নেটফ্লিক্সের ট্রেন্ডিং তালিকা থেকে সিনেমা বাছাই করেন অনেকেই। সময় যখন স্বল্প, তখন কী দেখব, কোন ধরনের সিনেমা দেখব—এসব সিদ্ধান্ত নেওয়া থেকে রেহাই পেতে ট্রেন্ডিং লিস্ট বেশ ভালো কাজ করে। তবে সব সময় কি আপনার ট্রেন্ডিং লিস্টকে ভরসা করা উচিত?
একনজরেসিনেমা: ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’
জনরা: অ্যাকশন–থ্রিলার
পরিচালক: কুকি গুলাটি ও রবি গ্রেওয়াল
স্ট্রিমিং: নেটফ্লিক্স
রানটাইম: ১১৬ মিনিট
প্রধান চরিত্রে: সাইফ আলী খান, জয়দীপ আহলাওয়াত, নিকিতা দত্ত, কুনাল কাপুর
‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’ সিনেমা মুক্তি পেয়েছে এপ্রিলের ২৫ তারিখে। মুক্তির এক মাস পেরিয়ে গেলেও সিনেমাটি এখনো নেটফ্লিক্সের শীর্ষ দশের তালিকায় রয়েছে। সিনেমাটি যখন ডাকাতি নিয়ে আর যেখানে প্রধান চরিত্রে রয়েছেন সাইফ আলী খান, দর্শকেরা যে এ রকম সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকবেন, তা বলাই বাহুল্য। তবে দর্শকের প্রত্যাশা কি পূরণ করতে পেরেছে সাইফ আলী খানের এই অ্যাকশন-থ্রিলার সিনেমা? চলুন জেনে নেওয়া যাক।
রাজন আউলাখ একজন দুর্লভ চিত্রকর্ম ও রত্ন সংগ্রাহক। তবে সে এসব জিনিস সংগ্রহ করে চুরি বা ডাকাতি করে। তারপর বহুমূল্যে তা বিক্রি করে দেয় আন্ডারওয়ার্ল্ড ডনদের কাছে। এসব জিনিস সংগ্রহ করতে সে যেকোনো ধরনের অপরাধ করতে পিছপা হয় না। হঠাৎ খবরে আসে বিখ্যাত আফ্রিকান লাল হীরা ‘রেড সান’ ইন্ডিয়ায় প্রদর্শনীর জন্য আসতে চলেছে। এই হীরা নিজের করতে সে মারিয়া হয়ে ওঠে। কিন্তু এ হীরা চুরি করতে তাকে একমাত্র একজনই সাহায্য করতে পারে, রেহান রায়। রেহান একজন কুখ্যাত চোর। যেকোনো জিনিস চুরি করা তার জন্য বাঁ হাতের খেল। তবে এখনো তার ওপর নজর রাখছে ভারতীয় পুলিশ। কিন্তু সে আমেরিকায় থাকায় গ্রেপ্তার করতে পারছে না।
‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’–এর দৃশ্য। নেটফ্লিক্স.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন
যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি দেশের একজন সফল উদ্যোক্তা। খবর বিজ্ঞপ্তি
যমুনা ব্যাংকের ওয়েবসাইটের তথ্যানুসারে, মো. বেলাল হোসেন ১৯৫৬ সালে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। ব্যবসা-বাণিজ্যের জগতে তাঁর পরিবারের দেশ-বিদেশে সুনাম আছে। পরিবারের মালিকানাধীন বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান ছাড়াও আছে নানা ধরনের ক্ষুদ্র ও বৃহৎ খাদ্যশস্য শিল্প। তিনি একজন বিশিষ্ট আমদানিকারক ও রপ্তানিকারক। বর্তমানে তিনি বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড, বিএইচ হাইটেক ফুড ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, নাদিয়া ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ও বিএইচ স্পেশালাইজড কোল্ডস্টোরেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বেলাল হোসেন নওগাঁ, দিনাজপুর ও হিলি অঞ্চলের বিভিন্ন ক্রীড়া ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০০৪ সালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের এডিজিপি ফেলো মেম্বারশিপ সম্মাননা লাভ করেন। ২০০৫ সালে এফএনএস বিজনেস অ্যাওয়ার্ডে সেরা কৃষিভিত্তিক শিল্প উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পান।
বেলাল হোসেন নওগাঁ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নওগাঁ এবং বাংলাদেশ অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতি, ঢাকার কার্যনির্বাহী সদস্য।