বিল্ড সম্মেলনে সত্য নাদেলার বক্তব্যে বাধা, চাকরি গেল মাইক্রোসফটের এক প্রকৌশলীর
Published: 28th, May 2025 GMT
গত সপ্তাহে বিল্ড সম্মেলন চলাকালে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলার বক্তব্যে বাধা দেওয়ার ঘটনায় এক প্রকৌশলীকে চাকরিচ্যুত করেছে মাইক্রোসফট। চাকরিচ্যুত প্রকৌশলীর নাম জো লোপেজ। তিনি মাইক্রোসফটের অ্যাজুর হার্ডওয়্যার সিস্টেমস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিভাগে কর্মরত ছিলেন। নাদেলার বক্তৃতা চলাকালে ইসরায়েলের সঙ্গে মাইক্রোসফটের ব্যবসা পরিচালনাপদ্ধতির প্রতিবাদে মঞ্চের সামনে গিয়ে তিনি উচ্চ স্বরে বলেছিলেন, ‘সত্য, আপনি কি দেখাতে পারেন কীভাবে মাইক্রোসফট ফিলিস্তিনিদের হত্যা করছে?’ তিনি আরও বলেন, ‘ইসরায়েলের যুদ্ধাপরাধে অ্যাজুর কীভাবে ভূমিকা রাখছে, সেটাও দেখান।’ নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাঁকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। পরে মাইক্রোসফট তাঁকে চাকরিচ্যুত করে।
বিল্ড সম্মেলনে লোপেজের এই প্রতিবাদের পর আরও কয়েকটি অধিবেশনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা প্রতিবাদ জানান। সম্মেলনস্থলের বাইরেও বিক্ষোভকারীরা অবস্থান নেন। ঘটনার পর লোপেজ সহকর্মীদের উদ্দেশে এক ই–মেইল বার্তা পাঠিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। সেখানে তিনি লেখেন, বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তিপ্রতিষ্ঠান হিসেবে মাইক্রোসফটের দায়িত্ব রয়েছে মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখার। কিন্তু প্রতিষ্ঠান যখন ইসরায়েলের জাতিগত নিধনে প্রযুক্তিগত সহায়তা দিয়ে যায়, তখন নীরব থাকা সম্ভব নয়। মাইক্রোসফট নিজেই স্বীকার করেছে যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ‘বাণিজ্যিক চুক্তির বাইরেও বিশেষ প্রবেশাধিকার’ দেওয়া হয়েছে। এই বিশেষ প্রবেশাধিকার আদৌ একবার দেওয়া হয়েছিল, নাকি এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া? কেন এই বিশেষ ছাড় দেওয়া হলো এবং এর মাধ্যমে কী করা হচ্ছে?
আরও পড়ুনমাইক্রোসফটের সত্য নাদেলার যে ভুলের কারণে বড় সাফল্য পেয়েছে গুগল২৫ ফেব্রুয়ারি ২০২৫মাইক্রোসফট সম্প্রতি এক ব্লগ বার্তায় জানিয়েছে, অভ্যন্তরীণ নিরীক্ষায় অ্যাজুর বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি গাজায় সহিংসতা চালানোর ক্ষেত্রে ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু লোপেজের মতে, মাইক্রোসফটের এ বিবৃতি দায়সারা ও অস্বচ্ছ। তিনি বলেন, ‘একটি অজ্ঞাত তৃতীয় পক্ষ ও মাইক্রোসফট নিজে যখন নিরীক্ষা চালিয়ে নিজেকে নির্দোষ ঘোষণা করে, তখন তা স্বচ্ছতা নিশ্চিত করে না। এতে আমাদের উদ্বেগ আরও বাড়ে। প্রতিদিন ইন্টারনেটে যা দেখছি, তার জন্য কোনো নিরীক্ষার দরকার পড়ে না।’
আরও পড়ুনকৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চলা প্রতিযোগিতার ভবিষ্যৎ কী, জানালেন সত্য নাদেলা২৪ ডিসেম্বর ২০২৪গত এপ্রিলে মাইক্রোসফটের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির আরও একজন প্রকৌশলী সত্য নাদেলা, স্টিভ বালমার ও বিল গেটসের সামনে প্রতিবাদ করেছিলেন। বানিয়া আগরওয়াল নামের সেই প্রকৌশলীর দাবি, মাইক্রোসফটের অ্যাজুর ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ইসরায়েলের নিপীড়নমূলক ব্যবস্থা ও গণহত্যার প্রযুক্তিগত ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
মাইক্রোসফটের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানের আগের দিন ইবতিহাল আবুসসাদ নামের আরও এক প্রকৌশলী প্রতিষ্ঠানটির এআই বিভাগের প্রধান মোস্তফা সুলেমানের বক্তৃতায় প্রতিবাদ জানিয়ে বলেন, ‘মোস্তফা, তোমার লজ্জা হওয়া উচিত।’ পরে তাঁদের দুজনকেই চাকরিচ্যুত করে মাইক্রোসফট।
সূত্র: ইন্ডিয়া টুডে
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ কর চ য ত ইসর য় ল র র বক ত ক প রক
এছাড়াও পড়ুন:
শাহরুখের ব্যাপারে সাবধান করলেন জুহি চাওলা
বলিউড বাদশা শাহরুখ খান। অভিনয় গুণে কোটি কোটি ভক্তের হৃদয়ে দোলা দিয়েছেন তিনি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতি যেমন পেয়েছেন, তেমনি আয় করেছেন মোটা অঙ্কের অর্থও। রবিবার (২ নভেম্বর) ৬০ বছর পূর্ণ করে একষট্টিতে পা দেবেন এই তারকা।
অভিনয় ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শাহরুখ খান। তাদের মধ্যে অন্যতম জুহি চাওলা। ‘রাজু বান গায়া জেন্টলম্যান’, ‘রামজানে’, ‘ডর’, ‘ইয়েস বস’, ‘ডুপ্লিকেট’সহ আরো কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। একসঙ্গে অভিনয় ছাড়াও, এই দুই তারকা বাস্তব জীবনে খুবই ভালো বন্ধু। কেবল তাই নয়, ব্যবসায়ীক অংশীদারও তারা।
আরো পড়ুন:
শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?
পাকিস্তানের সন্ত্রাসী তালিকায় সালমান খান কেন?
বন্ধু শাহরুখের জন্মদিন উপলক্ষে হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলেছেন জুহি। এ আলাপচারিতায় স্মৃতিচারণ তো করেছেনই, পাশাপাশি শাহরুখের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
শাহরুখের সঙ্গে প্রথম পরিচয়ের বিষয়ে জুহি চাওলা বলেন, “আমি যখন প্রথম ‘রাজু বান গায়া জেন্টলম্যান’ সিনেমায় চুক্তিবদ্ধ হই, তখন সহপ্রযোজক বিবেক ভাসওয়ানি আমাকে বলেছিলেন, ‘আমার নায়ক দেখতে আমির খানের মতো।’ আমি শাহরুখকে দেখে ভীষণ অবাক হয়েছিলাম। দেখি, শাহরুখের চুল চোখের ওপরে নেমে এসেছে। আর সে একেবারেই আমার কল্পনার সেই ‘চকলেট বয়’ নয়! যখন কাজ শুরু করি, তখন বুঝতে পারি, সে একদম নতুন অভিনেতাদের মতো নয়, সে পরিশ্রমী, দিনে তিন শিফটে কাজ করছে।”
একটি ঘটনা বর্ণনা করে জুহি চাওলা বলেন, “আমার মনে আছে, ‘ইয়েস বস’ সিনেমার শুটিংয়ের সময়, কোনো দৃশ্য ঠিকমতো লেখা না থাকলে পরিচালক আজিজজি (আজিজ মির্জা) বলতেন, ‘শাহরুখ আসুক, সব ঠিক হয়ে যাবে।’ রোমান্স আর মজার মিশেলে থাকা দৃশ্যগুলো আমাদের সবচেয়ে ভালো ছিল। সেই সূত্রেই আমরা অনেকগুলো সিনেমায় একসঙ্গে কাজ করেছি।”
শাহরুখের পাশে অবস্থান করলে সাবধান থাকার কথার কথা বলেছেন জুহি। হাসতে হাসতে এ অভিনেত্রী বলেন, “শাহরুখের আশেপাশে থাকলে সাবধানে থাকবেন। কারণ সে কথা দিয়ে আপনাকে যেকোনো কিছু করাতে রাজি করিয়ে ফেলতে পারে। ওর কথাবলার ভঙ্গি এমন যে, আপনি ‘না’ বলতেই পারবে না। আমি ‘ডুপ্লিকেট’ সিনেমা করতে চাইছিলাম না, কারণ সেখানে আমার তেমন কিছু করার ছিল না। আমরা তখন আরেকটি সিনেমার শুটিং করছিলাম, আর শাহরুখ আমাকে সিঁড়িতে বসিয়ে দুই ঘণ্টা বোঝায় এবং আমি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হই। সে আপনাকে যেকোনো কিছু করতে রাজি করাতে পারে, তাই সাবধানে থাকবেন।”
শাহরুখ খানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে জুহি চাওলা বলেন, “অফস্ক্রিনে আমাদের সম্পর্কেও উত্থান-পতন রয়েছে। কিন্তু সৃষ্টিকর্তা কোনো না কোনোভাবে আমাদের যুক্ত রেখেছেন, এমনকি আইপিএলের মাধ্যমেও। আমাদের বন্ধন কোনো পরিকল্পনার ফল নয়, এটা একেবারেই ভাগ্যের ব্যাপার।”
শাহরুখ খানের সঙ্গে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সহ-মালিক জুহি ও তার স্বামী জয় মেহতা। এই দলের পেছনে জুহি বিনিয়োগ করেছেন ৬২৯ কোটি রুপি। বর্তমানে এই দলটির মূল্য আছে ৯ হাজার ১৩৯ কোটি রুপি। শাহরুখ খানের সঙ্গে ‘রেড চিলিস গ্রুপ’ প্রতিষ্ঠা করেন জুহি।
১৯৬৫ সালে ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। তার শৈশবের প্রথম পাঁচ বছর কেটেছে ম্যাঙ্গালুরুতে। শাহরুখের দাদা ইফতিখার আহমেদ স্থানীয় পোর্টের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন। যার কারণে সেখানে বসবাস করেন তারা। শাহরুখের বাবার নাম তাজ মোহাম্মদ খান, মা লতিফ ফাতিমা।
দিল্লির হংসরাজ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন শাহরুখ খান। তারপর জামিয়া মিলিয়া ইসলামিয়াতে গণযোগাযোগ বিষয়ে মাস্টার্সে ভর্তি হন। কিন্তু অভিনয় জীবন শুরু করার কারণে পড়াশোনা ছেড়ে দেন তিনি। তবে বলিউডে ক্যারিয়ার শুরুর দিকে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা-তে ভর্তি হন এই শিল্পী।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। রোমান্টিক ঘরানার এ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। সিনেমাটিতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন শাহরুখ।
একই বছর ‘চমৎকার’, ‘দিল আসনা হে’ ও ‘রাজু বান গায়া জেন্টলম্যান’ সিনেমায় অভিনয় করেন শাহরুখ। তার পরের বছর ‘ডর’ ও ‘বাজিগর’ সিনেমায় অভিনয় করে নিজের জাত চেনান শাহরুখ। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ হন কোটি ভক্ত; পৌঁছে যান সাফল্যের চূড়ায়। তার অভিনয়ের খ্যাতি আরো বাড়তে থাকে যশরাজ ফিল্মসের সিনেমায় ধারাবাহিকভাবে অভিনয় করে। একের পর এক হিট সিনেমা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন শাহরুখ। যদিও তার এই সফলতার জার্নির গল্প মোটেও সহজ ছিল। আর সে গল্প সবারই জানা।
অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা পেয়েছেন শাহরুখ খান। তার মধ্যে মোট পনেরোবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন তিনি। এর মধ্যে আটবার সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি। হিন্দি সিনেমায় বিশেষ অবদানের জন্য ২০০২ সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন মোট পাঁচবার। তবে শাহরুখ খানের ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে অধরা ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলতি বছর ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শাহরুখ।
ঢাকা/শান্ত