সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এক বছরের বেশি সময় সৌদি আরবের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন আবদুল জব্বার সরদার (৪৫)। তাঁর বাড়ি রাজশাহীর তানোর উপজেলার হিরানন্দপুর গ্রামে। স্বামীকে দেশে ফিরিয়ে আনতে এক অফিস থেকে আরেক অফিসে দৌড়াদৌড়ির পর সফল হন তাঁর স্ত্রী আদরি খাতুন। জব্বার এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। এক চোখ মেলে তাকিয়েছেন। চিকিৎসকেরা আশার কথা শুনিয়েছেন। সব মিলিয়ে তাঁর পরিবারের সবাই অনেক খুশি।

হাসপাতালে কথা হয় আদরি খাতুনের সঙ্গে। তিনি বলেন, তাঁর স্বামী আবদুল জব্বার সরদার কৃষিকাজ করতেন। ধারদেনা করে সাত লাখ টাকা জোগাড় করে ২০১৮ সালের ১৬ জানুয়ারি তিনি সৌদি আরব যান। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে এবার এসএসসি পরীক্ষা দেবে। বিদেশে গিয়ে তাঁর ভাগ্য ফেরেনি, বরং একের পর এক খারাপ ঘটনা ঘটেছে।

আদরি বেগম বলতে থাকেন, সৌদির বিমানবন্দরে নামতেই জব্বারকে ক্লিনারের কাজে লাগিয়ে দেওয়া হয়। বুঝতে পারেন, দালালেরা তাঁকে বিমানবন্দরে ‘ক্লিনার’ হিসেবে বেচে দিয়েছেন। তিন বছর পর শূন্য হাতে তাঁকে বিমানবন্দর থেকে বিদায় করে দেওয়া হয়। পরে এলাকার এক ব্যক্তির মাধ্যমে তিনি অন্য এক প্রতিষ্ঠানে কাজ পান। এই অবস্থায় গত বছরের ১০ মে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।

অসুস্থ স্বামীকে দেশে ফিরিয়ে আনতে নানা সরকারি অফিসে ঘুরেছেন আদরি খাতুন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ