অগ্রণী ব্যাংক পিএলসিকে দেশব্যাপী সুরক্ষিত ও নিরবচ্ছিন্ন ডেটা কানেকটিভিটি সেবা দেবে ব্র্যাকনেট। এ নিয়ে গত মঙ্গলবার রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। খবর বিজ্ঞপ্তির

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো.

আবুল বাশার এবং ব্র্যাকনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আহমেদ ও হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস সাইফুদ্দিন খালেদ।

অনুষ্ঠানে ব্র্যাকনেটের সিইও সৈয়দ আহমেদ বলেন, ‘ব্র্যাকনেট সারা দেশে নিরাপদ, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন ডেটা কানেকটিভিটি, তথা সংযোগ সেবা প্রদান করে চলেছে। এই সহযোগিতা অগ্রণী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও সুরক্ষিত, নিরবচ্ছিন্ন ও গ্রাহকবান্ধব করার ক্ষেত্রে একটি সুদূরপ্রসারী পদক্ষেপ। দেশের ব্যাংক খাতে নির্ভরযোগ্য প্রযুক্তি অংশীদার হিসেবে কাজ করতে পেরে আমরা গর্বিত।’

সৈয়দ আহমেদ আরও বলেন, এই চুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত অগ্রণী ব্যাংকের শাখা, সার্ভিস পয়েন্টগুলো ব্র্যাকনেটের প্রযুক্তি সক্ষমতায় সংযুক্ত হবে, যা প্রযুক্তিনির্ভর উন্নত অর্থনৈতিক কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ব্র্যাকনেটের মহাব্যবস্থাপক ও হেড অব অপারেশনস মুকাররাম হুসাইন বলেন, ‘ব্র্যাকনেটের অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল টিম দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মতো অগ্রণী ব্যাংকের জন্যও সর্বোচ্চ মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। এই কৌশলগত সহযোগিতার মাধ্যমে দেশের ব্যাংকিং অবকাঠামো আরও আধুনিক ও নিরাপদ হবে বলে আমরা আশাবাদী। এই চুক্তিভিত্তিক প্রযুক্তিগত সহযোগিতা দেশে ডিজিটালি সক্ষম আর্থিক খাত প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হবে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আহম দ

এছাড়াও পড়ুন:

তানোরে চুরি হওয়া ১১ লাখ টাকা মাটি খুঁড়ে উদ্ধার

রাজশাহীর তানোর উপজেলায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া প্রায় ১১ লাখ টাকা। এসব টাকা চুরির অভিযোগে আরজেদ আলী ওরফে কুরহান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার জোড়পাড়া গ্রামের বাসিন্দা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে কুরহানের বাড়ির পেছনে মাটি খুঁড়ে টাকার ব্যাগ উদ্ধার করে পুলিশ। এর আগেই কুরহানকে গ্রেপ্তার করা হয়েছিল। টাকা উদ্ধারের পর বুধবার বিকেলে কুরহানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুলিশ জানায়, রাজশাহী নগরের শিরোইল মঠপুকুর এলাকার বাসিন্দা মাবিয়া খাতুন জমি বিক্রি করতে গত সোমবার তানোর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যান। সঙ্গে ছিল জমি বিক্রির ১১ লাখ ৩০ হাজার টাকা। অফিসে বসে মোবাইল ফোনে কথা বলার সময় মাবিয়া খাতুন তার টাকার ব্যাগটি চেয়ারের পাশে রাখেন। এ সুযোগে কৌশলে ব্যাগটি নিয়ে সটকে পড়ে কুরহান।

মোবাইল ফোনে কথোপকথন শেষে ব্যাগটি না পেয়ে কান্নাকাটি শুরু করেন মাবিয়া খাতুন। এতে পুরো অফিসজুড়ে হইচই পড়ে যায়। পরে সাব-রেজিস্ট্রি অফিসের সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন ব্যক্তি ব্যাগ নিয়ে দ্রুত চলে যাচ্ছে। ঘটনার দিনই মাবিয়া খাতুন তানোর থানায় অভিযোগ করেন। এর ভিত্তিতে পুলিশ প্রযুক্তির ব্যবহার করে চোর শনাক্ত করে। মঙ্গলবার রাতেই কুরহানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশকে কুরহান জানিয়েছেন, ব্যাগটি চুরি করে কাউকে কিছু না বলে তিনি বাড়ির পেছনে মাটি খুঁড়ে তা পুঁতে রাখেন। পরিস্থিতি স্বাভাবিক হলে টাকা খরচের পরিকল্পনা ছিল তার। তবে, এত দ্রুত ধরা পড়বেন, সেটা ভাবেননি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, কুরহান চুরির কথা স্বীকার করলে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পেছনের মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ব্যাগভর্তি টাকা। আদালতের অনুমতি নিয়ে এই টাকা মালিক মাবিয়া খাতুনের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/কেয়া/রফিক

সম্পর্কিত নিবন্ধ