্যায্য ও প্রতিযোগিতামূলক পাবলিক বিডিং (দরপত্র আহ্বান) নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।
আরও পড়ুননতুন ব্যবস্থাপনায় নিউমুরিং টার্মিনাল পরিচালনা শুরু০৭ জুলাই ২০২৫নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিটটি করেন। রিটে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়।
‘নিউমুরিং টার্মিনালে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে’ শিরোনামে গত ২৬ এপ্রিল প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এ প্রতিবেদনসহ এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এনসিটি পরিচালনায় ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।
আগের ধারাবাহিকতায় ৯ জুলাই রিটের ওপর শুনানি শেষ হয়। সেদিন আদালত ২৩ জুলাই আদেশের জন্য দিন রাখেন। ধার্য তারিখে আদালত আদেশের জন্য ৩০ জুলাই দিন রাখেন। এ অনুসারে আজ বিষয়টি আদেশের জন্য আদালতের কার্যতালিকার ৭ নম্বর ক্রমিকে ওঠে।
আজ মধ্যাহ্নবিরতির পর আদালত আদেশ দেন। আদালত বলেন, শুধু রুল দেওয়া হলো।
আদেশের সময় রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন ও আহসানুল করিম এবং আইনজীবী কায়সার কামাল ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম।
পরে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার নতুন দায়িত্ব নিয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড। টার্মিনালটি পরিচালনার জন্য বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ৬ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে এ দায়িত্ব নেয় জাহাজ মেরামতের এ প্রতিষ্ঠান। প্রথমবারের মতো বন্দরে টার্মিনাল পরিচালনায় যুক্ত হলো চিটাগং ড্রাইডক।
চট্টগ্রাম বন্দরের বৃহৎ এই টার্মিনাল নির্মিত হয় ২০০৭ সালে। টার্মিনালটি নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজনে বন্দর কর্তৃপক্ষ ধাপে ধাপে মোট ২ হাজার ৭১২ কোটি টাকা বিনিয়োগ করেছে। বন্দরের আমদানি-রপ্তানি কনটেইনারের সিংহভাগ এই টার্মিনাল দিয়ে পরিবহন হয়।