মাদকবিরোধী অভিযানের পরদিন রাজধানীর দারুস সালাম এলাকায় গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। স্থানীয় কয়েক শ মানুষ গণপিটুনি দিয়ে দুজনকে মেরে ফেলেন বলে পুলিশ জানিয়েছে। আজ শনিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম তানভীর (২৫) বলে জানা গেছে। অন্যজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া প্রথম আলোকে বলেন, মাদক ব্যবসায়ীরা অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে দারুস সালাম থানা-পুলিশ আহম্মদ নগরের হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে পাঁচ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

এডিসি জাকারিয়া বলেন, রাতে মাদক ব্যবসায়ীদের ধরে নিয়ে আসার পর ওই এলাকায় স্থানীয় মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আজ শনিবার দুপুর ১২টার দিকে দুই যুবক হাড্ডিপট্টি এলাকায় গিয়ে স্থানীদের শাসাতে থাকেন। তখন স্থানীয় কয়েক শ মানুষ ওই দুজনকে ধাওয়া দিয়ে পিটিয়ে হত্যা করেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা গতকাল দারুস সালামের আহম্মদ নগরে তানভীরের (গণপিটুনিতে নিহত) বাসায় অভিযান চালিয়েছিলাম। তখন তানভীর বাসা থেকে পালিয়ে যান। পরে বাসা থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করি। আজ তানভীরসহ তিনজন আবার ওই এলাকায় চাপাতি নিয়ে হাজির হয়ে মানুষকে শাসাতে থাকেন। পরে স্থানীয়রা গণপিটুনি দিয়ে (দুজনকে) মেরে ফেলেছে।’

গণপিটুনির খবর পুলিশ কখন জানতে পেরেছে জানতে চাইলে দারুস সালাম থানার ওসি বলেন, গণপিটুনি দিয়ে হত্যার পর তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে যান।

ময়নাতদন্তের জন্য গণপিটুনিতে নিহত দুজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুনদারুস সালাম এলাকায় গণপিটুনিতে দুজনের মৃত্যু২ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গণপ ট ন ত এল ক য় দ জনক

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ