আব্দুন নূর সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন শবনম বুবলী। রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং চলছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায়। গভীর অরণ্যে দৃশ্যধারণের সময় বন্য হাতি শুটিং সেটের কাছাকাছি চলে আসে। এতে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন শিল্পী কলাকুশলীরা।

বিষয়টি নিয়ে দেশের গণমাধ্যম গুরুত্বের সঙ্গে খবর প্রকাশ করেছে। তারই একটি খবরের স্ক্রিন শট ফেসবুকে শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পাশাপাশি বেশ কটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই ‘গেরিলা’ তারকা।

জয়া আহসান লেখেন, “এই আরেক উপদ্রব বনের ভিতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট-ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়? মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনা— এগুলো কি এলাউ করা ঠিক হবে এরকম একটা সেনসিটিভ জায়গায়?”

আরো পড়ুন:

বুবলী-সজলের শুটিংয়ে বন্যহাতি, ভীত-সন্ত্রস্ত পুরো ইউনিট

শাকিব-বীরের ছবি, ক্যাপশনে বুবলী-অপুর ঠান্ডা যুদ্ধ!

“গারো পাহাড়ে নতুন সিনেমার শুটিং, বিঘ্ন ঘটাচ্ছে বন্য হাতির দল” শিরোনামের খবরের স্ক্রিন শট শেয়ার করেন জয়া আহসান। এ শিরোনাম পড়ে কড়া সমালোচনা করছেন নেটিজেনরা। একজন লেখেন, “বিঘ্ন ঘটাচ্ছে শুটিং টিম অথচ দোষ এখন হাতির! বাহ কি চমৎকার!” রাবেয়া লেখেন, “অথচ পত্রিকার শিরোনাম হওয়া উচিত ছিল, শুটিংয়ের কারণে বন্য হাতিদের অসুবিধা হচ্ছে।” 

কেউ কেউ বন বিভাগের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের ভাষ্য— “বনে শুটিংয়ের অনুমতি কেন দেওয়া হলো?” অনেকে আবার শুটিং টিমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিয়েছেন। 

ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং করছেন পরিচালক লাজুক। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জয় আহস ন চলচ চ ত র বন য হ ত করছ ন

এছাড়াও পড়ুন:

আরো একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র, আশঙ্কাজনক ৩

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরো একজনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। তার নাম ফারজানা ইয়াসমিন (৪৫)। তিনি ওই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। এ ঘটনায় এখনো আইসিইউতে ভর্তি আছেন ২ জন।

বুধবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন

তিনি বলেন, “মঙ্গলবার আইসিইউতে ছিল ৩ জন। তবে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আজ তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। এখন মোট ৩২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ৩ জন ক্রিটিক্যাল ক্যাটাগরিতে আর তাদের চেয়ে কম গুরুতর ৭ জন রয়েছে সিভিয়ার ক্যাটাগরিতে। বাকিরা অন্যান্য ওয়ার্ড ও কেবিনে ভর্তি রয়েছে। গত তিন দিনে নতুন করে কোনো মৃত্যু নেই।”

আরো পড়ুন:

সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে বললেন ‘ভুল করিনি, মাথা গরম ছিল’

মাদ্রাসার মাঠ দখল করে ইউপি সদস্যের বীজতলা

ডা. নাসির উদ্দিন বলেন, “৩২ জনের ১৪ জন শারীরিক অবস্থা উন্নতির দিকে। বাকিরা স্টেবল রয়েছে। ঘটনার পর থেকে আজ পর্যন্ত সব রোগীর একাধিকবারসহ সব মিলিয়ে ১৫৮টি ছোট-বড় অপারেশন করা হয়েছে।”

বার্ন ইনস্টিটিউটে আর আনুষ্ঠানিক ব্রিফ করা হবে না। প্রেস রিলিজের মাধ্যমে প্রতিদিনের আপডেট জানিয়ে দেওয়া হবে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক।

ঢাকা/সাইফ

সম্পর্কিত নিবন্ধ