অনেকেরই রাতে গোসলের অভ্যাস আছে। কেউ কেউ আবার রাতে শ্যাম্পুও করেন চুলে। কিন্তু চুল না শুকিয়ে ভেজা অবস্থাতেই ঘুমিয়ে পড়েন। এতে ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও আরও অনেক সমস্যা ডেকে আনতে পারে। যেমন-
খুশকির সমস্যা
ভেজা চুলে ঘুমোলে মাথার ত্বকে খুশকি, ডার্মাটাইটিসের প্রবণতা বাড়ার ঝুঁকি থাকে। কারণ ভেজা মাথায় ব্যাকটেরিয়া এবং ইস্ট বৃদ্ধি পেতে থাকে। যার ফলে ফলিকুলাইটিস বা সেবোরিক ডার্মাটাইটিস রোগে চুলের স্বাস্থ্যের অবনতিও হতে পারে।
মাথার ত্বকে ব্রণ
ভেজা চুলে ঘুমালে মাথার ত্বকেও ব্রণ হতে পারে। ভেজা চুলে বেশিক্ষণ থাকলে মাথার ত্বক অত্যধিক আর্দ্র হয়ে যায়। আর তাতেই ব্যাকটেরিয়ার বেড়ে যায়। তখন মাথার ত্বকে ব্রণ সৃষ্টি করে। চুলকানির মতো সমস্যাও হতে পারে।
চুলের ডগা ভাঙা
ভেজা চুলে শুয়ে পড়লে ডগা ভাঙতে শুরু করে। ভেজা অবস্থায় চুল বেশি ভঙ্গুর হয়ে যায়। ঘুমানোর সময় বালিশ, বিছানার চাদরে ঘষা লেগে চুল ছিঁড়ে যায়। কোঁকড়া চুলের ক্ষেত্রে এই সমস্যা কিছুটা কম হলেও স্ট্রেট চুল বেশি ভাঙে।
উৎস: Samakal
কীওয়ার্ড: চ ল র যত ন ম থ র ত বক সমস য
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫