টি-টোয়েন্টিতে রশিদ খানের কাজটা কী? উত্তরটা খুব সহজ। আফগানিস্তানের এই লেগ স্পিনার উইকেট নেবেন, সঙ্গে রানেরও চাকাও থামাবেন। বছরের পর বছর ধরে রশিদ দুটোই করে আসছেন। সে কারণেই তো টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর এত চাহিদা। সম্প্রতি তাঁকে টি-টোয়েন্টির সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবেও ঘোষণা করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

তবে হঠাৎ করেই এই রশিদকে দেখা যাচ্ছে না। এবার আইপিএলে তাঁর পারফরম্যান্স দেখে মনে হয়, এ অন্য রশিদ খান!

রশিদের মতো বোলারেরও খারাপ সময় যেতে পারে। আইপিএলের মতো লম্বা টুর্নামেন্টে কয়েকটি ম্যাচ খারাপ করতেই পারেন। তবে দুই মাসের এই টুর্নামেন্টে ফিরে আসার সুযোগও তো ছিল, রশিদ সেটা পারেননি।

৩৩এবারের আইপিএলে রশিদ যতটি ছক্কা খেয়েছেন

রশিদের জন্য কতটা খারাপ গেছে এবারের আইপিএল, তা একটি পরিসংখ্যানেই স্পষ্ট। এবারের আইপিএলে রশিদ ছক্কা হজম করেছেন ৩৩টি। টুর্নামেন্টের ইতিহাসে এক মৌসুমে এত ছক্কা আর কেউ হজম করেনি। এর আগে সবচেয়ে বেশি ছক্কা হজমের রেকর্ড ছিল মোহাম্মদ সিরাজের। ২০২২ সালে সিরাজ হজম করেছিলেন ৩১টি ছক্কা। ৩০টি করে ছক্কার মার খেয়েছেন যুজবেন্দ্র চাহাল ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আরও পড়ুনশরীফুলের পাকিস্তান সিরিজ শেষ১৬ ঘণ্টা আগে

এবার ১৫ ম্যাচে রশিদের উইকেট মাত্র ৯টি। গড়ে ৫৭ রান খরচায় নিয়েছেন একটি করে উইকেট। যেখানে এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট নেওয়া পেসার প্রসিধ কৃষ্ণার উইকেট ২৫টি। সর্বশেষ ৬ ম্যাচে রশিদ উইকেট নিয়েছেন মাত্র দুটি। ওভারপ্রতি রান খরচ করেছেন ৯.

৩৪। মানে উইকেট পাননি, সঙ্গে রানটাও চাপিয়ে রাখতে পারেননি এই স্পিনার।

মাত্র ৯ উইকেট নিতে পেরেছেন রশিদ

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট ন

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ