বিএনপির সম্মেলনকে ঘিরে কোটালীপাড়ায় উৎসবের আমেজ
Published: 31st, May 2025 GMT
দীর্ঘ ২ যুগ পর আগামীকাল রবিবার (১ জুন) অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা।
আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত গোপালগঞ্জের কোটালীপাড়া। সে কোটালীপাড়া এখন বিএনপির স্লোগানে মুখর। সম্মেলনের আয়োজন করা হয়েছে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠে। ইতোমধ্যে সম্মেলন স্থলে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। উপজেলা জুড়ে সড়কে সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। টাঙানো হয়েছে নানা ধরনের ব্যানার-ফেস্টুন।
সম্মেলনকে সফল করতে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীরা সভা সমাবেশ অব্যাহত রেখেছেন।
দলীয় সূত্র জানিয়েছে, সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ড.
কোটালীপাড়া পৌর বিএনপির সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদার বলেন, ‘‘দীর্ঘ প্রায় দুই যুগ পর প্রকাশ্যে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এতো বড় পরিসরে সম্মেলন হচ্ছে। এই সম্মেলনকে সামনে রেখে নেতা-কর্মীরা উজ্জীবিত।’’
উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশার হাওলাদার বলেন, ‘‘সম্মেলনকে সফল করতে আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি। আশা করছি কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির ইতিহাসে এটিই হবে সেরা সম্মেলন। এ সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী অংশ নিবেন।’’
উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন বলেন, ‘‘সম্মেলন সফল করতে আমরা ইতোমধ্যে আমাদের সব সাংগঠনিক কাজ শেষ করেছি। এখন শুধু সময়ের অপেক্ষা। এই সম্মেলনে মাঠ পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতেই নতুন নেতা নির্বাচন করা হবে।’’
গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকউজ্জামান বলেন, ‘‘এ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জিলানী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।’’
বিএনপি গণতান্ত্রিক দল বিধায় গণতন্ত্রের প্রক্রিয়ায় নেতা নির্বাচন করা হবে বলে জানান জেলা বিএনপির আহবায়ক।
ঢাকা/বাদল/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ প লগঞ জ ব এনপ র স উপজ ল
এছাড়াও পড়ুন:
ডাইনির সাজে শাবনূর!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।
আরো পড়ুন:
পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ
বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক
সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”
ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”
ঢাকা/রাহাত/লিপি