শুরুটা করেছিলেন হাসান আলী, শেষটাও। দুই ওপেনারের উইকেট নিয়ে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন। ১৮তম ওভারে যখন বোলিংয়ে আসেন, বাংলাদেশের হয়ে মিটি মিটি করে জ্বলা সম্ভাবনার আলো হয়ে ছিলেন কেবল জাকের আলী। হাসান ফিরিয়েছেন তাঁকেও, এক বল পর নেন তানজিম হাসানের উইকেট। আগে থেকেই হেলে থাকা ম্যাচটা এরপরই পুরোপুরি পাকিস্তানের দিকে চলে যায়। এক বছর পর জাতীয় দলে ফেরা হাসান আলীর কাছেই হেরে যায় বাংলাদেশ।

শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারের ধারাবাহিকতা ধরে রেখে লাহোরে আজ বাংলাদেশ দল তিন টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে ৩৭ রানে। অথচ টসে জিতে পাকিস্তান ৭ উইকেটে ২০১ রান করে ফেলার পরও বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হতে পারত ২৫ মে এ মাঠেই হওয়া পিএসএলের ফাইনাল। গাদ্দাফি স্টেডিয়ামে ২০২ রান তাড়া করেই পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স।

বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকে ৩০ বলে এসেছে ৪৮ রান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ