আনচেলত্তির ব্রাজিল দেখার অপেক্ষা, কেমন হবে একাদশ
Published: 5th, June 2025 GMT
ব্রাজিলে পা রেখেই তিনি ঘোষণা দিয়েছিলেন– ‘মেক ব্রাজিল চ্যাম্পিয়ন অ্যাগেইন’। ব্রাজিল ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের এই ইতালিয়ান কোচের সেই মিশনের প্রথম ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৫টায় শুরু হবে ইকুয়েডরের বিপক্ষে আনচেলত্তির নতুন ব্রাজিলের ম্যাচ। ইউরোপিয়ান কোচের অধীনে ব্রাজিলের ফুটবলশৈলী দেখার অপেক্ষায় সেলেসাও সমর্থকরা। বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ।
এ মুহূর্তে চার নম্বরে রয়েছে ব্রাজিল। তবে যাদের সঙ্গে শুক্রবার মুখোমুখি হবেন ভিনিরা, সেই ইকুয়েডর রয়েছে তাদের চেয়েও ভালো পজিশনে– দুই নম্বরে। যদিও রেকর্ড বলছে, লাতিন এই প্রতিপক্ষ সেভাবে কখনোই দাপট দেখাতে পারেনি ব্রাজিলের সামনে।
একুশ বছর আগে তারা ব্রাজিলকে হারাতে পেরেছিল। তবে রেকর্ড এটাও বলছে যে ঘরের মাঠে ইকুয়েডর শেষ সাত ম্যাচ অপরাজিত। তাই গোয়াকুইলের মাঠটিতে অন্য রকম এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে আনচেলত্তির ব্রাজিল।
ম্যাচ শুরুর আগে সমর্থকদের কৌতূহলের জায়গায় থাকছে আনচেলত্তির শুরুর একাদশ নিয়ে। আনচেলত্তির ফরমেশন নিয়েও আগ্রহ রয়েছে অনেকের। ও গ্লোবোর খবর, ইকুয়েডরের বিপক্ষে ৪-২-৩-১ ফরমেশনে মাঠ সাজাতে পারেন আনচেলত্তি। যেখানে রক্ষণে অভিজ্ঞ মার্কুইনহোস ও অ্যালেক্স সান্দ্রোর সঙ্গে থাকতে পারেন ভ্যান্ডারসন ও প্রথমবার ডাক পাওয়া লিলির অ্যালেক্সসান্দ্রো।
মাঝমাঠে নতুন কোচ ভরসা রাখতে চাচ্ছেন অভিজ্ঞ ক্যাসিমিরোর ওপর। ব্রুনো গিমারেজের সঙ্গে ম্যাচ নিয়ন্ত্রণে সক্ষম জেরসনকে নিয়ে হতে পারে মিডফিল্ড ত্রয়ী। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র থাকছেন। তার সঙ্গে রাফিনিয়া হবেন কোচের প্রথম পছন্দ। তবে ইকুয়েডরের বিপক্ষে কার্ড জটিলতায় নিষেধাজ্ঞা থাকায় খেলতে পারবেন না রাফিনিয়া। ১৮ বছর বয়সী এস্তেভাও উইলিয়াম নিতে পারেন রাইট উইঙ্গারের দায়িত্ব।
এ পর্যন্ত ব্রাজিলের শুরুর একাদশ নিয়ে খুব একটা সমস্যা থাকার কথা নয়। তবে গ্লোবো দাবি করেছে, অনুশীলনে আনচেলত্তি যে শুরুর একাদশ পরোখ করেছেন সেখানে স্ট্রাইকার পজিশনে ছিলেন সাবেক ক্লাব শিষ্য রিচার্লিসন। টটেনহ্যাম স্ট্রাইকার ছন্দে নেই অনেকদিন। তার জায়গায় আর্জেন্টিনার বিপক্ষে সর্বশেষ ম্যাচে গোল করা ম্যাথিউস কুনিয়াকে দেখতেই পছন্দ করবেন ভক্তরা। কুনিয়া প্রিমিয়ার লিগে ১৫ গোল করা স্ট্রাইকার।
তবে রিচার্লিসনের আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টাকে অবহেলার সুযোগ নেই। হেডে দক্ষ হওয়ায় দলে গুরুত্বপূর্ণ তিনি। ইউরোপে খেলা ব্রাজিলের বেশির ভাগ অভিজ্ঞ খেলোয়াড়ের ওপর তিনি বাজি রাখতে চান। এ মুহূর্তে ম্যাচ খেলার ফিটনেস না থাকায় নেইমারকে দলে রাখেননি ডন কার্লো। তবে বিশ্বকাপ দলে অবশ্যই তাকে চান ইতালিয়ান কোচ।
ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: অ্যালিসন (লিভারপুল), অ্যালেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), মার্কুইনহোস (পিএসজি), অ্যালেক্সসান্দ্রো (লিলি), ভ্যান্ডরসন (মোনাকো), ক্যাসেমিরো (ম্যানইউ), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), জেরসন (ফ্লামেঙ্গো), ভিনিসিয়াস (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (টটেনহ্যাম), এস্তেভাও উইলিয়াম (পালমেইরাস)।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র জ ল ফ টবল ব শ বক প ব ছ ই
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন