প্রথমে ব্যাট করে ২০০ করা মানেই মুম্বাই ইন্ডিয়ানসের জয়, ব্যাপারটা এমনই ছিল। পরিসংখ্যানটা আর নিখুঁত রইল না। ২০০ করে প্রথম ১৮ ম্যাচেই জেতা মুম্বাই আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে ২০৩ রান করেও হেরে গেছে পাঞ্জাব কিংসের কাছে। আর ৫ উইকেটের জয়ে ১১ বছর পর আবার ফাইনালে আইপিএলের ফাইনালে উঠল পাঞ্জাব। যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাবের মতো বেঙ্গালুরুও কখনো জেতেনি আইপিএল। যার অর্থ, মঙ্গলবারের ফাইনালে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে আইপিএল

আহমেদাবাদে পাঞ্জাবের জয়ের নায়ক শ্রেয়াস আইয়ার। ৪১ বলে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেই এক ওভার হাতে রেখেই দলকে জিতিয়েছেন পাঞ্জাব অধিনায়ক। ৮টি ছক্কা মেরেছেন আইয়ার। যার সর্বশেষটি হয়ে আছে জয়সূচক শট।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। তৃতীয় ওভারের প্রথম বলে যখন ওপেনার প্রভসিমরান সিং ফিরলেন দলটির স্কোর ১৩/১। এরপর অবশ্য ঝড় তোলেন প্রিয়াংশ আর্য ও জশ ইংলিস। ১৮ বলেই দ্বিতীয় উইকেটে ৪২ রান যোগ করেন দুজন। এর ২০ রানই এসেছে যশপ্রীত বুমরার করা পঞ্চম বলে। ২টি করে চার-ছক্কায় ২০ রানই এসেছে ইংলিসের ব্যাট থেকে। এবারের আইপিএলে বুমরার ওভারে সবচেয়ে বেশি তোলার রেকর্ড এটিই।

চতুর্থ উইকেটে ৪৭ বলে ৮৪ রান যোগ করেন শ্রেয়াস আইয়ার ও নেহাল ওয়াধেরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ইন ল আইয় র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ