আনচেলত্তির ব্রাজিল দেখার অপেক্ষা, কেমন হবে একাদশ
Published: 5th, June 2025 GMT
ব্রাজিলে পা রেখেই তিনি ঘোষণা দিয়েছিলেন– ‘মেক ব্রাজিল চ্যাম্পিয়ন অ্যাগেইন’। ব্রাজিল ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের এই ইতালিয়ান কোচের সেই মিশনের প্রথম ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৫টায় শুরু হবে ইকুয়েডরের বিপক্ষে আনচেলত্তির নতুন ব্রাজিলের ম্যাচ। ইউরোপিয়ান কোচের অধীনে ব্রাজিলের ফুটবলশৈলী দেখার অপেক্ষায় সেলেসাও সমর্থকরা। বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ।
এ মুহূর্তে চার নম্বরে রয়েছে ব্রাজিল। তবে যাদের সঙ্গে শুক্রবার মুখোমুখি হবেন ভিনিরা, সেই ইকুয়েডর রয়েছে তাদের চেয়েও ভালো পজিশনে– দুই নম্বরে। যদিও রেকর্ড বলছে, লাতিন এই প্রতিপক্ষ সেভাবে কখনোই দাপট দেখাতে পারেনি ব্রাজিলের সামনে।
একুশ বছর আগে তারা ব্রাজিলকে হারাতে পেরেছিল। তবে রেকর্ড এটাও বলছে যে ঘরের মাঠে ইকুয়েডর শেষ সাত ম্যাচ অপরাজিত। তাই গোয়াকুইলের মাঠটিতে অন্য রকম এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে আনচেলত্তির ব্রাজিল।
ম্যাচ শুরুর আগে সমর্থকদের কৌতূহলের জায়গায় থাকছে আনচেলত্তির শুরুর একাদশ নিয়ে। আনচেলত্তির ফরমেশন নিয়েও আগ্রহ রয়েছে অনেকের। ও গ্লোবোর খবর, ইকুয়েডরের বিপক্ষে ৪-২-৩-১ ফরমেশনে মাঠ সাজাতে পারেন আনচেলত্তি। যেখানে রক্ষণে অভিজ্ঞ মার্কুইনহোস ও অ্যালেক্স সান্দ্রোর সঙ্গে থাকতে পারেন ভ্যান্ডারসন ও প্রথমবার ডাক পাওয়া লিলির অ্যালেক্সসান্দ্রো।
মাঝমাঠে নতুন কোচ ভরসা রাখতে চাচ্ছেন অভিজ্ঞ ক্যাসিমিরোর ওপর। ব্রুনো গিমারেজের সঙ্গে ম্যাচ নিয়ন্ত্রণে সক্ষম জেরসনকে নিয়ে হতে পারে মিডফিল্ড ত্রয়ী। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র থাকছেন। তার সঙ্গে রাফিনিয়া হবেন কোচের প্রথম পছন্দ। তবে ইকুয়েডরের বিপক্ষে কার্ড জটিলতায় নিষেধাজ্ঞা থাকায় খেলতে পারবেন না রাফিনিয়া। ১৮ বছর বয়সী এস্তেভাও উইলিয়াম নিতে পারেন রাইট উইঙ্গারের দায়িত্ব।
এ পর্যন্ত ব্রাজিলের শুরুর একাদশ নিয়ে খুব একটা সমস্যা থাকার কথা নয়। তবে গ্লোবো দাবি করেছে, অনুশীলনে আনচেলত্তি যে শুরুর একাদশ পরোখ করেছেন সেখানে স্ট্রাইকার পজিশনে ছিলেন সাবেক ক্লাব শিষ্য রিচার্লিসন। টটেনহ্যাম স্ট্রাইকার ছন্দে নেই অনেকদিন। তার জায়গায় আর্জেন্টিনার বিপক্ষে সর্বশেষ ম্যাচে গোল করা ম্যাথিউস কুনিয়াকে দেখতেই পছন্দ করবেন ভক্তরা। কুনিয়া প্রিমিয়ার লিগে ১৫ গোল করা স্ট্রাইকার।
তবে রিচার্লিসনের আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টাকে অবহেলার সুযোগ নেই। হেডে দক্ষ হওয়ায় দলে গুরুত্বপূর্ণ তিনি। ইউরোপে খেলা ব্রাজিলের বেশির ভাগ অভিজ্ঞ খেলোয়াড়ের ওপর তিনি বাজি রাখতে চান। এ মুহূর্তে ম্যাচ খেলার ফিটনেস না থাকায় নেইমারকে দলে রাখেননি ডন কার্লো। তবে বিশ্বকাপ দলে অবশ্যই তাকে চান ইতালিয়ান কোচ।
ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: অ্যালিসন (লিভারপুল), অ্যালেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), মার্কুইনহোস (পিএসজি), অ্যালেক্সসান্দ্রো (লিলি), ভ্যান্ডরসন (মোনাকো), ক্যাসেমিরো (ম্যানইউ), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), জেরসন (ফ্লামেঙ্গো), ভিনিসিয়াস (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (টটেনহ্যাম), এস্তেভাও উইলিয়াম (পালমেইরাস)।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র জ ল ফ টবল ব শ বক প ব ছ ই
এছাড়াও পড়ুন:
জকসুতে এআই ব্যবহারে থাকবে শিথিলতা, তবে অপব্যবহার করা যাবে না: নির্বাচন কমিশন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহারে শিথিলতা থাকবে। তবে এর অপব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য জুলফিকার মাহমুদ।
রোববার উপাচার্যের সভাকক্ষে রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর আচরণবিধিবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের এক দাবির জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে ফয়সাল মুরাদ বলেন, ‘নির্বাচনী আচরণবিধির ৭–এর ঘ ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যাবে না। আমরা যারা ছোট সংগঠন, আমাদের তহবিল সীমিত। আমরা নির্বাচনী প্রচারের জন্য এআই ব্যবহার করে দু-এক মিনিটের ভিডিও বানিয়ে প্রচার কার্যক্রম চালাতে চাই। আমাদের দাবি, এ বিষয়ে নির্বাচন কমিশন যেন শিথিল নীতি গ্রহণ করে।’
মুরাদ আরও বলেন, বিগত চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে কিছু ত্রুটি লক্ষ করা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত রাখার জন্য যতগুলো ভোটকক্ষ থাকবে, সব কটি সিসিটিভি ফুটেজের আওতায় রাখতে হবে। সবার জন্য সেই সিসিটিভি ফুটেজ উন্মুক্ত রাখতে হবে। ভোট গ্রহণকে স্বচ্ছ রাখার জন্য ভোটকক্ষের ভেতরে জাতীয় গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার অনুমতি দেওয়ার কথা বলেন তিনি।
দাবির পরিপ্রেক্ষিতে জকসুর নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ বলেন, ‘এআই ব্যবহার করে বিভিন্নজনের চরিত্র হনন করা হয়, অপপ্রচার চালানো হয়। সেদিক থেকে চিন্তা করে এআই ব্যবহার নিষিদ্ধ রেখেছিলাম। তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে এআই ব্যবহারে শিথিলতা থাকবে প্রচার–প্রসারে, তবে অপব্যবহার করা যাবে না। আর সরাসরি সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আলোচনা করে।’
প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা।