বড় বয়সেও কথা বলার জটিলতা হতে পারে?
Published: 28th, May 2025 GMT
প্রশ্ন: আমি কিশোরী, বয়স ১৮ বছর হতে চলেছে। কিন্তু দিন দিন আমার কথা বলার জটিলতা বেড়েই চলেছে। অষ্টম শ্রেণি থেকে সমস্যাটা শুরু হয়। সমস্যা বলতে আমি যা বলতে চাই, সেটা ঠিকভাবে প্রকাশ করতে পারি না। অনিচ্ছাকৃতভাবে অন্য কিছু বলে ফেলি। কখনো মাঝপথে কথা আটকে যায়, আবার কখনো হঠাৎ মুখ থেকে এমন কিছু বেরিয়ে যায়, যা আমি বলতে চাইনি। এতে অনেক সময় অন্যরা কষ্ট পায় বা রাগ করে। সব সময় ঠিকভাবে কথা বলা হয়ে ওঠে না। ব্যাপারটা নিয়ে সত্যিই আমি চিন্তিত। আপনারা যদি একটু পরামর্শ দিতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
আরও পড়ুনশিশুর কি খেতে, কথা বলতে অসুবিধা হয়? কখন যাবেন ডাক্তারের কাছে১৫ মার্চ ২০২৪পরামর্শ: ছোটবেলা থেকে এ ধরনের কোনো সমস্যা না থাকলে ধারণা করছি, আপনি বর্তমানে মানসিক চাপ বা স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন। যার কারণে এখন আপনার এই সমস্যা হচ্ছে। তীব্র মানসিক আঘাত পেলে এ ধরনের সমস্যা হতে পারে। আবার স্নায়বিক কোনো রোগ, যেমন: পারকিনসনস ডিজিজ, মস্তিষ্কে নির্দিষ্ট নিউরোট্রান্সমিটার (সেরোটোনিন, ডোপামিন বা হরমোন) ভারসাম্যহীনতা প্রভৃতি কারণেও কথা বলার ক্ষেত্রে এমন সমস্যা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে আপনার উচিত হবে যত দ্রুত সম্ভব একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া। চিকিৎসকের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে সমস্যাটির প্রকৃত কারণ নির্ণয় করতে হবে। এরপর সে অনুযায়ী যথাযথ চিকিৎসা গ্রহণ করুন। চিকিৎসকের নির্দেশনায় নির্দিষ্ট কিছু ওষুধ সেবন করলেও এ অবস্থা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
আরও পড়ুনকথা বলার সময় মুখ থেকে থুতু বেরিয়ে আসে, কী করব?০৯ নভেম্বর ২০২৩.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সমস য
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে জীবন্ত নবজাতক দাফনের চেষ্টা, হাসপাতাল বন্ধ
চাঁদপুর পৌর কবরস্থানে নবজাতক দাফনের সময় নড়ে ওঠা এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয় শহরের তালতলা দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় আগামী দুই দিনের মধ্যে রোগীদের অন্যত্র স্থানান্তর করে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দি ইউনাইটেড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন হাসপাতালটিতে নানা অবৈধ কার্যক্রম চলে আসছে। ওই নবজাতকের জন্মও হয় এই হাসপতালে। জীবন্ত নবজাতক দাফনের চেষ্টা করার ভিডিও ভাইরাল হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের এবং পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নবজাতককে কবরস্থানে নিয়ে আসা ওয়ার্ড বয় ফারুক গাজীকে গ্রেপ্তার করে।
এই ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর কবর স্থানের কেয়ারটেকার মো. শাহজাহান মিয়াজী।
এদিকে দি ইউনাইটেড হাসপাতালে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, “হাসপাতালে এসে ব্যবস্থাপনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। তাদের সাথে ফোনে যোগাযোগ করেও কোন সাড়া মিলেনি। চিকিৎসক নেই, হাসপাতালের প্যাথলজি ও ওটির সঠিক পরিবেশ নেই। একই সাথে পোস্ট অপারেটিভ রোগীর জন্য কোন সুব্যবস্থা নেই এবং হাসপাতালের কাগজপত্রও নবায়ন নেই।”
তিনি আরো বলেন, “প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ওটি, প্যাথলজি ও সংশ্লিষ্ট কক্ষ সীলগালা করা হয়েছে। একই সাথে রোগীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের অভিযানে পরিচালিত কার্যক্রম সিভিল সার্জন বরাবর প্রদান করা হবে। সিভিল সার্জন হাসপাতালের নিবন্ধন বাতিলসহ পরবর্তী ব্যবস্থা নিতে পারবেন।”
এ ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান। অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সহযোগিতা করেন।
অপরদিকে ভ্রাম্যমাণ আদালত শেষে হাসপাতালের ড্রাগ সনদসহ যাবতীয় কার্যক্রম পরীক্ষা করে দেখেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।
ঢাকা/অমরেশ/এস