অগ্রণী ব্যাংক পিএলসিকে দেশব্যাপী সুরক্ষিত ও নিরবচ্ছিন্ন ডেটা কানেকটিভিটি সেবা দেবে ব্র্যাকনেট। এ নিয়ে গত মঙ্গলবার রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। খবর বিজ্ঞপ্তির

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো.

আবুল বাশার এবং ব্র্যাকনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আহমেদ ও হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস সাইফুদ্দিন খালেদ।

অনুষ্ঠানে ব্র্যাকনেটের সিইও সৈয়দ আহমেদ বলেন, ‘ব্র্যাকনেট সারা দেশে নিরাপদ, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন ডেটা কানেকটিভিটি, তথা সংযোগ সেবা প্রদান করে চলেছে। এই সহযোগিতা অগ্রণী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও সুরক্ষিত, নিরবচ্ছিন্ন ও গ্রাহকবান্ধব করার ক্ষেত্রে একটি সুদূরপ্রসারী পদক্ষেপ। দেশের ব্যাংক খাতে নির্ভরযোগ্য প্রযুক্তি অংশীদার হিসেবে কাজ করতে পেরে আমরা গর্বিত।’

সৈয়দ আহমেদ আরও বলেন, এই চুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত অগ্রণী ব্যাংকের শাখা, সার্ভিস পয়েন্টগুলো ব্র্যাকনেটের প্রযুক্তি সক্ষমতায় সংযুক্ত হবে, যা প্রযুক্তিনির্ভর উন্নত অর্থনৈতিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ব্র্যাকনেটের মহাব্যবস্থাপক ও হেড অব অপারেশনস মুকাররাম হুসাইন বলেন, ‘ব্র্যাকনেটের অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল টিম দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মতো অগ্রণী ব্যাংকের জন্যও সর্বোচ্চ মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। এই কৌশলগত সহযোগিতার মাধ্যমে দেশের ব্যাংকিং অবকাঠামো আরও আধুনিক ও নিরাপদ হবে বলে আমরা আশাবাদী। এই চুক্তিভিত্তিক প্রযুক্তিগত সহযোগিতা দেশে ডিজিটালি সক্ষম আর্থিক খাত প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হবে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আহম দ

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ