দুঃস্বপ্নের মতো বছর কাটছে, বললে বোধ হয় একটুও বাড়িয়ে বলা হয় না। সংগীতশিল্পীদের ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট দেখতে মুখিয়ে থাকেন দুনিয়ার নানা প্রান্তের ভক্তরা। তেমনি আশায় বুক বেঁধে ছিলেন কলম্বিয়ান গায়িকা শাকিরার ভক্তরাও। কিন্তু বছরের শুরু থেকেই একের পর এক কনসার্ট নিয়ে বিপত্তি। কখনো তিনি অসুস্থতার কারণে কনসার্ট বাতিল করছেন, কখনো আবার মঞ্চে গাইতে গাইতে পড়ে যাচ্ছেন। সর্বশেষ নতুন করে দুটি বড় কনসার্ট বাতিল করেছেন এই লাতিন গায়িকা। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পেরুতেও পেটের পীড়ায় আক্রান্ত হয়ে কনসার্ট বাতিল করেছিলেন।

চলতি বছরের শুরুতেই শাকিরা শুরু করেছেন তাঁর বহুল প্রতীক্ষিত ওয়ার্ল্ড ট্যুর। ট্যুরের শুরুতেই পুরো ইউরোপে দারুণ সাড়া পড়ে। প্যারিস ও বার্সেলোনার মঞ্চ মাতিয়ে গত সপ্তাহে শাকিরা গাইলেন কানাডার মন্ট্রিয়লে। তবে সেখানে ঘটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। মঞ্চের মধ্যে গান পরিবেশন করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। তবে তিনি দ্রুতগতিতে উঠে গিয়ে আবার গানে ফিরে আসেন। মঞ্চে বাজেভাবে পড়ে যাওয়ার পরও শাকিরা যেভাবে উঠে দাঁড়িয়ে দারুণভাবে গান গাইলেন, তা নিয়ে ভক্তদের মধ্যে এখনো চলছে আলোচনা। ভক্তরা তাঁর পেশাদার আচরণের ব্যাপক প্রশংসা করছেন।

শাকিরা। এএফপি ফাইল ছবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কনস র ট ব ত ল

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ