প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সচিবালয়ের সংকট নিরসনে সিদ্ধান্ত
Published: 28th, May 2025 GMT
জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরলেই সচিবালয়ে সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।
আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ভূমি সচিব বলেন, সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধান উপদেষ্টা জাপান থেকে দেশে ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা ড.
এর আগে গতকাল মঙ্গলবার বিকাল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মচারী নেতাদের সঙ্গে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। সভায় আরও পাঁচ জন সচিব অংশ নেন। এছাড়া সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় যোগ দেন। সচিবদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে আন্দোলনরত উভয়পক্ষের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মন্ত্রিপরিষদ সচিবকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি জানানো এবং আলোচনার সুবিধার্থে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত কর্মচারীরা।
উৎস: Samakal
কীওয়ার্ড: মন ত র
এছাড়াও পড়ুন:
একঝলক (৩ নভেম্বর ২০২৫)
ছবি: আবদুর রহমান